কেন্দ্রীয় প্রবণতা গুলির ( মিন, মিডিয়ান ও মোডের) ব্যাবহার আলোচনা করো। Use of Mean, Median and Mode


    রাশি মালায় বণ্টনের স্কোর গুলি একটি বিশেষ কেন্দ্রের অন্তর্গত, এবং ওই স্কোর গুলির কেন্দ্রের দিকে যাবার একটা প্রবণতা থাকে। এটিই হলো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার তিনটি বৈশিষ্ট্য হলো - মিন (MEAN), মিডিয়াম ( MEDIAN ), ও মোড (MODE) । এদের বৈশিষ্ট্য সম্পর্কে নিচে আলোচনা করা হলো - 
কেন্দ্রীয় প্রবণতা গুলির ( মিন, মিডিয়ান ও মোডের)  ব্যাবহার আলোচনা করো। Use of Mean, Median and Mode

মিন / MEAN এর ব্যাবহার

 1. যখন সবচেয়ে নির্ভর যোগ্যকেন্দ্রীয় প্রবণতা জানার প্রয়োজন হয় তখন  গড় বা মিন ব্যবহার করা হয়।

2. যখন ব্যাপক তাৎপর্য নির্ণয়ের প্রয়োজন হয় তখন ঘর ব্যবহার করা হয়।

3. রাশি বিজ্ঞানের অন্যান্য পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সময় গড়ের প্রয়োজন হয়।

4. বিভিন্ন রাশিমালার মধ্যে বৈশিষ্ট্য মূলক তুলনার ক্ষেত্রে গড়ের ব্যবহার করা হয়।

5. সহজবোধ্য এবং সহজ প্রাপ্তির জন্য গড় কে বেছে নেওয়া হয়।



মিডিয়ান এর ব্যাবহার 

1. যখন কোন রাশিমালার দ্রুত কেন্দ্রীয় প্রবণতা জানার প্রয়োজন হয় তখন মিডিয়ান ব্যবহার করা হয়।

2. যখন রাশিমালা বন্টন এর মধ্যবিন্দু জানার প্রয়োজন হয়।

3. যখন পরিসংখ্যা বিভাজন এ বেশি মাত্রায় স্কুড থাকে তখন মিডিয়ান ব্যবহার করা হয়।

4. কোন রাশিমালার বন্টনে যদি অসমতা থাকে তখন মিডিয়ান ব্যবহার করা হয়।

5. কোন বিস্মৃত রাশিমালা কে সমান দুটি ভাগে ভাগ করতে গেলে তখন মিডিয়ান এর প্রয়োজন হয়।



মোড এর ব্যাবহার

1. যখন সবচেয়ে দ্রুত কেন্দ্রীয় প্রবণতা জানার প্রয়োজন হয় তখন মোড ব্যবহার করা হয়।

2. গাণিতিক গণনা ব্যতিরেকে কেন্দ্রীয় প্রবণতা সম্বন্ধে ধারণা পেতে মোডের প্রয়োজন হয়।

3. কোন বন্টনে কোন স্কুটি সবচেয়ে বেশিবার এসেছে তা জানতে মোড এর ব্যবহার করা হয়।