আগ্রহ কি ? বৈশিষ্ট্য লেখ। শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখ। What is Interest ? Characteristics | It's Role in Education.
|
|4
|
আগ্রহ কি ?
আগ্রহ এমন একটি মানসিক ক্ষমতা যা ব্যক্তি কে তার কাজের অনুভূতি, এবং সেই কাজে তাকে মনোযোগী হয়ে উঠতে প্রেরণা দেয়।
আবার মনোবিজ্ঞানী ম্যাক ডুগালের মতে - "অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো কর্মে অনুরাগ" ।
আগ্রহের বৈশিষ্ট্য :
1. অনুরাগ শিক্ষার্থীকে কর্মে প্রেরণা দেয়। শিক্ষার্থীদের অনুরাগ বা আগ্রহকে নির্ধারণ করে তাদের শিক্ষা দিতে শিক্ষকের সুবিধা হয়।
2. অনুরাগী বিকাশ ঘটে। কারণ ছোট থেকে শিশু নানান অভিজ্ঞতা অর্জন করে তার জ্ঞানকে বিকাশ ঘটায় অনুরাগ বা আগ্রহের মাধ্যমে।
3. বুদ্ধি ছাড়া আগ্রহের স্থায়িত্বকাল বেশি।
4. অনুরাগ তখনই সৃষ্টি হয় যখন কোন বস্তু শিক্ষার্থীর চাহিদাকে তৃপ্ত করে। সুতরাং চাহিদার তৃপ্তি অনুরাগ সৃষ্টির অন্যতম কারণ।
5. অনুরাগ ব্যক্তি তে ব্যক্তি তে আলাদা হয়। একই রকম সমান পরিবেশ পরিস্থিতিতে ব্যক্তিভেদে আগ্রহের পার্থক্য লক্ষ্য করা যায়।
6. আগ্রহ একপ্রকার সুপ্ত মনোযোগ।
7. মনোযোগের প্রাথমিক শর্ত হিসাবে আগ্রহ কাজ করে, শিক্ষার্থীদের কোনো বিষয়ে মনোযোগী হতে হলে প্রথমে সেই বিষয়ে আগ্রহ সৃষ্টি হতে হয়।
8. ব্যক্তির আগ্রহকে পরিমাপ করা যায় সুতরাং আগ্রহ পরিমাপযোগ্য।
শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখ।
শিক্ষার্থীদের মধ্যে যথার্থ অনুরাগ বা আগ্রহ সৃষ্টি করতে পারলে শিক্ষণীয় বিষয় খুব সহজেই তারা আত্মস্থ করতে পারে ফলে শিক্ষা ক্ষেত্রে আগ্রহ বা অনুরাগের যথেষ্ট ভূমিকা আছে।
1. অনুরাগ শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার সঞ্চার করে, এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ।
2. সক্রিয়তা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, আগ্রহের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষায় সক্রিয় হয়ে ওঠে।
3. অনুরাগ বা আগ্রহ শিক্ষার্থীকে বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করে। তার নির্বাচিত বিষয় শিক্ষার মাধ্যমে জীবন বিকাশে সাহায্য করে।
4. শিক্ষার্থী তার বর্তমান অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন নতুন বিষয় অনুরাগী হয়। এই নতুন নতুন বিষয়ের অনুরাগ তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে তোলে।
5. আগ্রহের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে অন্ন বস্ত্র বাসস্থানের মত একান্ত মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সমর্থ হয়।
***** দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের সকল বিষয়ের নোট ও শর্ট প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করো -- Education Note
ধন্যবাদ....আমার অনেক কাজে লেগেছে
উত্তরমুছুনThanks For Your Feedback..
মুছুনOp nice very nice
উত্তরমুছুনVery good
By note micro 😁😁
So nice
উত্তরমুছুন