ছোট গল্প কাকে বলে | ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো | Choto Golpo Kake Bole

ছোট গল্প কাকে বলে - বাংলা সাহিত্যে ছোটগল্প হলো এক যুগ যন্ত্রণার ফসল। বাংলা সাহিত্যের আধুনিকতম সংযোজন বাংলা সাহিত্যকে শক্ত ও মজবুত করে তুলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছোট গল্প পাশ্চাত্যে সৃষ্টি হলেও এদেশীয় ভাষাতে তার যথেষ্ট প্রাণবন্ত রূপ ধরা পড়েছে। এখানে ছোট গল্প কাকে বলে এবং ছোট গল্পের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো।


ছোটগল্প কাকে বলে, ছোট গল্প লেখার নিয়ম, chuto golpo।। ছোট গল্প কাকে বলে?, প্রবন্ধ কাকে বলে, ছোট গল্প, ছোট গল্প পঠন,লোভ কাকে বলে? শিক্ষামূলক গল্প উপদেশমূলক গল্প‎, ছোট গল্প লেখার নিয়ম, প্রহসন কাকে বলে, বিপদ আর কাকে বলে, উপন্যাস কাকে বলে, ভালবাসা কাকে বলে, একাঙ্ক নাটক কাকে বলে, রবীন্দ্রনাথ ছোট গল্প, কিভাবে ছোট গল্প লিখবেন, ছোট গল্প বলতে কী বোঝ?


ছোট গল্প কাকে বলে

   সাহিত্যের কোন বিশেষ রূপ রীতি কে সূক্ষ্ম বাধনে বাধা বা সংজ্ঞা দেওয়া খুব সহজ কাজ নয়। আর সে দিক থেকে ছোটগল্পের সংজ্ঞা দেওয়া খুবই দুরূহ। কারণ পাশ্চাত্য ও প্রাচ্যের বিভিন্ন সাহিত্যিকরা যে সকল ছোটগল্প সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন তাদের মধ্যে যথেষ্ট মতবিরোধ ও স্বতন্ত্র দেখা যায়। তবুও ছোটগল্প সম্পর্কে বলা যায় - 


   এ শর্ট স্টোরি মাস্ট কন্টেইন আর এন্ড অনলি অন ইনফর্মেশন আইডিয়া এন্ড আইডিয়া মাস্ট বি  ওয়ার্ক আউট টু ইটস লজিক্যাল কনক্লিউশন অফ মেথড। ( "A short story must contain are and only one information idea and that this idea must be worked out to its logical conclusion with absolute singleness of method")


আবার, ছোটগল্প সম্পর্কে বলা যায় -

      কথাসাহিত্যের যে শাখা উপন্যাসের তুলনায় ছোট, বিষয় ও ঘটনাতে একমুখী,  সমজমব বোধে যার নাটকীয়তা আছে এবং যার মাধ্যমে ব্যঞ্জনধর্মীতা প্রকাশিত হয় সর্বোপরি অপ্রয়োজনীয় বর্ণনা থাকে না তাকে ছোট গল্প বলা যেতে পারে। 

   এ ছাড়াও বহু সাহিত্যিক অনেকভাবে ছোটগল্পের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন যদিও তার কোনটির স্বয়ংসম্পূর্ণ ভাবে স্বীকার্য নয়। তবুও মোটামুটি ভাবে প্রায় সকল সংখ্যা গুলির মূল কথা কে কেন্দ্র করেই উপরে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে।


ছোটগল্প কাকে বলে, ছোট গল্প লেখার নিয়ম, chuto golpo।। ছোট গল্প কাকে বলে?, প্রবন্ধ কাকে বলে, ছোট গল্প, ছোট গল্প পঠন,লোভ কাকে বলে? শিক্ষামূলক গল্প উপদেশমূলক গল্প‎, ছোট গল্প লেখার নিয়ম, প্রহসন কাকে বলে, বিপদ আর কাকে বলে, উপন্যাস কাকে বলে, ভালবাসা কাকে বলে, একাঙ্ক নাটক কাকে বলে, রবীন্দ্রনাথ ছোট গল্প, কিভাবে ছোট গল্প লিখবেন, ছোট গল্প বলতে কী বোঝ?  h.s.c/ba, ট্যাবলয়েড পত্রিকা কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, বাংলা ছোট গল্পের বৈশিষ্ট্য, জীবনের গল্প | ছোটগল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, বাংলা ছোটগল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, একরাত্রি গল্পের বিষয়বস্তু আলোচনা, ক্ষুধিত পাষাণ গল্পের বিষয়বস্তু আলোচনা, ছোট গল্প, ছোট গল্পের প্রকারভেদ, ক্ষুধিত পাষাণ গল্পের মূলভাব আলোচনা, ছোটগল্পের আলোচনা, ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, একরাত্রি ছোটগল্পের মূলভাব আলোচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি ছোটগল্প আলোচনা, গীতিকাব্যের বৈশিষ্ট্য, নরেন্দ্রনাথ মিত্র চোর ছোটগল্পের আলোচনা, নরেন্দ্রনাথ মিত্রের চোর ছোটগল্পের আলোচনা | Choto Golpo Kake Bole



ছোট গল্পের বৈশিষ্ট্য 

    বিশ্বসাহিত্যে এমনকি বাংলা সাহিত্যের অন্যতম শাখা ছোটগল্পের দিকে লক্ষ্য করলে এর অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একমাত্র রবীন্দ্রনাথের হাত ধরে ছোট গল্পের বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যের নতুন রূপে সৃষ্টি করেছিল তা ছোটগল্পের অন্যতম অনন্য বৈশিষ্ট্য। যেরকম - 


1. ছোটগল্পের প্রাণ হবে খুবই ছোট অর্থাৎ বিষয় হবে খুবই ছোট। 


2. ছোটগল্পের বিষয়ে বাহ্যিক কোন বর্ণনা বা অপ্রয়োজনীয়' বর্ণনা থাকবে না।


3. জীবনের কোনো এক মুহুর্ত থেকে ছোটগল্পের পথ চলা শুরু হয় অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোটগল্পের যাত্রা।


ছোট গল্প কাকে বলে
ছোটগল্প

4. রবীন্দ্রনাথের মত অনুযায়ী ছোট গল্পের সমাপ্তি হবে এমনভাবে যেখানে মন তৃপ্তি পাবে না শেষ করতে ইচ্ছা থাকবেনা পাঠকের পরবর্তী ঘটনা জানার আগ্রহে মন ভরে থাকবে।


5. ছোট গল্পের বিষয় বস্তুর মধ্যে সংযম বোধ থাকবে।


6. নাটকীয়তা সংঘাত ব্যঞ্জনা ধর্মী তা ছোটগল্পের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।


7. ছোট গল্পের মধ্যে ঘটনার একটি শীর্ষ মুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকবে, যেখানে গল্পের বিষয়বস্তু বাঁক নিয়ে অনন্য হয়ে উঠতে পারে।


বিখ্যাত কিছু ছোট গল্প 

 বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত ছোট গল্প রয়েছে। কিছু উল্লেখযোগ্য ছোট গল্প সম্পর্কে আলোচনা করা যাক: 

১. "হাতির বৃষ্টি": বিখ্যাত গল্প কার ও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'হাতির বৃষ্টি' একটি অন্যতম জনপ্রিয় ছোট গল্প। শিশু মনোবৃত্তিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই গল্পে। 

২. "প্রত্যাবর্তন": সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি বাংলার সেরা ছোট গল্পের মধ্যে অন্যতম। এতে রূপক প্রকৃতির ব্যবহার করা হয়েছে। 

৩. "রোজ": অনুবাদক দেবেশ রায় লিখিত এই গল্পটিতে প্রেম ও সমাজের ব্যাপক চর্চা করা হয়েছে। একে ১৯৭১ সালের সেরা ছোট গল্প হিসেবে পুরস্কৃত করা হয়।

 ৪. "খোলা জানালা": ছায়াসন্দেহ প্রমুখ বই ডাকঘরের গল্পকার বুদ্ধদেব বসুর 'খোলা জানালা' গল্পটি অত্যন্ত প্রশংসিত। 

৫. "খুব দূর নয়": রাজশেখর বসুর অন্যতম সেরা ছোট গল্প হিসেবে গণ্য করা হয় এই গল্পটিকে। ভূত-বর্তমান-ভবিষ্যতের সংঘর্ষ তুলে ধরা হয়েছে।


👉👉  উপরে ছোটগল্প কি এবং ছোট গল্পের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের আগে কম বেশি ছোট গল্প লেখার চেষ্টা করা হলেও রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা ছোটগল্পের যাত্রা শুরু হয়েছে। পরবর্তী সময়ে বিখ্যাত লেখকদের হাতে বাংলা ছোটগল্পের অনন্যতা লক্ষ্য করা গেছে। 


