উপন্যাস কাকে বলে ? | উপন্যাসের বৈশিষ্ট্য লেখ। | Upanyas
|
|2
|
উপন্যাস কাকে বলে - বাংলা সাহিত্যে উপন্যাস আধুনিক যুগের নবীন তম সংযোজন। আধুনিকতার যুগে সৃষ্টি বলে উপন্যাস (Upanyas )কে অন্য সকল সাহিত্যের রূপ রীতি থেকে আলাদা করা অনেক টা কঠিন। ইংরেজি সাহিত্যে উপন্যাস বা নভেল অনেক আগে শুরু হলেও বাংলাতে আমরা দেখা পায় আধুনিক যুগে এসে। এখানে আমরা উপন্যাস কাকে বলে ? ও উপন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো।
উপন্যাস কাকে বলে ?
উপন্যাস বলতে বোঝায় বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যান কে। আবার বলা যায় - যে আখ্যান ধর্মী সাহিত্য মানুষের অভিজ্ঞতা লব্ধ সামগ্রিক জীবন কাহিনী, চরিত্র, মানব, জীবনের ঘাত - প্রতিঘাত মনস্তাত্বিক বিশ্লেষণে সমৃদ্ধ হয়ে ও লেখকের জীবনাদর্শ ও জীবনের বোধ, দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় তাকে উপন্যাস বলে।
উপন্যাসের এই সংজ্ঞা ও ধরনের থেকে আমরা যে সকল সাধারণ বৈশিষ্ট্য দেখি তার নিচে আলোচনা করা হলো -
উপন্যাসের বৈশিষ্ট্য :
1. আধুনিক বাংলা সাহিত্যের অন্য সকল সাহিত্য শাখার মত উপন্যাসের নির্দিষ্ট কোন শিল্পরূপ নেই।
2. উপন্যাস আধুনিক জীবনের গদ্যকাব্য যা বাস্তব সমাজ জীবনের প্রতিফলন।
3. উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখকের এর একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয়।
4. উপন্যাস সাহিত্য সরকার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো একটি বিশিষ্ট জীবন-দর্শনের প্রকাশ ঘটানো।
5. উপন্যাসের সমকালের জীবন দর্শন প্রকাশিত হয়।
6. উপন্যাসের সমকাল জীবন দর্শনের সঙ্গে সামরিক জীবন দর্শন ও প্রকাশিত হয়।
7. মানুষের জীবনের গল্প শোনার আগ্রহ থেকে উপন্যাসের সৃষ্টি হয়েছে, সুতরাং উপন্যাসে গল্পের আবহ থাকে।
8. উপন্যাসে সাধারণত কোনো তত্ব বা আদর্শ প্রচারিত হয় না যদিও কখনো উপন্যাসে কোন তত্ত্ব বা আদর্শ প্রচারিত হয় তবে উপন্যাসের নিজস্ব শিল্পগুণ নষ্ট হয়।
সুতরাং আমরা বলতে পারি উপন্যাস একটি আধুনিক এবং সর্বজনপ্রিয় সাহিত্য শাখা। উপন্যাস বিভিন্ন জীবনের প্রতিফলনে নিজের কলেবর বৃদ্ধি করে চলেছে যাতে আছে বৈচিত্র অভিজ্ঞতালব্ধ জীবন এবং জীবনের নতুন নতুন দৃষ্টিভঙ্গি। বাংলার আধুনিক সাহিত্য শাখা টি মানব জীবনের আলেখ্য কে সমৃদ্ধ করে তুলেছে।
👉👉 মানব জীবনের বিভিন্ন রসের আঁধারকে লেখক ও কবীরা ব্যক্ত করে তাদের মনের একীভূত করে তৈরি করে সাহিত্য তারই এক নবীনতম প্রতিফলন ছিল বাংলা সাহিত্যের সৃষ্টি হওয়া উপন্যাস গুলি। আধুনিক ভারতের অন্যতম এই ফসল উপন্যাস যে কারণে উপন্যাসে বারবার উঠে এসেছে মানুষের যুগ যন্ত্রণার কথা পারিবারিক টানাপোড়েন সমস্যা মুখর জাতির কথা মানুষের মানসিক উদ্ভ্রান্ত দিক গুলিও উপন্যাস থেকে বাদ যায়নি।
Educostudy/Upanyas |
এখানে উপন্যাস কি এবং উপন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও সাহিত্যের রূপ রীতি অনান্য প্রশ্নগুলি এখানে আলোচনা করা আছে তা প্রয়োজন অনুসারে এখানে ক্লিক করে দেখে নেওয়া যেতে পারে।
এছাড়া বাংলা সাহিত্যের রূপ রীতি অনন্য প্রশ্নগুলি -
- উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ
- রোমান্স কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ
- ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো।
- সামাজিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ।
- রাজনৈতিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ।
- আঞ্চলিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ।
- মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ।
- ছোটগল্প কাকে বলে ? এর বৈশিষ্ট্য আলোচনা করো।
- ছোটগল্প ও উপন্যাস কি | ছোটগল্প ও উপন্যাস এর মধ্যে পার্থক্য লেখ
উপন্যাস কাকে বলে,উপন্যাস,বাংলা উপন্যাস,উপন্যাস কাকে বলে ?,আঞ্চলিক উপন্যাস কাকে বলে,ঐতিহাসিক উপন্যাস কাকে বলে,কবিতা কাকে বলে,ছোটগল্প কাকে বলে,উপন্যাস কাকে বল,
উপন্যাসের বৈশিষ্ট্য কি,উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য গুলি কি কি,ছোটগল্পের বৈশিষ্ট্য,বাংলা ছোটগল্পের বৈশিষ্ট্য,উপন্যাস কাকে বলে,কবি উপন্যাসের চরিত্রচিত্রন বৈশিষ্ট্য সারসংক্ষেপ,উপন্যাস,ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি,উপন্যাস কাকে বলে ?,বাংলা উপন্যাস,সামাজিক উপন্যাস,আঞ্চলিক উপন্যাস,ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য,লালসালু উপন্যাস,উপন্যাসের সমস্যা,মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ,ঐতিহাসিক উপন্যাস,
রাজনৈতিক উপন্যাস চেতনাপ্রবাহমূলক উপন্যাস কাকে বলে,প্রবন্ধ কাকে বলে,সাহিত্য কাকে বলে,আঞ্চলিক উপন্যাস,ঐতিহাসিক উপন্যাস,উপন্যাসের ধরণ,উপন্যাসের প্রকারভের,উপন্যাস কী,উপন্যাস কি?,উপন্যাস কী? বাংলা উপন্যাসের ধারা।,উপন্যাস কত প্রকার ও কি কি,উপন্যাস কীভাবে লিখে,সামাজিক উপন্যাস,রাজসিংহ উপন্যাস,উপন্যাস উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে
উপন্যাসের বৈশিষ্ট্য কি,উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য গুলি কি কি,ছোটগল্পের বৈশিষ্ট্য,বাংলা ছোটগল্পের বৈশিষ্ট্য,উপন্যাস কাকে বলে,কবি উপন্যাসের চরিত্রচিত্রন বৈশিষ্ট্য সারসংক্ষেপ,উপন্যাস,
উপন্যাসের বৈশিষ্ট্য কি,উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য গুলি কি কি,ছোটগল্পের বৈশিষ্ট্য,বাংলা ছোটগল্পের বৈশিষ্ট্য,উপন্যাস কাকে বলে,কবি উপন্যাসের চরিত্রচিত্রন বৈশিষ্ট্য সারসংক্ষেপ,উপন্যাস,ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি,উপন্যাস কাকে বলে ?,বাংলা উপন্যাস,সামাজিক উপন্যাস,আঞ্চলিক উপন্যাস,ছোটগল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য,লালসালু উপন্যাস,উপন্যাসের সমস্যা,মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ,ঐতিহাসিক উপন্যাস,রাজনৈতিক উপন্যাস উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে উপন্যাস কাকে বলে
উপন্যাস,গৃহদাহ উপন্যাস,সেরা উপন্যাস,লালসালু উপন্যাস,পদ্মমির উপন্যাস,৫ টি উপন্যাস,কবি উপন্যাস,বাংলা উপন্যাস,সহপাঠ উপন্যাস,নবোঢ়া উপন্যাস,দত্তা উপন্যাস,পরীজান উপন্যাস,পরিজান উপন্যাস,যোগাযোগ উপন্যাস,অসমীয়া উপন্যাস,উপন্যাস সাহিত্য,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস,চরিত্রহীন উপন্যাস,চোখের বালি উপন্যাস,বাংলা উপন্যাস-১,পরীজান উপন্যাস লিংক,ইলমা বেহরোজ উপন্যাস,শেষের কবিতা উপন্যাস,কপালকুণ্ডলা উপন্যাস,সেরা ১০ বাংলা উপন্যাস,বাংলা কালজয়ী উপন্যাস
Good statement
উত্তরমুছুনউলুলু
উত্তরমুছুন