HS Education Suggestions 2024 | শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024 প্রশ্ন উত্তর | Educostudy

    HS Education Suggestions 2024, এর জন্য কোন প্রশ্ন গুলি পড়বো বা কোন প্রশ্ন গুলি পড়লে সেগুলি আমাদের পরীক্ষাতে আসবে এবং খুব সহজে তার উত্তরগুলি আমরা লিখতে পারবো এটি নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়।

    Education is the one of the best subject of West Bengal higher secondary board, in the West Bengal book market many kind of education suggestion for education notes available.

HS Education Suggestions 2020

   But in this book exercise question from the original education syllabus, only for this situation I want to recommend all the education student in West Bengal only syllabus wise question. 

    HS education suggestion 2024 is the best drum of all West Bengal education student, here you can get HS education suggestion 2023 and 2024.

    এই কারণে আমার এই পোস্টটিতে আমি সেই সকল সমস্ত প্রশ্ন গুলি আলোচনা করব যা আমাদের মোট এডুকেশন শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট পড়তে হবে।

hs education suggestion 2023, class 12 education suggestion 2023, hs 2023 education suggestion, hs education suggestion, 2023 hs education suggestion, hs education final suggestion 2023, hs education suggestion 2023 mcq, hs education suggestions 2023, class 12 education suggestion, hs education last minute suggestion 2023, education suggestion 2023 class 12, hs education suggestions, hs education suggestion mcq, education suggestion hs 2023, hs suggestion 2023 education

    সুতরাং তোমার যদি HS Education Suggestions 2024 শুধুমাত্র এই বিষয়ে প্রশ্ন ও উত্তর প্রয়োজন হয় তবে তুমি একদম শেষে পৌঁছে গিয়ে এই প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিতে পারো।

   কিন্তু যদি তোমার HS Education Suggestions 2024 এই প্রশ্নগুলো বাদেও বইয়ের অন্য সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সর্বমোট যতগুলো প্রশ্ন আমাদের পড়া প্রয়োজন শিক্ষাবিজ্ঞানের জন্য সেই প্রশ্নগুলি জানার ইচ্ছা থাকে তবে পরপর দেখতে থাকো।

    শিক্ষা বিজ্ঞানের জন্য বাজারে যতগুলি বই প্রচলিত তাদের মধ্যে প্রশ্ন সংখ্যা এত বেশি যে শিক্ষার্থীরা প্রায়ই ভুল প্রশ্নগুলি বেশি বার করে ফেলে যার জন্য পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলি তারা ধরতে পারে না।

    এইজন্য সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যে প্রশ্নগুলি বারবার পরীক্ষাতে আসে এবং আমাদের শিক্ষা বিজ্ঞানের পাঠ্যসূচিকে অবলম্বন করে পড়তে হবে সেগুলি সম্পর্কে প্রথমেই আমি আলোচনা করেছি এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে তার উত্তর এর লিঙ্ক দেওয়া আছে।

    সুতরাং এমন নয় যে তুমি শুধুমাত্র এখান থেকে প্রশ্ন পাবে উত্তর পাবে না তুমি এখান থেকে প্রশ্ন এবং তার সঙ্গে কিভাবে উত্তর লিখতে হবে এবং সেই উপযুক্ত উত্তরগুলি এখানে দেওয়া হল।


HS Education Suggestions 2024


   তাহলে আমরা প্রথমে দেখে নেবো যে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের জন্য আমাদের মোট কতগুলি প্রশ্ন পড়তে হবে। এখানে যতগুলো প্রশ্ন দেয়া থাকবে তার বাইরে একটি প্রশ্ন তোমার পড়ার প্রয়োজন নেই।

    সুতরাং এখান থেকে প্রশ্ন গুলি লিখে এবং তার পাশাপাশি লিঙ্ক থেকে ক্লিক করে উত্তরগুলো তুমি খাতায় নোট করে নিতে পারো।


দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের শুধুমাত্র যে সমস্ত প্রশ্ন পড়তে হবে সেগুলি নিচে অধ্যায়ঃ অনুযায়ী দেওয়া হল: 



প্রথম পাঠ : শিখন

  • শিখন কি ? শিখনের প্রকৃতি আলোচনা করো। গাগনির মতে শিখনের প্রকারভেদ গুলি আলোচনা করো।   উত্তর ক্লিক করো।
  • পরিনমন কি ? শিক্ষা ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখ।  উত্তর ক্লিক করো।
  • প্রেষণা কি? শিক্ষা ক্ষেত্রে প্রেষণার গুরুত্ব লেখ। উত্তর ক্লিক করো
  • মনোযোগ কি ? এর বৈশিষ্ট্য লেখ। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখ।  উত্তর ক্লিক করো।
  • আগ্রহ কি ? এর বৈশিষ্ট্য লেখ। শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখ। উত্তর ক্লিক করো।
  • মানসিক ক্ষমতা কি ? শিক্ষা ক্ষেত্রে  মানসিক ক্ষমতার গুরুত্ব লেখ। স্পিয়ার ম্যান ও থারস্টনের মানসিক উপাদান সম্পর্কে আলোচনা করো।   উত্তর এখানে ক্লিক করো।
  • বুদ্ধি কি ? এর বৈশিষ্ট্য লেখ। শিক্ষা ক্ষেত্রে বুদ্ধির গুরুত্ব আলোচনা করো।    উত্তর এখানে ক্লিক করো। 



দ্বিতীয় পাঠ :  শিখন কৌশল 





তৃতীয় পাঠ :   শিক্ষায় রাশি বিজ্ঞান




চতুর্থ পাঠ :   ভারতীয় সংবিধানে শিক্ষা 

  • ভারতীয় সংবিধানে শিক্ষা সম্পর্কে ধারণা।   উত্তর এখানে ।
  • ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা।   উত্তর এখানে
  • লঘু সম্প্রদায়ের শিক্ষা সম্পর্কে আলোচনা করো।  উত্তর এখানে। 
  • শিক্ষায় সমসুযোগ কি। ধারণাটি আলোচনা করো।  উত্তর এখানে।


পঞ্চম পাঠ :  বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

  • বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্য কি।  উত্তর এখানে।
  • গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা আলোচনা।  উত্তর এখানে।


ষষ্ঠ পাঠ :   মাধ্যমিক শিক্ষা কমিশন




সপ্তম পাঠ :   কোঠারি কমিশন

  • প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গঠন, পাঠক্রম এবং শিক্ষা কেন্দ্র সম্পর্কে আলোচনা করো।  উত্তর এখানে। 
  • প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গঠন, পাঠক্রম ও শিক্ষা কেন্দ্র সম্পর্কে আলোচনা করো।   উত্তর এখানে। 
  • মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গঠন, পাঠক্রম এবং শিক্ষা কেন্দ্র সম্পর্কে আলোচনা করো।  উত্তর এখানে।
  • উচ্চ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গঠন পাঠক্রম এবং শিক্ষা কেন্দ্র সম্পর্কে আলোচনা করো।   উত্তর এখানে। 
  • উচ্চশিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার অবস্থান আলোচনা করো।  উত্তর এখানে। 
  • বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার ধারণা সম্পর্ক মাধ্যমিক শিক্ষা পর্যায়ের শিক্ষা কেন্দ্র গুলি লেখ।   উত্তর এখানে।
  • বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রকারভেদ পাঠক্রম শিক্ষাকেন্দ্র উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত আলোচনা করো।  উত্তর এখানে।


WB HS Education Suggestions 2024 


অষ্টম পাঠ :   জাতীয় শিক্ষানীতি

  • জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামো বা প্রধান বিষয় গুলি আলোচনা করো।   উত্তর এখানে। 


নবম পাঠ :  পৃথক ভাবে সক্ষম শিশুদের শিক্ষা

  • দৃষ্টিহীন শিক্ষার্থীদের শ্রেণীবিভাগ কর শিক্ষাগত অধিকার গুলি আলোচনা করো।   উত্তর এখানে।
  • মূক ও বধির শিশুদের শ্রেণীবিভাগ এর শিক্ষাগত অধিকার গুলি আলোচনা করো।  উত্তর এখানে। 
  • শ্রেণিকক্ষে আচরণগত সমস্যা সমাধানে পিতা-মাতা ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো।  উত্তর এখানে।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ।  উত্তর এখানে। 