এছাড়া বাংলা সাহিত্যের রূপ রীতি অনন্য প্রশ্নগুলি -



ছোটগল্প কাকে বলে, ছোট গল্প লেখার নিয়ম, chuto golpo।। ছোট গল্প কাকে বলে?, প্রবন্ধ কাকে বলে, ছোট গল্প, ছোট গল্প পঠন,লোভ কাকে বলে? শিক্ষামূলক গল্প উপদেশমূলক গল্প‎, ছোট গল্প লেখার নিয়ম, প্রহসন কাকে বলে, বিপদ আর কাকে বলে, উপন্যাস কাকে বলে, ভালবাসা কাকে বলে, একাঙ্ক নাটক কাকে বলে, রবীন্দ্রনাথ ছোট গল্প, কিভাবে ছোট গল্প লিখবেন, ছোট গল্প বলতে কী বোঝ?  h.s.c/ba, ট্যাবলয়েড পত্রিকা কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, বাংলা ছোট গল্পের বৈশিষ্ট্য, জীবনের গল্প | ছোটগল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, বাংলা ছোটগল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, একরাত্রি গল্পের বিষয়বস্তু আলোচনা, ক্ষুধিত পাষাণ গল্পের বিষয়বস্তু আলোচনা, ছোট গল্প, ছোট গল্পের প্রকারভেদ, ক্ষুধিত পাষাণ গল্পের মূলভাব আলোচনা, ছোটগল্পের আলোচনা, ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, একরাত্রি ছোটগল্পের মূলভাব আলোচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি ছোটগল্প আলোচনা, গীতিকাব্যের বৈশিষ্ট্য, নরেন্দ্রনাথ মিত্র চোর ছোটগল্পের আলোচনা, নরেন্দ্রনাথ মিত্রের চোর ছোটগল্পের আলোচনা | Choto Golpo Kake Bole


ছোট গল্পের বৈশিষ্ট্য 


 ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্য গুলো নিয়ে নীচে আলোচনা করা হলো - 

১ - ছোটগল্প তাকেই বলা যায় যা একেবারে বসে পড়া শেষ করে ফেলা যাবে। অর্থাৎ এর আয়তন হবে ছোট। অবশ্য এই একবারে বসে পড়াটা এক পৃষ্ঠারও হতে পারে আবার একশো পৃষ্ঠারও হতে পারে। 

২ - ছোটগল্প আবর্তিত হয় একটিমাত্র ভাবকে কেন্দ্র করে। 

৩ - ছোটগল্প পূর্ণাঙ্গ জীবনকে ধরে না ধরে জীবনের খণ্ডাংশকে। এইজন্য ছোটগল্পে কোনো শাখাকাহিনী বা উপকাহিনী স্থান পায় না। 

৪ - ছোটগল্পের চরিত্র সংখ্যা একদম প্রয়োজনমতো হয়ে থাকে। কখন কখনও গল্পে মাত্র দুটি, এমনকী একটি মাত্র চরিত্র নিয়েও গড়ে ওঠে। চরিত্রের পূর্ণাঙ্গ বিকাশ ও বিস্তার এখানে ঘটে না। 

৫ - ছোটগল্প ঋজু টানটান - তীব্র গতিবেগ সম্পন্ন। যেন জ্যামুক্ত তীরের শুরু থেকে শেষ অবধি ছুটে চলে। 

৬ - ছোটগল্পের সমাপ্তিতে নাটকীয় হতে পারে। রবীন্দ্রনাথ বলেছেন, 'সাঙ্গ করি মনে হবে। শেষ হয়েও হইল না শেষ।' 

৭ - ছোটগদ্ধের ভাষা ইঙ্গিতময়। প্রতীক সংকেতের মাধ্যমে গভীর ব্যাঞ্জনার প্রকাশ ঘটে। শব্দচয়ন ও অলংকার প্রয়োগ ছোটগল্প বিশেষ তাৎপর্যবাহী হয়ে ওঠে। 

৮ - ছোটগল্পে বিষয় বৈচিত্র্যের প্রাধান্য দেখা যায়। যেকোনো বিষয় নিয়েই ছোটগল্প গড়ে উড়তে পারে।


ছোটগল্প কাকে বলে, ছোট গল্প লেখার নিয়ম, chuto golpo।। ছোট গল্প কাকে বলে?, প্রবন্ধ কাকে বলে, ছোট গল্প, ছোট গল্প পঠন,লোভ কাকে বলে? শিক্ষামূলক গল্প উপদেশমূলক গল্প‎, ছোট গল্প লেখার নিয়ম, প্রহসন কাকে বলে, বিপদ আর কাকে বলে, উপন্যাস কাকে বলে, ভালবাসা কাকে বলে, একাঙ্ক নাটক কাকে বলে, রবীন্দ্রনাথ ছোট গল্প, কিভাবে ছোট গল্প লিখবেন, ছোট গল্প বলতে কী বোঝ?  h.s.c/ba, ট্যাবলয়েড পত্রিকা কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, বাংলা ছোট গল্পের বৈশিষ্ট্য, জীবনের গল্প | ছোটগল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি, বাংলা ছোটগল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, একরাত্রি গল্পের বিষয়বস্তু আলোচনা, ক্ষুধিত পাষাণ গল্পের বিষয়বস্তু আলোচনা, ছোট গল্প, ছোট গল্পের প্রকারভেদ, ক্ষুধিত পাষাণ গল্পের মূলভাব আলোচনা, ছোটগল্পের আলোচনা, ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, একরাত্রি ছোটগল্পের মূলভাব আলোচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি ছোটগল্প আলোচনা, গীতিকাব্যের বৈশিষ্ট্য, নরেন্দ্রনাথ মিত্র চোর ছোটগল্পের আলোচনা, নরেন্দ্রনাথ মিত্রের চোর ছোটগল্পের আলোচনা