ছোটগল্প ও উপন্যাস কি | ছোটগল্প ও উপন্যাস এর মধ্যে পার্থক্য লেখ | Uponyas And Choto Golpo
উপন্যাস ও ছোটগল্পের পার্থক্য,বাংলা উপন্যাস,উপন্যাস,উপন্যাস কাকে বলে,উপন্যাস ও ছোটগল্পের তুলনা,ছোটগল্প কাকে বলে,ছোটগল্প,বাংলা ছোটগল্প,ছোটগল্পের বৈশিষ্ট্য,ছোটগল্পের সংজ্ঞা,ছোটগল্প কি,উপন্যাসের ধরণ,বাংলা সাহিত্যে ছোটগল্প,ছোটগল্প বলতে কি বুঝো,উপন্যাস কী ও তার বৈশিষ্ঠ্য,রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প,উপন্যাস কি?,ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য,মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,ছোটগল্পের বিষয় ও রূপ রীতি,উপন্যাসের প্রকারভের,ছোটগল্পের উদ্ভব ও ক্রমবিকাশ
বাংলা কথা সাহিত্যের উল্লেখযোগ্য দুটি শাখা ছোটগল্প ও উপন্যাস আপাতদৃষ্টিতে এই 2 টিকে অনেক সময় আমরা এক করে ফেললেও এই দুটি শাখা যে একে অপরের থেকে অনেকটাই পৃথক এবং আলাদা তা এদর বৈশিষ্ট্য ও পর্যালোচনা করলে বুঝতে পারি। ছোটগল্প ও উপন্যাস কখনো কখনো আকার বা আঙ্গিকগত দিক থেকে এক মনে হলেও এদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। প্রথমেই আমরা ছোট গল্প ও উপন্যাস কি তা দেখে নেব -
ছোটগল্প ও উপন্যাস কি
যদিও ছোটগল্প ও উপন্যাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এর আগেই করেছি তবুও ছোটগল্প ও উপন্যাস কি এর উত্তরে বলা যায় -
কথাসাহিত্যের যে শাখা উপন্যাসের তুলনায় ছোট ঘটনাও বিষয়ে একমুখী, সংযমবোধ নাটকীয়তা, ব্যঞ্জন ধর্মীতা প্রকাশিত হয় এবং অপ্রয়োজনীয় বর্ণনা থাকে না তাকে আমরা ছোট গল্প বলে থাকি। অন্যদিকে যাকে আমরা উপন্যাস বলি তাহল -
যে আখ্যানধর্মী সাহিত্যে মানুষের অভিজ্ঞতালব্ধ সামগ্রিক জীবন কাহিনী, চরিত্র, মানব জীবনের ঘাত-প্রতিঘাত মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সমৃদ্ধ হয়ে লেখকের জীবনাদর্শ ও জীবনের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় তাকে উপন্যাস বলে।
কথাসাহিত্যের এই দুটি ধারার সংজ্ঞা আমরা উপরে দেখলাম এবার আমরা এই দুটি সাহিত্য শাখার মধ্যে পার্থক্য গুলি দেখে নেব -
ছোটগল্প ও উপন্যাস এর মধ্যে পার্থক্য
1. প্রথমেই আকারগত দিকের পার্থক্য ধরলে উপন্যাস আকারে অনেক বড় সে দিক থেকে ছোট গল্প আয়তনে ছোট হয়ে থাকে। (পার্থক্যটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়)
2. জীবনের যে কোন অধ্যায় থেকে ছোট গল্পের যাত্রা শুরু হয় কিন্তু উপন্যাস সমগ্র জীবনের আখ্যান দিয়ে থাকে।
ছোটগল্প ও উপন্যাস |
3. ছোটগল্পে একটিমাত্র মূল বিষয়কে গুরুত্ব দিয়ে দেখানো হয় অন্যদিকে উপন্যাসের মূল কাহিনীর পাশাপাশি অনেকগুলি উপকাহিনী যুক্ত হতে পারে।
4. উপন্যাস হলো জীবনের এক বিস্তৃত বিবরণ অন্যদিকে ছোটগল্প সংযম বোধের লেখনি।
5. ছোটগল্পের ভাষাতে নাটকীয় রীতি লক্ষ্য করা যায় কিন্তু উপন্যাসের ভাষা ব্যাখ্যা ধর্মী হয়ে থাকে।
6. ছোটগল্পের সমাপ্তি বৈশিষ্ট্য আকস্মিক সে দিক থেকে উপন্যাসের পরিণতি একটা নির্দিষ্ট রূপের।
7. চরিত্রগত দিক থেকে উপন্যাস ও ছোটগল্প এর মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় যেমন ছোট গল্পের চরিত্র সংখ্যা নির্দিষ্ট ও পরিমিত অন্যদিকে উপন্যাসের চরিত্র সংখ্যা অনেক বেশি।
8. উপন্যাসের গতি বিস্তৃত জীবন পটভূমিকায় ছোটগল্পের আকর্ষণ কেন্দ্রাভিমুখী।
উপন্যাস ও ছোটগল্পের পার্থক্য,বাংলা উপন্যাস,উপন্যাস,উপন্যাস কাকে বলে,উপন্যাস ও ছোটগল্পের তুলনা,ছোটগল্প কাকে বলে,ছোটগল্প,বাংলা ছোটগল্প,ছোটগল্পের বৈশিষ্ট্য,ছোটগল্পের সংজ্ঞা,ছোটগল্প কি,উপন্যাসের ধরণ,বাংলা সাহিত্যে ছোটগল্প,ছোটগল্প বলতে কি বুঝো,উপন্যাস কী ও তার বৈশিষ্ঠ্য,রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প,উপন্যাস কি?,ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য,মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,ছোটগল্পের বিষয় ও রূপ রীতি,উপন্যাসের প্রকারভের,ছোটগল্পের উদ্ভব ও ক্রমবিকাশ
👉👉 মোটামুটি ভাবে কথা সাহিত্যের অন্যতম দুটি ধারা উপন্যাস ও ছোটগল্প এর মধ্যে পার্থক্য গুলি লক্ষ্য করা গেলেও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য এদের মধ্যে আছে। এখানে শুধুমাত্র এদের সংজ্ঞা ও পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া বাংলা সাহিত্যের অন্য সকল প্রশ্ন --
এছাড়া বাংলা সাহিত্যের রূপ রীতি অনন্য প্রশ্নগুলি -
- উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ
- রোমান্স কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ
- ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো।
- সামাজিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ।
- রাজনৈতিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ।
- আঞ্চলিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ।
- মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ।
- ছোটগল্প কাকে বলে ? এর বৈশিষ্ট্য আলোচনা করো।
HI
উত্তরমুছুন