দশম পাঠ :  প্রাথমিক শিক্ষার সার্বজনীন করণ

  •  সর্বজনীন প্রাথমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করো।  উত্তর এখানে। 
  • বয়স্ক শিক্ষা কি বয়স্ক শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। উত্তর এখানে। 
  • বিভিন্ন সাক্ষরতা কর্মসূচি গুলি সম্পর্কে আলোচনা করো।  উত্তর এখানে। 
  • সর্বশিক্ষা অভিযান কি ? সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করো।  উত্তর এখানে।


একাদশ পাঠ :   শিক্ষাই বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি

  • ফোর প্লার অফ এডুকেশন বা শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে বিশদ আলোচনা।  উত্তর এখানে। 


দ্বাদশ পাঠ :   শিক্ষায় প্রযুক্তির ভূমিকা








HS Education Suggestions 2023 - 2024


      দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান এর যেসকল প্রশ্নগুলি সমস্ত বছর এবং সমস্ত সিলেবাস ধরে পড়তে হবে সেগুলি সম্পর্কে উপরে আলোচনা করেছি অর্থাৎ সেই প্রশ্নগুলি উপরে দিয়েছি।

    সুতরাং সমস্ত বই ধরে বা কোন নোট বই ধরে তার সকল প্রশ্নগুলি পড়ার কোনো প্রয়োজন নেই কারণ সিলেবাসে যে বিষয়গুলি বারবার পড়তে বলা হয়েছে সেই সকল প্রশ্ন গুলি আমরা পড়বো আর সেই প্রশ্নগুলি উপরে লেখা আছে এবং তাদের উত্তরগুলো পাশের লিংক দেওয়া আছে।

    আশা করি আমার এই সকল প্রশ্নগুলি তোমাদের যদি পড়ার প্রয়োজন হয় তোমরা পাশের এই উত্তরের লিঙ্ক এ ক্লিক করে সেখান থেকে সমস্ত উত্তর পড়তে পারবে।

    এখন আসি HS Education Suggestions 2022 বিষয়টির জন্য আমাদের উপরের সকল প্রশ্নগুলি পড়ার কোন প্রয়োজন নেই, এই সকল প্রশ্ন গুলি থেকে কমবেশি কুড়িটি প্রশ্ন পড়লে আমরা 8 মার্চ ও চার মার্কের জন্য প্রস্তুত হয়ে যাব। 

    কিন্তু প্রায় সকল নোট বই গুলিতে আমাদের ছোট বড় 4 মার্চ ও 8 মার্কের জন্য 300 থেকে 400 টি প্রশ্ন দেওয়া থাকে যেগুলি কোনদিনই পরীক্ষায় আসে না এবং কোনদিনই পরীক্ষায় আসবে না। আমাদের এখান থেকে নির্বাচিত প্রশ্নগুলি বার বার প্র্যাকটিস করো তাহলেই যথেষ্ট।

    HS Education Suggestions 2024 এর জন্য আমরা নিচে যতগুলি প্রশ্ন পড়ার প্রয়োজন ততগুলো প্রশ্ন নিয়ে এবং তার উত্তরগুলি একই রকম ভাবে লিঙ্ক করে দিয়ে দেব।

  • এখানে সময়মতো 2024 সালের শিক্ষা বিজ্ঞানের সাজেশন গুলি আপলোড করে দেয়া হবে।

বাংলা বিষয়ের বিভিন্ন বড় প্রশ্ন ও উত্তর : 

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024, উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024, উচ্চমাধ্যমিক এডুকেশন সাজেশন 2023, উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2023, শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান,হাই মাদ্রাসা শিক্ষা বিজ্ঞান সাজেশন,উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন,দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন,একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024




West Bengal HS 2022 Education Suggestion Download. WBCHSE HS Education short question suggestion. HS Education Suggestion 2020 download. HS Question Paper 2020 Education. WB HS 2019 Education suggestion and important questions. HS Suggestion 2020 pdf.