উচ্চশিক্ষার অবস্থান সম্পর্কে কোঠারি কমিশনের প্রস্তাব আলোচনা করো।

   ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন উচ্চ শিক্ষার অবস্থান সম্পর্কে বিস্তৃত এবং তাৎপর্যপূর্ণ সুপারিশ পেশ করেন। কমিশন কর্তৃক পেশ করা এই তাৎপর্যপূর্ণ উচ্চশিক্ষার সুপারিশে যে সকল বিষয় গুলির উপর জোর দেয়া হয়েছিল তা নিচে পরপর তুলে ধরা হলো - 

উচ্চশিক্ষার অবস্থান সম্পর্কে কোঠারি কমিশনের প্রস্তাব আলোচনা করো।

১.  শিক্ষার মান উন্নয়ন ঘটাতে গেলে বিদ্যালয়গুলিকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে হবে।

২. দেশীয় বৈচিত্রের মধ্যে ঐক্য কে জাতীয় জীবনে নিশ্চিত করতে হবে।

৩. কিছু কিছু উচ্চ শিক্ষা স্তরে আন্তর্জাতিকমানের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।

৪. উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে গবেষণার মান উন্নয়ন ঘটাতে হবে।

৫. উচ্চশিক্ষাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বয়স্ক শিক্ষা, আংশিক সময়ের শিক্ষা, এমনকি ডাকযোগে শিক্ষার ব্যবস্থা করতে হবে।

৬. আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার জন্য কিছু বিদ্যালয়ে অতিরিক্ত কেন্দ্র গড়ে তোলার কথা উল্লেখ করা হয়েছে।

৭. উচ্চ শিক্ষা স্তরে কোন ভাষাকে বাধ্যতামূলকভাবে পাঠ্যবিষয় রাখা যাবেনা।

৮. ভাষার ক্ষেত্রে বলা হয়েছে যে আঞ্চলিক ভাষা হবে স্নাতক স্তরে শিক্ষার মাধ্যম হিন্দি সর্বভারতীয় স্তরে গৃহীত না হওয়া পর্যন্ত ইংরেজি হবে স্নাতকোত্তর স্তরে শিক্ষার অন্যতম মাধ্যম।

৯. কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে উন্নত মানের গ্রন্থাগার গড়ে তুলতে হবে।

১০. প্রচলিত কোর্স এবং দীর্ঘতর কোর্সের মধ্যে সমন্বয় সাধন এর ব্যবস্থা রাখতে হবে।

১১. আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র রূপে একটি কারিগরি একটি কৃষি ও চারটি সাধারণ বিশ্ববিদ্যালয়কে মূল ইউনিভার্সিটি ( Major University) তে পরিণত করার কথা বলা হয়েছে।

১২. কমিশনের রিপোর্টে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দানের কথা উল্লেখ করা হয়েছে।




অন্যান্য আরো সকল শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন :