ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Bhat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer ভাত গল্পের প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের ছোটো প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন উত্তর,ভাত গল্পের ছোটো সাজেশন প্রশ্ন উত্তর, hs bengali suggestion 2024, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2023, ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর, ভাত গল্প মহাশ্বেতা দেবী,ভাত গল্পের প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের বড় প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর | ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024


ভাত গল্পের বিষয়বস্তু


    মহাশ্বেতা দেবীর "ভাত" গল্প আমরা সুন্দরবনের বাদা অঞ্চলের চাষী উৎসব নাইয়া এর জীবনযাত্রা সম্পর্কে পরিচয় পাই। স্বাভাবিকভাবে জীবন পাত করা উৎসব নাইয়ার পরিবারে এক ঝড়ের রাতে বিশাল পরিবর্তন ঘটে।

    স্ত্রী-পুত্র-কন্যাকে হারিয়ে উৎসব নাইয়া পাগলের মত হয়ে শহরের এক বড় বাড়িতে কাজের সন্ধান পায়। কিন্তু সেই দুর্বিষহ রাতের পর থেকে সে অভুক্ত তার পেটে একটিও ভাতের দানা পড়ে নি। অথচ অন্যদিকে সেই বড় বাড়িতে বিভিন্ন রকমের চাল ও ভাতের আনাগোনা। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

    গল্পটির মূল প্রেক্ষাপট বা বিষয় হল এটি, একদিকে খেতে না পাওয়া মানুষের আত্ম যন্ত্রণা অন্যদিকে তার বিপরীতে গড়ে ওঠা এক কুসংস্কারাচ্ছন্ন মানুষের মানসিকতা। উৎসব নাইয়া সামান্য এক মুঠো ভাতের জন্য আজ পরের বাড়িতে কাজ করতেও দ্বিধা বোধ করেনি কিন্তু সেখানে ভাতের অনেক ব্যবস্থা থাকলেও তা রীতি ও নিয়ম এর কাছে অচ্ছুত তে পরিণত হয়েছে।

    অনেকদিন না খেতে পাওয়া উচ্ছব নাইয়া শেষে সহ্য করতে না পেরে বড় বাড়ির ফেলে দেওয়া ভাতের ডেকচি চুরি করতে বাধ্য হয়েছে। আর অনেকদিন পর তার পেটে ভাতের দানা পড়াতে সে সেই ব্যক্তির উপর ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে পুলিশ তাকে চোর মনে করে গল্পের শেষে জেলে নিয়ে গেছে।


ভাত গল্পের ছোট প্রশ্ন উত্তর | SAQ

“নইলে দোষ লাগবে ।” - কী হলে দোষ লাগবে?

উত্তর: বুড়োকর্তার মৃতদেহ বের করে রাতারাতিই দাহকর্ম না করতে পারলে দোষ লাগবে বলে বলা হয়েছিল।


তান্ত্রিক বুড়োকর্তার মৃত্যুতে নিজের দোষ ঢাকতে কী অজুহাত দিয়েছিলেন ?

উত্তর: তান্ত্রিক নিজের দোষ ঢাকতে অজুহাত দিয়েছিলেন, যে বুড়োকর্তার তিন ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল বলেই তিনি বুড়োকর্তাকে বাঁচাতে পারেননি।


মন্দিরের চাতালে কয়টি ছেলে তাস খেলছিল ?

উত্তর: বড়ো বাড়ি থেকে বেরিয়ে উচ্ছব যে শিবমন্দিরের চাতালে বসেছিল সেখানে তিনটি ছেলে তাস খেলছিল।


“অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী...”- এ কথা কে বলত ?

 উত্তর: মহাশ্বেতী দেবী রচিত 'ভাত' গল্পে উচ্ছবের ঠাকুমা এ কথা বলত।


বুড়োকর্তার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার খাট কোথায় তৈরি হয়েছিলো ?

উত্তর: বুড়োকর্তার মৃতদেহ বহনের খাট বাগবাজার থেকে তৈরি হয়েছিল।


“তুমি কী বুঝবে সতীশবাবু!”—কী না বোঝার কথা বলা হয়েছে ?

 উত্তর: সতীশবাবু নদীর পাড়ে, মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার যে দুঃখকষ্ট তা না বোঝার কথা বলা হয়েছে। 

ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Bhat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024


সতীশবাবু উচ্ছবকে ভাত খেতে দেননি কেন?

উত্তর: উচ্ছবকে ভাত খেতে দিলে দলে দলে অভুক্ত মানুষ ভাতের জন্য তাঁর বাড়িতে এসে জড়ো হবে বলে সতীশবাবু উচ্ছবকে ভাত খেতে দেননি ।


‘প্রেত' হয়ে থাকা উচ্ছব কীভাবে 'মানুষ' হবে বলে মনে করেছে?

 উত্তর: দীর্ঘদিন ভাত খেতে না পেয়ে 'প্রেত' হয়ে থাকা উচ্ছব ভাত খেলে 'মানুষ' হবে বলে মনে করেছে।


“ভাত খেলে সে মানুষ হবে।” – মানুষ হলে সে কী করবে?

অথবা, ভাত খেয়ে শক্তি পেলে উচ্ছব কী করবে? 

 উত্তর: উচ্ছব ভাত খেয়ে প্রেত থেকে মানুষে পরিণত হলে মৃত বউ- ছেলেমেয়ের জন্য কাঁদবে।


আড়াই মন কাঠ দালানে রেখে আসার পর কী কাজ করে উচ্ছব?

উত্তর: আড়াই মন কাঠ দালানে রেখে এসে উচ্ছব উঠোনে পড়ে থাকা কাঠের ছোটো-বড়ো টুকরোগুলো ঝুড়িতে তুলে রেখে উঠোন ঝাঁট দেয় ৷ 


তান্ত্রিক হোম শুরু করার আগে বুড়োকর্তার রোগকে কী করেন?

উত্তর: তান্ত্রিক হোম শুরু করার আগে হঠাৎ চিৎকার করে একটা যন্ত্র পড়ে বুড়োকর্তার রোগকে দাঁড় করান এবং তারপর কালো বিড়ালের লোম দিয়ে তাকে বাঁধেন।


তান্ত্রিক বুড়োকর্তার রোগকে দাঁড় করানোর জন্য কোন্ মন্ত্র আওড়েছিলেন?

উত্তর: তান্ত্রিকের আওড়ানো মন্ত্রটি হল— "ওঁং হ্রীং ঠং ঠং ভো ভো রোগ শৃণু শৃনু। 


নার্স যখন ডাক্তারকে খবর দিতে বলেছিলো ?

উত্তর: তান্ত্রিক হোম শুরু করার সঙ্গে সঙ্গেই দোতলা থেকে নার্স নেমে এসে ডাক্তারকে খবর দিতে বলেছিল।


“বড়ো, মেজ ও ছোটো ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়...।”—কখন?

উত্তর: তান্ত্রিক হোম শুরু করার সঙ্গে সঙ্গেই দোতলা থেকে নার্স নেমে এসে ডাক্তারকে কল দিতে বললে বুড়োকতার তিন ছেলে হোমের ঘর থেকে বেরিয়ে যায়।


বাসিনী উচ্ছবকে স্নান করতে বললে উচ্ছব রাজি হয় না কেন? 

উত্তর: উচ্ছব স্নান করতে রাজি হয় না কারণ মাথায় জল পড়লে তার পেটের খিদে আর তাকে মানতে চাইবে না ।


নার্স ডাক্তারকে কল দিতে বলার পর উচ্ছব কোথায় যায়?

উত্তর: নার্স ডাক্তারকে কল দিতে বলার পর উচ্ছব বাইরে গিয়ে শিবমন্দিরের চাতালে বসে।


“...উচ্ছব সেই বাদাটা খুঁজে বের করবে।” –কোন্ বাদার কথা বলা হয়েছে?


উত্তর: বড়ো বাড়ির অধিকৃত যে বাদায় প্রচুর ধানের ফলন হয়, কলকাতার সেই বাদাটার কথাই এখানে বলা হয়েছে ।


মন্দিরের চাতালে তাস পেটাতে থাকা তিনটি ছেলে কী বলেছিল?

উত্তর: মন্দিরের চাতালে তাস পেটাতে থাকা তিনটি ছেলে বলেছিল যে, বড়ো বাড়ির বুড়োকে বাঁচানোর জন্য হোম হচ্ছে। 


উচ্ছবের চোখে জল আসে কেন ? 

উত্তর: দুর্যোগের রাতে মাতলা নদী পাগল হয়ে পাড়ে উঠে না আসলে উচ্ছবের বউ-ছেলেমেয়ে আরও অনেকদিন বাঁচত — এ কথা ভেবেই উচ্ছবের চোখে জল আসে।


“তাস পিটানো ছেলে গুলি অস্বস্তিতে পড়ে।”— কেন?

উত্তর: উচ্ছব যখন তাস পেটানো ছেলেদের বলে যে, ঝড়জলে তার সব কিছু, এমনকি তার ঘরের মানুষরাও চলে গেছে, তখন তারা অস্বস্তিতে পড়ে।


উচ্ছবের ঘুম কীভাবে ভেঙে যায় ?

উত্তর: একটা লোকের পায়ের ধাক্কা খেয়ে উচ্ছবের ঘুম ভেঙে যায় ।


মন্দিরের চাতালে ঘুমোনো উচ্ছবকে উঠিয়ে একজন তার বিরুদ্ধে কোন্ অভিযোগ করেছিল?

উত্তর: মন্দিরের চাতালে ঘুমোনো উচ্ছবকে উঠিয়ে সে চুরির মতলবে সেখানে পড়ে আছে কি না—একজন এই অভিযোগ করেছিল।


ঘুম থেকে উঠে বড়ো বাড়িতে ঢোকার আগে কী লক্ষ করেছিল উচ্ছব?

উত্তর: ঘুম থেকে উঠে বড়ো বাড়িতে ঢোকার আগে উচ্ছব রাস্তায় দাঁড়ানো বেশ কয়েকটি গাড়ি এবং ছোটো ছোটো কয়েকটি জটলা লক্ষ করেছিল।


ঝড়বৃষ্টির রাতে উচ্ছব কী কী খেয়েছিল ?

অথবা, "সেই সন্ধ্যেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।"- সে কী খেয়েছিল ?

উত্তর: ঝড়বৃষ্টির সন্ধ্যায় উচ্ছব অনেকটা হিংচে শাক সেদ্ধ এবং গুগলি সেদ্ধ, নুন ও লংকাপোড়া দিয়ে ভাত মেখে খেয়েছিল।


“খেতে খেতে চন্নুনির মা বলেছিল..." - কী বলেছিল ?

উত্তর: চন্নুনীর মা খেতে খেতে বলেছিল যে, দেবতার লক্ষণ ভালো নয় যারা নৌকা নিয়ে বেরিয়েছে তারা নৌকা-সহ না ডুবে মরে।


"ব্যাস্, সব খোলামেলা, একাকার তারপর থেকে।”—সব একাকার হয়ে যায় কখন থেকে?

উত্তর: ঝড়বৃষ্টির রাতে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে উচ্ছব, যখন মাতাল মাতলার সফেন জলকে ছুটে আসতে দেখে তারপর থেকেই সব একাকার হয়ে যায় তার। 


কী হলে “উচ্ছবের বুকে শত হাতির বল থাকত”?

উত্তর: চন্নুনি দের অর্থাৎ বউ-ছেলেমেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত ।


বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে বিপর্যয়ের পর কী করত উচ্ছব ?

উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে উচ্ছবরা সবাই মিলে তাদের চিনের মুখবন্ধ কৌটোটা নিয়ে ডিক্ষেয় বেরোত।


“সতীশবাবুর নাতি ফুট খায়।” – সতীশবাবু কে ছিল ? 

উত্তর: সতীশ মিস্তিরি ছিল ধনী কৃষক, যার জমিতে কাজ করে উচ্ছবের দিন কাটতো।


মুখবন্ধ টিনের কৌটোটা কোথা থেকে পেয়েছিল উচ্ছব ?

উত্তর: সতীশবাবুর নাতির বেবি ফুডের মুখবন্ধ চিনের কৌটোটা উচ্ছবের পছন্দ হয় বলে সতীশবাবুর কাছ থেকে সে কৌটোটা চেয়ে এনেছিল।


“তান্ত্রিকের নতুন বিধান হল... " - তান্ত্রিকের পুরোনো বিধানটা কী ছিল?

উত্তর: তান্ত্রিকের পুরোনো বিধান ছিল যে, হোমে বসার আগে যেন তাড়াতাড়ি খাওয়াদাওয়া সেরে ফেলা হয়।


"তান্ত্রিকের নতুন বিধেন হল..." - তান্ত্রিকের নতুন বিধান কী ?

উত্তর: তান্ত্রিক নতুন বিধান হল যে, হোমের আগেই সব কিছু রান্না করে রাখতে হবে, কিন্তু খেতে হবে হোমের পরে।


বাসিনী উচ্ছবকে লুকিয়ে খাবার দিতে কী অজুহাতে উঠোনে এসেছিল?

উত্তর: বাসিনী ঝুড়িবোঝাই শাক ধুতে আসার অজুহাতে উচ্ছবকে লুকিয়ে খাবার দিতে উঠোনে এসেছিল।


“বড়োপিসিমা খনখনিয়ে ওঠে।”—কী উদ্দেশ্যে ?

উত্তর: উৎসবকে দিয়ে তাড়াতাড়ি কাঠ কাটানোর উদ্দেশ্যে বড়োপিসিমা খনখনিয়ে ওঠে।


'...ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে।”-কাকে?

উত্তর: বড়ো বাড়ির ফুটন্ত ভাতের গন্ধ উচ্ছবকে বড়ো উতলা করে।


“এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায়।”— কোন্ কথা শুনে উচ্ছব বুকে বল পায় ? 

উত্তর: বড়ো বাড়ির রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উচ্ছব বুকে বল পায়।


“এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে”- কাদের এভাবে শ্রাদ্ধ হবে ?

উত্তর: প্রখ্যাত মহিলা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্প থেকে আমরা জানতে পারি যে, মাতলা নদীর বন্যায় মৃত গ্রামবাসীদের সারবন্দিভাবে শ্রাদ্ধ করা হবে।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer : ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Bengali Bhat Question and Answer, Suggestion, Notes – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Bengali Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024


ছাতু খাওয়ার পর উচ্ছব কিসে করে জল খেয়েছিল ?

উত্তর: ছাতু খাওয়ার পর উত্তর মিষ্টির দোকান থেকে উড়ে চেয়ে নিয়ে তাতে করে জল খেয়েছিল।


উচ্ছব কেন বলেছিল, "কিন্তু সাগরে শিশির পড়ে?

উত্তর, দীর্ঘদিনের উপোসের পর মাত্র এক ঠোঙা ছাতু খেয়ে তার খিদে মেটেনা বলেই উবার বলেছিল যে, সাগরে শিশির পড়ে।


মহানাম শতপতি উচ্চবদের গ্রামে এলে কী হবে?

উত্তর: মহানাম শতপণি উচ্চবদের গ্রামে এলে নদীর পাড়ে একসারিতে বন্যায় মৃত মানুষদের শ্রাদ্ধ হবে।


সতীশবাবু কেন বলেছিলেন, “উচ্ছবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়" ?

উত্তর: বউ-ছেলেমেয়ে অপঘাতে মারা যাওয়ায় উচ্ছব শোকে পাগল হওয়ার পরিবর্তে 'জাত ভাত' করছিল বলে সতীশবাবু বলেছিলেন যে, উচ্ছনের মতিচ্ছন্ন হয়েছে।


যজ্ঞের জন্য উচ্ছবের কাটা কাঠগুলি কতটা লম্বা ছিল?

উত্তর: যজ্ঞের জন্য উচ্ছবের কাটা কাঠগুলি দেড় হাত লম্বা ছিল।


"গরিবের গতর এরা শস্তা দেকে।”- কারা গরিবের গতর সস্তা দেখে?

উত্তর: 'ভাত' গল্পে বুড়োকর্তার বাড়ির লোকেরা গরিবের গতর সম্ভা দেখে।


“কত্তা মোলে পরে ওকে সাত নাতি না মেরেচি তো আমি বাসিনী নই।”—কাকে 'সাত নাতি' মারার কথা বলা হয়েছে?

উত্তর: 'ভাত' গল্পে বুড়োকর্তার মুটকি খাস ঝি - কে সাত নাতি' অর্থাৎ সাত লাথি মারার কথা বলা হয়েছে।


"ভাত খাবে সে, ভাত।"-কার ভাত খাওয়ার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে ?

উত্তর: "ভাত" গল্পে বহুদিন ধরে উপোসী উচ্ছবের ভাত খাওয়ার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে।


“তুমি হাত চালাও।”-কেন বলা হয়েছে?

উত্তর: হোমযজ্ঞ করার জন্য কাঠের দ্রুত প্রয়োজন ছিল বলে পিসিমা উচ্ছবকে তাড়াতাড়ি হাত চালাতে বলেছিলেন।


'.... উচ্ছর তাড়াতাড়ি হাত চালায় ।”-কেন ?

উত্তর: কাঠ কাটলে হোম হবে এবং হোম হওয়ার পর বহু আকাঙ্ক্ষিত ভাত খেতে পারে বলেই উচ্ছের তাড়াতাড়ি হাত চালাচ্ছিল।


'..দেবতার গতিক ভালো নাকো ।” কে, কখন এ কথা বলেছিল ?

উত্তর: ঝড়বৃষ্টির রাতে যেদিন পরিবারের সকলের সাথে উচ্ছব যেতে বসেছিল, সেদিন চন্নুণীর মা অর্থাৎ উচ্ছবের বউ কথাটা বলেছিল।


উচ্ছবের বউ তুমুল ঝড়বৃষ্টির সময় কী করছিল ?

উত্তর: উচ্ছবের বউ তুমুল ঝড়বৃষ্টির সময় ছেলেমেয়েকে জড়িয়ে জাপটে ধরেছিল এবং ঠান্ডায় ও ভয়ে কাঁপছিল।


bhaat golpo class12, bhaat golpo, bhaat golpo by mahashweta devi, bhaat golpo class 12, class 12 bangla golpo bhaat by mahashweta devi, varatbarsha golpo vedio, class 12 bangla galpo bhaat, bhaat galpo class 12 bangla, vat golpo hs, cartoon golpo, hs 2021 bangla golpo bhatt full analysis and suggestion, tal navami golpo, vat golpo class xii, mojar bangla golpo, class 12 bhag golpo, bhaat mcq saq, bhat golpo question long answer, bangla cartoon golpo


উচ্ছব তুমুল ঝড়বৃষ্টির সময় কী করছিল ?

উত্তর: উচ্ছব তুমুল ঝড়বৃষ্টিতে তার ঘরের মাঝখানের মাতালের মতো কাপতে থাকা খুঁটিটিকে মাটির দিকে চেপে ধরার চেষ্টা করছিল আর ভগবানকে ডাকছিল।


লেখিকা মহাশ্বেতা দেবী 'ভাত' গল্পে ভগবানকে নিয়ে কোন্ বিদ্রুপ করেছেন?

উত্তর: 'ভাত' গল্পে তুমুল ঝড়বৃষ্টিতে উচ্ছব ভগবানকে ডাকায় লেখিকা বলেছেন যে, দুর্যোগের মধ্যে ভগবানও বোধ হয় কাঁথামুড়ি দিয়ে ঘুমোন।


“সাধন দাশের কথা উচ্ছব নেয় না।” –সাধন দাশ কী বলেছিল?

উত্তর: সাধন দাশ উচ্ছবকে বলেছিল যে, তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে না। বানের জল তাকেও টেনে নিয়ে যাচ্ছিল, গাছে বেঁধে সে রক্ষা পেয়েছে।


টিনের কৌটায় কী ছিল ?

উত্তর:  উচ্ছবের জমির দলিল এর নকল কাগজ ছিল।


“সে কৌটোটা বা কোথায় ।”–কৌটোটা কেমন ছিল ?

উত্তর: কৌটোটা ছিল টিনের তৈরি মুখবন্ধ করা চমৎকার দেখতে এবং বড়ো।


“টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে।”—কৌটোটির মধ্যে কি ছিলো ?

উত্তর: কৌটোটির মধ্যে ভূমিহীন উচ্ছবের সরকারের কাছে জমি চাওয়ার  কাগজ ছিল।


“রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি।”—কার খাওয়া হয়নি ?

উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে ভেসে যাওয়ার পর ক-দিন ধরে উচ্ছবের লঙ্গরখানার রান্না খিচুড়ি খেতে যাওয়া হয়নি।


কখন বুড়োকর্তার মৃতদেহ বের করা হয়েছিল?

উত্তর: রাত একটার পর বুড়োকর্তার মৃতদেহ বের করা হয়েছিল।


'ভাত' গল্পে শব বাহকদের পেছন পেছন কারা দৌড়ে চলেছিল?

উত্তর: ‘ভাত' গল্পে শববাহকদের পেছন পেছন কীর্তনের দল দৌড়ে চলেছিল।


বামুন কেন বড়ো বাড়ির অশুচি হয়ে যাওয়া খাবারগুলি দূরে ফেলে দিতে বলেছিল?

উত্তর: বড়ো বাড়ির অশুচি হয়ে যাওয়া খাবারগুলো কুকুরে ছেটাবে এবং সকালে কাকে ঠোকরাবে বলে বামুন খাবারগুলো দূরে ফেলতে বলেছিল।


“বাসিনী থমকে দাঁড়ায় ।”— কী দেখে বাসিনী থমকে দাঁড়ায় ?

উত্তর: উচ্ছব বাদার কামটের মতো হিংস্র চোখে দাঁতগুলো বের করে হিংস্র মুখভঙ্গিতে বাসিনীর দিকে ফিরে তাকালে সে থমকে দাঁড়ায় |


উচ্ছবকে যখন পুলিশ ধরে তখন সে কী করছিল?

 উত্তর: উচ্ছবকে যখন পুলিশ ধরে তখন সে ফাঁকা প্ল্যাটফর্মে ভাতের খালি ডেকচিটি জড়িয়ে ধরে তার কিনারায় মাথা ছুঁইয়ে ঘুমিয়েছিল।


পুলিশ কোন্ অভিযোগে উচ্ছবকে থানায় নিয়ে যায়?

উত্তর: পেতলের ডেকচি চুরি করার অপরাধে উচ্ছবকে পুলিশ থানায় নিয়ে যায়।


পেট ভরে ভাত খাওয়ার পর উচ্ছব কী পরিকল্পনা করেছিল ?

উত্তর: পেট ভরে ভাত খাওয়ার পর উচ্ছব ভোরের ট্রেনে ক্যানিং গিয়ে সেখান থেকে দেশের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিল।


“...সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে।”—কেন স্বৰ্গসুখ পায়? অথবা, “সে স্বর্গসুখ পায়...।”–কে, কীভাবে স্বর্গসুখ পায় ? 

উত্তর: দীর্ঘদিন পর অভুক্ত উচ্ছব ভাত খেতে পেয়েছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পায় । 


“আসল বাদাটার খোঁজ করা হয় না।” –কেন খোঁজ করা হয়নি ?

উত্তর: কলকাতার বাদার ভাত চুরি করে খাওয়ার পর পেতলের ডেকচি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তাই কলকাতার বাদাটার খোঁজ করা হয়নি।


পুরোহিত মহানাম শতপথি উৎসবদের গ্রামে আসতে দেরি করছিল কেন?

উত্তর: পুরোহিত মহানাম শতপথির অন্য দুটো গ্রামে শ্রাদ্ধকর্মের কাজ সমাধা করার জন্যই উচ্ছবদের গ্রামে আসতে দেরি হচ্ছিল।


“সে এটা কতা বটে” – কথাটা কী?

উত্তর: এখানে কথাটি হল—“সরকার ঘর করতে খরচা দেবে।"


. "ওই পাঁচ ভাগে ভাত হয় ?"- পাঁচ ভাগের নাম কী? 

অথবা, 

“ওই পাঁচ ভাগে ভাগ হয়।”—ওই পাঁচ ভাগের নাম কী? 

উত্তর: ঝিঙেশাল, রামপাল, কনকপানি, পদ্মজালি এবং মোটা-সাপ্‌টা ধানের চাল—এই পাঁচ ভাগে ভাত রান্না হত বড়ো বাড়িতে।


বড়ো বাড়ির চাল কে কার মাধ্যমে লুকিয়ে বিক্রি করত?

উত্তর: বড়োপিসিমা বাড়ির পরিচারিকা বাসিনীর মাধ্যমে লুকিয়ে বড়ো বাড়ির চাল বিক্রি করত।


“পিসিমা দেকতে পেলে সব্বনাশ হবে।”— কী দেখতে পাওয়ার কথা বলা হয়েছে?

 উত্তর: খিদের জ্বালায় কাতর উচ্ছব বাসিনীকে এক মুঠো চাল খেতে দিতে বললে বাসিনী জানায় যে বড়োপিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।


“এদেরকে বলিহারি ঝাই।”–কোন্ প্রসঙ্গে কার এই উক্তি ?

উত্তর: বাসিনীর মনিবরা উচ্ছব ক-দিন ধরে খায়নি শুনেও তাকে আগে খেতে না দিয়ে কাজ করাচ্ছিল বলেই বাসিনী এমন উক্তি করেছিল। 


“রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি”-কার কেন খিচুড়ি খাওয়া হয়নি?

 উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে ভেসে যাওয়ার পর উচ্ছব পাগলের মতো তাদের খুঁজে বেড়ানোর জন্য কয়েকদিন বাড়িতেই পড়েছিল বলে রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি।


“তখন তার বুদ্ধি হরে গিয়েছিল।" - কখন?

উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে ভেসে যাওয়ার পর যখন ক-দিন ধরে উচ্ছব তাদের খুঁজতে বাড়িতেই পড়েছিল, তখন তার বুদ্ধি হারিয়ে গিয়েছিল।


সতীশ মিস্তিরির কী কী ধানে মড়ক লেগেছিল ?

উত্তর: হরকুল, পাটনাই এবং মোটা সতীশ মিষ্টিরির এই তিনপ্রকার ধানেই মড়ক লেগেছিল।


উচ্ছবকে কাদতে দেখে সাধনবাবু কী বলেছিল ?

উত্তর: উচ্ছবকে কাঁদতে দেখে সাধনবাবু জানতে চেয়েছিল, মনিবের ধান নষ্ট হওয়ায় উচ্ছব কেন কাদছে |


“বাদায় এদের চাল হয়!”—'বাদা' বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: "বাদা' শব্দের আক্ষরিক অর্থ হল নিম্নভূমি বা জঙ্গলাকীর্ণ ভূমি। এই ধরনের জমিতে জলের অভাব থাকে না বলে ধান ভালো হয়।


লোকটি কী নামে পরিচিত?

উত্তর: মহাশ্বেতা দেবীর লেখা 'ভাত' গল্পে লোকটির নাম উৎসব হলেও সে উচ্ছব নাইয়া নামে পরিচিত ছিল।


শ্রাদ্ধ করার জন্য কাকে খবর দেওয়া হয়েছিল?

উত্তর: শ্রাদ্ধ করার জন্য পুরোহিত মহানাম শতপথিকে খবর দেওয়া হয়েছিল।


উৎসবের স্ত্রী-সন্তান কীভাবে মারা যায়?

উত্তর: এক রাতে মাতলা নদীর প্রবল বন্যায় উৎসবের স্ত্রী-সন্তান জলে ভেসে গিয়ে মারা যায়।


“পিসিমা দেকতে পেলে সববনাশ হবে।”- কে, কখন এ কথা বলেছে ? 

উত্তর: কাঠ কাটতে কাটতে দীর্ঘদিনের উপবাসী উচ্ছব বাসিনীর কাছে একমুঠো চাল চিবিয়ে খাওয়ার জন্য চাইলে তাকে নিরস্ত করতে বাসিনী এ কথা বলে।


“বড়োপিসিমা বেচেও দিচ্ছে নুন্ধে নুন্ধে।”—কী?

উত্তর: বাদায় উৎপন্ন পাহাড়প্রমাণ চালের একটা অংশ বড়োপিসিমা বাসিনীর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে বেচে দেন।


“...ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপেঝেকে উঠছিল।”—কে?

উত্তর: উৎসবের ঘরের মাঝ-খুঁটিটি তুমুল ঝড়বৃষ্টিতে কেঁপেকেঁপে উঠেছিল।


“ওরা কিছুকাল ঠিকে কাজ করবে।” কারা ?

উত্তর: বাসিনীর বোন এবং ডাজ অর্থাৎ ডাইবউ কিছুদিন ঠিকে কাজ করবে।


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer : ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Bengali Bhat Question and Answer, Suggestion, Notes – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Bengali Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Bhat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024


ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

  দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের ভাত গল্প টি মহাশ্বেতা দেবী র লেখা অন্যতম একটি ছোট গল্প। এই গল্পটি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা HS Bengali Suggestion 2024 তে এবার প্রশ্ন আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে। আর সেই কথা মাথায় রেখে আমরা এখানে যথাক্রমে ভাত গল্পের ছোট প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আবার একই রকম ভাবে এখানে ভাত গল্পের থেকে যে সকল গুরুত্বপূর্ন বড় প্রশ্ন পড়তে হবে সেগুলি সম্পর্কেও আলোচনা করলাম। 

bhaat golpo class12, bhaat golpo, bhaat golpo by mahashweta devi, bhaat golpo class 12, class 12 bangla golpo bhaat by mahashweta devi, varatbarsha golpo vedio, class 12 bangla galpo bhaat, bhaat galpo class 12 bangla, vat golpo hs, cartoon golpo, hs 2021 bangla golpo bhatt full analysis and suggestion, tal navami golpo, vat golpo class xii, mojar bangla golpo, class 12 bhag golpo, bhaat mcq saq, bhat golpo question long answer, bangla cartoon golpo

তুমি কী বুঝবে সতীশবাবু।” - সতীশবাবু কী বুঝবে না ? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?

অথবা

“দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়" —'তোমার' অর্থে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতির আড়ালে যে সামাজিক বৈষম্যের দিকটি আছে, তা আলোচনা করো।


   এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে উচ্ছব নাইয়া মন্তব্য করেছে যে, সতীশবাবু ভাত না খেতে পারার জ্বালা বুঝতে পারবে না।

 সতীশবাবু অবস্থাপন্ন গৃহস্থ। উচ্ছবদের মতো নদীর পাড়ে তার বাড়ি নয় আর মেটে ঘরেও সে থাকে না। প্রবল ঝড়বৃষ্টিতে তার পাকা বাড়ি তাই ভেঙে পড়ার সম্ভাবনা নেই। এ ছাড়া ধান, চালও সে পাকা ঘরে রেখেছে। ফলে চোর- ডাকাতের পক্ষেও তা চুরি করা সম্ভব নয়।

  দেশজুড়ে যখন দুর্যোগ চলছিল, লঙ্গরখানা খোলা হয়েছিল, তখনও সতীশবাবুর ঘরে রোজ রান্না হয়েছে। তাই ঘরবাড়ি এবং স্ত্রী-পুত্র হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়া উচ্চবদের মতো হতদরিদ্র মানুষের ক্ষুধার জ্বালা সতীশবাবুর মতো নিরাপত্তার ঘেরাটোপে থাকা লোকেরা কিছুতেই বুঝতে পারবে না।

   মাতলা নদীর আগ্রাসী ঢেউয়ে উচ্ছব ভিটেমাটি, স্ত্রী-সন্তানদের হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। খিদের জ্বালায় সতীশবাবুর কাছে উচ্ছব একদিন ভাতের প্রার্থনা করলে সতীশবাবু তাকে ফিরিয়ে দেয়। উচ্ছবকে খেতে দিলে পঙ্গপালের মতো দলে  দলে অভুক্ত মানুষ তার কাছে এসে জড়ো হবে। সতীশবাবু তাই উচ্ছবকে জানায় যে, ভগবানের মারের হাত থেকে সে উচ্ছবকে বাঁচাতে পারবে না।

   এর কিছুদিন পরই সতীশবাবু তার ভাগচাষি, অভাগা উচ্ছব সম্বন্ধে মন্তব্য করে যে, উচ্ছবের মতিভ্রম হয়েছে। বউ-সন্তানদের অপঘাতে মৃত্যু হলে মানুষ যেখানে শোকে পাগল হয়ে যায়, সেখানে উচ্ছব 'ভাত ভাত' করে মরছে। সতীশবাবু উচ্ছবের সঙ্গে এমনই অমানবিক আচরণ করেছিল।


মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্প অবলম্বন করে ঝড়ল- বন্যার রাতটির বর্ণনা দাও।

   মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে ঝড়ল-বন্যার যে রাত উচ্চবকে সর্বস্বান্ত করে দিয়েছিল, সেদিন সন্ধ্যাতেই অনেকদিন পর সে সপরিবারে পেট পুরে খেয়েছিল। খেতে খেতে চল্গুনীর মা বলেছিল যে, দেবতার গতিক ভালো নয়। নৌকা নিয়ে যারা বেরিয়েছিল, তাদের নৌকা-সহ ডুবে মরে যাওয়ার আশঙ্কাও সে প্রকাশ করেছিল।

  এরপরই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। ঝড়বৃষ্টিতে উচ্চবদের কাঁচা বাড়ির মাঝখুঁটিটি 'মাতাল আনন্দে টলছিল' ধনুষ্টংকার রোগীর মতো। তাই উচ্ছব সর্বশক্তিতে ঘরের মাঝখানের খুঁটিটা মাটির দিকে চেপে ধরে ছিল। কিন্তু তার মনে হচ্ছিল যা বসুন্ধরা যেন সেই খুঁটি রাখতে চাইছেন না, ঠেলে বের করে দিতে চাইছেন।

   তাই ভয়ে ভগবানের নাম নিতে থাকে সে । অন্যদিকে, ছেলেমেয়েকে জাপটে ধরে তার বউ ঠান্ডায় এবং ভয়ে কাঁপতে থাকে। এ সময়েই হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে উচ্ছব দেখতে পায় মাতাল মাতলা নদীর সফেন জল বাতাসের তোড়ে দ্রুত ছুটে আসছে।

 পরে একসময় জল নেমে গেলেও উচ্ছবের ঘরের সব কিছু এবং তার পরিবারকে ভাসিয়ে নিয়ে যায় সেই জল। বানের জলে ভেসে যাওয়া উচ্ছব গাছে বেধে কোনোক্রমে প্রাণে বাঁচে। এভাবে ঝড়জল বন্যার সেই রাত উচ্ছবের জীবনে সর্বনাশ ডেকে এনেছিল।

bhaat golpo class12, bhaat golpo, bhaat golpo by mahashweta devi, bhaat golpo class 12, class 12 bangla golpo bhaat by mahashweta devi, varatbarsha golpo vedio, class 12 bangla galpo bhaat, bhaat galpo class 12 bangla, vat golpo hs, cartoon golpo, hs 2021 bangla golpo bhatt full analysis and suggestion, tal navami golpo, vat golpo class xii, mojar bangla golpo, class 12 bhag golpo, bhaat mcq saq, bhat golpo question long answer, bangla cartoon golpo


"যা আর নেই, যা ঝড় হল-মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।”— দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল?


   মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে আমরা দেখি, দুর্যোগের দিন সন্ধ্যাবেলায় চন্নুনি যা খেতে খেতে বলছিল যে, দেবতার গতিক ভালো নয়। নৌকা নিয়ে যারা বেরিয়েছিল, নৌকা-সহ তাদের ডুবে মরার আশঙ্কাও সে প্রকাশ করেছিল। এরপরই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সেই দুর্যোগে উচ্ছবদের কাঁচা বাড়ির মাঝখানের খুঁচিটি 'মাতাল আনন্দে চলছিল' ধনুষ্টংকার রোগীর মতো।

   তাই ঘরের মাঝখানের খুঁটিটা উচ্ছব মাটির দিকে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছিল এবং ভয়ে ভগবানের নাম নিচ্ছিল। অন্যদিকে, ছেলেমেয়েদের জাপটে ধরে তার বউ ঠান্ডায় আর ভয়ে কাঁপছিল। এসময় হঠাৎ বিদ্যুতের আলোর ঝলকানিতে উচ্ছব দেখে, মাতাল মাতলা নদীর সফেন জল বাতাসের তোড়ে দ্রুত ছুটে আসছে। নিমেষের মধ্যে সেই বানের জল উচ্ছবের বউ-ছেলেমেয়েকে ভাসিয়ে নিয়ে যায়। গাছে বেঁধে কোনোক্রমে প্রাণে বেঁচে যায় উচ্ছব।

   ঘটনার আকস্মিকতায় সাময়িকভাবে উচ্ছবের বুদ্ধি লোপ পায়। বউ- ছেলেমেয়ে-সহ সবকিছু ফিরে পাবার আশায় শুনসান বাড়ি ছেড়ে তাই সে নড়ে না। লঙ্গরখানায় দেওয়া খিচুড়ি তাই তার খাওয়া হয় না। কয়েকদিন পর সরকার শুকনো চাল দিলে দীর্ঘদিন যাবৎ উপোসি উচ্ছব তা চিবিয়েই কয়েকদিন কাটায়।

   এরপর সে ভাত খাওয়ার জন্য পাগল হলেও কেউ তাকে ভাত দেয় না। এ সময় মাঝে মাঝেই তার মনে পড়ে সেই দুর্যোগের রাতটার কথা। তার মনে হয়, দীর্ঘদিন ধরে ভাত না খেয়ে সে ভূত হয়ে যাচ্ছে, ভাত খেলেই সে পুনরায় মানুষ হবে এবং বউ-ছেলেমেয়ের দুঃখে কাঁদতে পারবে। তাই কয়েকদিন পেট পুরে ভাত খেতে সে কলকাতা রওনা হয়।


“তারপরই মনে পড়ে যে রাতে বাড় হয়।”- কোন কথার পর ঝড়ের রাতের কথা উদ্দিষ্ট ব্যক্তির মনে পড়ে? কোন্ কথা এ প্রসঙ্গে মনে পড়ে তার ?

 মহাশ্বেতী দেবীর 'ভাত' ছোটোগল্প থেকে সংকলিত এই উদ্ধৃতিষ্টিতে উচ্ছব নাইয়ার কথা বলা হয়েছে। ধানখেতে আগুন লাগার কথার পর তার মনে পড়েছিল ঝড়ের রাতের কথা।

   উচ্ছব নাইয়ার এ প্রসঙ্গে মনে পড়েছিল যে, অনেকদিন পর সেই সন্ধ্যায় সে পরিবার-সহ পেটপুরে খেয়েছিল। অনেকটা হিঞ্চে শাক সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন এবং লং কাপোড়া দিয়ে মেখে ভাত খেয়েছিল সে। সেদিন উচ্ছবের মতো গ্রামের সকলেই পেট পুরে খেয়েছিল । চন্নুনির মা খাওয়ার সময় বলেছিল যে, ভগবানের লক্ষণ ভালো নয়। সে আরও বলেছিল যে, নৌকো নিয়ে যারা বেরিয়েছে, তারা নৌকা-সহ ডুবে মরতে পারে।

  এরপর উচ্ছবের মনে পড়ে ঘরের মাঝ-খুঁটিটা মাটির দিকে ঠেলে ধরে রাখার কথা। ধরণি যেন সেই খুঁটি উপরে ফেলতে চাইছিল। ভগবানের নাম নিয়েছিল উচ্ছব। তারপর বিদ্যুতের চমকে সে দেখেছিল, মাতলার সফেন জল ছুটে আসছে। তারপর আর কিছু মনে পড়ে না তার, নিজের পরিচয় পর্যন্ত। উচ্ছব ভাবে, তার কাগজ ভরা, সুন্দর কৌটোটির কথা। আরও ডাবে, ভগবান যদি তার বউ-ছেলেমেয়েদের বাঁচিয়ে রাখত, তবে সে শত হাতির শক্তি পেত।

   সেই কৌটোটি নিয়ে তবে সপরিবারে সে ভিক্ষায় বেরোত। সতীশবাবুর নাতির ফুটকলাই খাওয়া কৌটোটি উচ্ছব চেয়ে এনেছিল। অমন সুন্দর কৌটো থাকলে প্রয়োজনে একমুঠো চাল ফুটিয়েও নেওয়া যায়। এসব কথাই এ প্রসঙ্গে উচ্ছবের মনে পড়েছিল।


“মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।”–কারা, কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায় ?

   এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে আমরা উচ্ছব নামক একটি চরিত্রের সাক্ষাৎ পাই। মাতলা নদীর বন্যায় স্ত্রী এবং ছেলেমেয়েদের হারিয়ে পাগল হয়ে যাওয়া উচ্ছব বেশ কিছুদিন অভুক্ত থাকার পর ভাতের আশায় তার গ্রামতুতো বোন বাসিনীর মনিবের বাড়ি কলকাতায় চলে আসে। সেখানে ভাত খাওয়ার বিনিময়ে তাকে সেই বাড়ির বুড়োকতার আয়ূবৃদ্ধির জন্য করা হোমযজ্ঞের কাঠ কাটতে হয়েছিল।

   এদিকে তান্ত্রিকের বিধান অনুযায়ী, যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া বারণ ছিল। তাই খিদের জ্বালায় অস্থির হয়ে পড়া উচ্ছবও ভাত খেতে পারেনি। মাঝে বাসিনীর দেওয়া ছাতু জল খেয়ে খিদে মেটানোর চেষ্টা করে উচ্ছব। যদিও এই সামান্য খাবারে তার পেট ভরেনি। কাঠ কাটা শেষ করে বাড়ির বাইরে গিয়ে উচ্ছব তাই শিবমন্দিরের বারান্দায় বসে।

   সেখানে শুয়ে ক্লান্তির ভারে, ক্ষুধার তাড়নায় এবং স্ত্রী-সন্তানের স্মৃতিতে শোকাতুর হয়ে কাদতে কাদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পরে সে বুঝতে পারে, বাড়ির কর্তা প্রয়াত হয়েছেন এবং অশৌচ লাগার জন্য রান্না করা সব ভাত বাইরে ফেলে দেওয়া হচ্ছে। বহুদিন ধরে ভাত-উপোসী উচ্ছব বাসিনীর ফেলে দিতে-আসা ভাতের ডেকচি নিয়ে হনহনিয়ে খানিকটা হেঁটে, পরে এক দৌড়ে স্টেশনে গিয়ে মনের সুখে ভাত খায়।

   অনেকদিন পরে আশ মিটিয়ে ভাত খেয়ে স্টেশনেই তৃপ্ত উচ্ছব সেই পেতলের ডেকচিটি জাপটে, তার কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে পুলিশ ঘুমন্ত উচ্ছবকে স্টেশনেই ধরে ফেলে এবং পেতলের ডেকচি চুরির অপরাধে তাকে মারতে মারতে থানায় নিয়ে যায়।


মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্প অবলম্বন করে বড়োপিসিমার চরিত্র আলোচনা করো।


মহাশ্বেতা দেবীর ‘ভাতা ছোটোগল্পের গুরুত্বপূর্ণ চরিত্র হল বড়োপিসিমা। তাঁর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হল—

ঈশ্বরভক্তি : বড়োপিসিমা হলেন এ গল্পে উল্লিখিত 'বড়ো বাড়ির' অবিবাহিতা, প্রৌঢ়া কন্যা। প্রয়াত জ্যেষ্ঠ বুড়োকর্তার যখন স্ত্রীবিয়োগ ঘটে, তখন তিনি সংসার সামলানোর কারণেই তাঁর এই বিবাহযোগ্য কন্যার বিয়ে দেননি। বড়োপিসিমা পিতার এই সিদ্ধান্তে অবশ্য অখুশি ছিলেন না। তিনি শিবকেই পতি হিসেবে মেনে নিয়েছিলেন—“উনি আমার পতি দেবতা"

কর্তৃত্বপরায়ণতা: পিতৃবিয়োগের আগে পর্যন্ত বড়োপিসিমা সংসারের হেঁশেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্তিরি লাগিয়েছেন এবং তাঁর বাবার সেবা করেছেন। পিতার মৃত্যুর পর বিবাহিত দাদা সংসারের কর্তা হলেও সে-অভ্যাস তাঁর পালটায় Na।sei bari থেকেই বাড়ির বউদের তিনি অনায়াসে তাচ্ছিল্য করেন। বড়োবাড়ির এই অনুষ্ঠা প্রৌঢ়াকে আমরা লুকিয়ে বাদার চাল বিক্রি করে দিতেও দেখি। সামান্য ক্ষোভ থাকলেও এই বৃদ্ধবয়সেও তিনি তাঁর পৈতৃক বাড়ির সব কিছুর দেখভাল করতেন অত্যন্ত দায়িত্বের সঙ্গে। দাদার শেষযাত্রাকে সুসম্পন্ন করার জন্য সবদিকেই তাঁর সজাগ দৃষ্টি ছিল।

সংস্কারাচ্ছন্ন :  তাই সংস্কারাচ্ছন্ন এই প্রৌঢ়া তান্ত্রিকের হোমযজ্ঞ করাকে অনুষ্ঠিত মনে করেননি। যজ্ঞ সত্ত্বেও বুড়োকর্তা মারা গেলে তাঁকে বিষোদ্‌গার করতে দেখা যায় তান্ত্রিক এবং বাড়ির ছোটোবউয়ের বাবার ওপর। কারণ তিনিই এই তান্ত্রিককে নিয়ে এসেছিলেন। এ ছাড়া, এ গল্পের প্রধান চরিত্র উচ্ছবকে তিনিই বাড়িতে কাজে লাগিয়েছেন। সুতরাং, বড়োপিসিয়া এ গল্পের একটি উল্লেখযোগ্য এবং সক্রিয় চরিত্র।


“বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।”—“বাদা” কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী?

   মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশে থাকা 'বাদা' শব্দটির অর্থ হল জল-জলপূর্ণ নীচু জমি।

    ঝড়বৃষ্টির যে রাতে উচ্ছব তার স্ত্রী ও পুত্র-কন্যাকে হারিয়েছিল, সেদিন সন্ধ্যায় উচ্ছব পেট ভরে সপরিবারে ভাত খেয়েছিল। তারপর সর্বস্বান্ত উচ্ছব তার বন্যাবিধবস্তু ভিটেতে উন্মাদের মতো কয়েকদিন পড়ে থাকায় লঙ্গরখানার 'রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি'। তার যখন সম্বিত ফেরে তখন রান্না খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে। কাঁচা চাল চিবিয়েই তাই তার দিন কাটতে থাকে।

   দীর্ঘদিন ভাত না খাওয়া উচ্ছব ভাবে, “পেটে ভাত নেই ব'লে উচ্ছবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে।" উচ্ছব যার জমিতে কাজ করত, সেই সতীশ মিস্তিরিও যখন তাকে একবারের জন্যও ভাত দিতে অস্বীকার করে, তখন সে ভাতের আকাঙ্ক্ষাতেই কলকাতায় গ্রামতুতো বোন বাসিনীর মনিববাড়িতে আসে। সেখানে পেটভাতের চুক্তিতে কাঠ কাটার কাজে সে লেগে যায়। সুন্দরবনের নোনা জলের বাদার অধিবাসী উচ্ছব দেখে যে, বাসিনীর মনিবদের মিষ্টিজলের বাদায় হওয়া নানাপ্রকার চালে তাদের ঘর ভরে আছে।

    কিন্তু সেদিনই সে বাড়ির বুড়োকর্তার মৃত্যু হলে তারা যখন বাড়ির সমস্ত ভাত এবং অন্যান্য রান্না খাবার ফেলে দেওয়ার ব্যবস্থা করে, তখন পরিশ্রান্ত, অভুক্ত উচ্ছব আর মাথা ঠিক রাখতে পারে না। বাসিনীর হাত থেকে অশৌচ বাড়ির ভাতের ডেচকিটা ছিনিয়ে নিয়ে সে স্টেশনে ছুটে আসে এবং সেখানে বসে ডেচকিতে হাত ঢুকিয়ে খাবল খাবল ভাত খেতে থাকে সে । তার স্ত্রী তাকে এমন সুখ দিতে পারেনি কখনোই। বাস্তবিকই স্বর্গসুখ লাভ করে উচ্ছব। এ কারণেই তার তখন মনে হয়, মিঠে জলের বাদার ভাত খেলেই সে 'আসল বাদা' অর্থাৎ 'অন্নের দেশ'-এর খোঁজ পেয়ে যাবে।


মহাশ্বেতা দেবীর 'ভাত' রচনাটি ছোটোগল্প হিসেবে কাি সার্থক, তা আলোচনা করে।।

   মহাশ্বেতা দেবীর 'ভাত' একটি বড়ো আকারের ছোটোগল্প। ঝড়জল বন্যার এক রাতে সুন্দরবনের ভাগচাষি উচ্ছব নাইয়ার ঘরবাড়ি এবং স্ত্রী-সন্তান বানের জলে ভেসে যায়। প্রাথমিকভাবে শোক ও তারপর খিদের তাড়না তাকে পাগল করে তোলে। তার চাষ করা জমির মালিক সতীশ নিস্তিরির কাছে ভাতের প্রার্থনা করে ব্যর্থ হয়ে ক-দিন পেটপুরে ভাত খাওয়ার আশায় সে কলকাতায় চলে যায়।

   গ্রামতুতো বোন বাসিনীর মনি বাড়িতে গিয়ে পেটপুরে ভাত খাওয়ার চুক্তিতে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে সে। কিন্তু বিকেলে সেই বড়ো বাড়ি'র বৃদ্ধের মৃত্যু ঘটলে দীর্ঘদিন ধরে ভাত না খাওয়া উচ্ছব প্রমাদ গোনে। তাই যখন সেই অশৌচ বাড়ির রাঁধা ভাত ফেলে দেওয়ার উপক্রম হয়, তখন মরিয়া উচ্ছব বাসিনীর হাত থেকে ভাতের একটা পেতলের ডেকচি নিয়ে এক দৌড়ে স্টেশনে চলে যায়।

   সেই ভাত পেটপুরে খেয়ে সেখানেই সে শুয়ে পড়ে। ভোরে পেতলের ডেকচি চুরির অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। যে বাদার জমির বিপুল ও উন্নত ধান 'বড়ো বাড়ি'কে বড়ো করে তুলেছিল, সেই 'আসল বাদাটার খোঁজ', বন্ধ্যা বাদার অধিবাসী উচ্ছবের আর পাওয়া হয় না।

   সুতরাং, উচ্ছবের ভাত খাওয়াকে কেন্দ্র করেই সুন্দরবন ও কলকাতার পটভূমিতে "ভাত" ছোটোগল্পের মাত্র কয়েকদিনের কাহিনি গড়ে উঠেছে। এ গল্পে তাই স্থান-কাল-ঘটনাগত ঐক্য বজায় রাখা হয়েছে। তা ছাড়া, 'ঘটনার ঘনঘটা', 'তত্ত্ব', বা ‘উপদেশ'ও এখানে অনুপস্থিত। উচ্ছব এবং আরও চার- পাঁচটি চরিত্র নিয়েই গল্পটি বিস্তার লাভ করেছে। সমাপ্তিতে উচ্ছবের জেলে যাওয়া এবং ‘আসল বাদাটার খোঁজ না পাওয়ার মধ্যে যেমন চমক রয়েছে, ( এখানে উপসংহার লিখতে হবে )

bhaat golpo class12, bhaat golpo, bhaat golpo by mahashweta devi, bhaat golpo class 12, class 12 bangla golpo bhaat by mahashweta devi, varatbarsha golpo vedio, class 12 bangla galpo bhaat, bhaat galpo class 12 bangla, vat golpo hs, cartoon golpo, hs 2021 bangla golpo bhatt full analysis and suggestion, tal navami golpo, vat golpo class xii, mojar bangla golpo, class 12 bhag golpo, bhaat mcq saq, bhat golpo question long answer, bangla cartoon golpo

মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে যে হোমযজ্ঞ হয়েছিল তার বর্ণনা দাও।

   মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পের প্রধান চরিত্র উচ্ছব কলকাতায় যে বাড়িতে কাজের জন্য এসেছিল, সে বাড়ি ছিল তার গ্রামতুতো বোন বাসিনীর মনি বাড়ি। এই বাড়িরই লিভারের ক্যানসারে আক্রান্ত, বিরাশি বছরের কর্তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। বুড়োকর্তার ছোটোবউমার বাবার পরিচিত এক তান্ত্রিক এই উপলক্ষ্যে সেই বাড়িতে এসেছিলেন। যজ্ঞের জন্য বেল, ক্যাওড়া, বট, অশ্বত্থ এবং তেঁতুল গাছের কাঠ আধ মন করে আনা হয়েছিল। সেই আড়াই মন কাঠের প্রতিটি খন্ড দেড় হাত করে কাটতে বলা হয়েছিল উচ্ছবকে।

   কালো বিড়ালের লোম, শ্মশানের বালি ইত্যাদি নানাপ্রকার জিনিসের ফরমাশ করেছিলেন তান্ত্রিক। প্রথমে হোমযজ্ঞের আগে রান্না এবং খাওয়া শেষ করার কথা থাকলেও তান্ত্রিক নতুন বিধান দিয়েছিলেন যে রান্না শেষ করলেও হোম সম্পন্ন না হলে কেউ খেতে পারবে না ।

   কাঠের টুকরোগুলি উচ্ছব পাঁচ ভাগে ভাগ করে দালানে রেখে আসার পর শুরু হয় হোমযজ্ঞ। বুড়োকর্তার বাস-ঝি হোমের জোগান দিচ্ছিল | তান্ত্রিক “ওঁং হ্রীং ঠং ঠং ভো ভো রোগ শৃণু শৃনু" — যন্ত্র বলে বুড়োকর্তার রোগকে দাঁড় করান, কালো বিড়ালের লোম দিয়ে রোগকে বাঁধেন এবং তারপর বুড়োকর্তার তিন ছেলের উপস্থিতিতে হোম শুরু করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই হোমযজ্ঞ শুরু হওয়ার ঠিক পরমুহূর্তেই বুড়োকর্তা মারা যান।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer ভাত গল্পের প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের ছোটো প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন উত্তর,ভাত গল্পের ছোটো সাজেশন প্রশ্ন উত্তর,hs bengali suggestion 2024, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2023, ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর, ভাত গল্প মহাশ্বেতা দেবী,ভাত গল্পের প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের বড় প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর | ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024

মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে 'ভাত'-এর প্রস কীভাবে বারবার ফিরে ফিরে এসেছে, তা আলোচনা করো। 

   মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে ভাতের প্রসঙ্গ বারবার উঠে এসেছে। ঝড়বৃষ্টির যে রাতে উচ্ছবের জীবনে সর্বনাশ নেমে এসেছিল, সেদিন সন্ধ্যায় উচ্ছব পরিবার-সহ পেট ভরে ভাত খেয়েছিল। তারপর সব কিছু হারিয়ে কয়েকদিন সে উন্মাদের মতো প্রিয়জনদের সাড়া পাওয়ার আশায় নিজডিটায় পড়েছিল। তাই লঙ্গরখানার 'রান্না মিচুড়ি তার খাওয়া হয়নি। রান্না খিচুড়ি দেওয়া বন্ধ হয়ে গেলে এরপর কয়েকদিন তাকে কাঁচা চাল চিবিয়েই কাটাতে হয়।

    দীর্ঘদিন ধরে ভাত না খেতে পেয়ে দিশেহারা উচ্ছব ভাবে, “পেটে ভাত নেই বলে উচ্ছবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে।" যার জমিতে উচ্ছব কাজ করে, সেই সতীশ মিস্তিরি যখন তাকে একদিনের জন্যও ভাত খাওয়াতে চাইল না, তখন সে পেট ভরে ভাত খাওয়ার আকাঙ্ক্ষাতেই কলকাতায় গ্রামতুতো বোন বাসিনীর মনি বাড়িতে আসে। সারাদিন ধরে ভাতের আশায় সে অমানুষিক পরিশ্রম করে বাড়ির কর্তার সুস্থতার উদ্দেশ্যে করা হোমযজ্ঞের কাঠ কাটে।

   তার মনে পড়ে শৈশবে শোনা ঠাকুমার কথা—“রন্ন হল মা নক্কী।” কিন্তু সেদিনই বুড়োকর্তার মৃত্যু হয়। শব বেরোনোর পর সমস্ত ভাত এবং অন্যান্য রান্না খাবার ফেলে দেওয়ার ব্যবস্থা হলে আর মাথা ঠিক রাখতে পারে না অভুক্ত উচ্ছব। বাসিনীর হাত থেকে অশৌচ বাড়ির ভাতের বড়ো ডেকচিটা ছিনিয়ে নিয়ে তাই সে স্টেশনে ছুটে আসে এবং প্রাণ ভরে ভাত খেয়ে সেই ডেকচিটা জড়িয়েই ঘুমিয়ে পড়ে। 

   ফলে পেতলের ডেকচি চুরির অপরাধে থানায় যেতে হয় তাকে। সুতরাং, এ কাহিনিতে ভাতের প্রসঙ্গ শুধু বারবার আসেইনি, এই প্রসঙ্গ গল্পটিকে নিয়ন্ত্রণও করেছে। ‘আসল বাদা' অর্থাৎ অন্নের দেশ দেখার আকুলতা আর তার ব্যর্থতাই গল্পের মূল বিষয় হয়ে থাকে।


"বাসিনী এনেছে। বাদায় অথচ ভাতের আমিংকে এতখানি |”—বাসিনী কে? ও কাকে এনেছে? তার ভাতের আহিংকে এতখানি কেন ?

  • মহাশ্বেতী দেবীর 'ভাত' ছোটোগল্প থেকে সংকলিত এই উদ্ধৃতিতে উল্লিখিত বাসিনী হল বড়ো বাড়ির পরিচারিকা।
  •  বাসিনী তার গ্রাম সম্পর্কিত দাদা উচ্ছবকে তার মনিবের বাড়িতে এনেছে। 

'ভাত' ছোটোগল্পের প্রধান চরিত্র উচ্ছবের জীবনে এক ঝড়বৃষ্টির রাতে চরম বিপর্যয় নেমে আসে। যেদিন মাতলার বানে তার বউ-ছেলেমেয়ে ভেসে যায়। সেদিন সন্ধ্যাতেই উচ্ছব বউ-ছেলেমেয়ে-সহ পেট পুরে ভাত খেয়েছিল বহুদিন পর। সেই বন্যার রাতের পর জল নেমে গেলেও কয়েকদিন ধরে সে তার ভিটেয় পড়েছিল প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায়। ফলে লঙ্গরখানার "রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। 

   রান্না খিচুড়ি দেওয়া বন্ধ হয়ে গেলে তার সংবিৎ ফিরে আসে। ফলে কয়েকদিনের উপবাসের পর সে বেশ কয়েকদিন কাঁচা চাল চিবিয়েই কাটিয়ে দেয়। দীর্ঘদিন ধরে ভাত না খেতে পেয়ে দিশেহারা উচ্ছব ভেবেছিল, “পেটে ভাত নেই বলে উচ্চবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে।” 

   যার জমিতে সে কাজ করে সেই সতীশ মিস্তিরি যখন তাকে একদিনের জন্যও ভাত খেতে দিতে অরাজি হয়, তখন সে পেট ভরে ভাত খাওয়ার আকাঙ্ক্ষাতেই গ্রামতুতো বোন বাসিনীর কলকাতাস্থ মনিবের বাড়িতে আসে। সুন্দরবনের বাদায় বাস করা উচ্ছবের একারণেই 'ভাতের আহিংকে এতখানি ছিল।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer ভাত গল্পের প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের ছোটো প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন উত্তর,ভাত গল্পের ছোটো সাজেশন প্রশ্ন উত্তর,hs bengali suggestion 2024, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2023, ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর, ভাত গল্প মহাশ্বেতা দেবী,ভাত গল্পের প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের বড় প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর | ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024

“বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।” – “বাদা” কাকে বলে ? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী?

  • মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশে থাকা ‘বাদা’ শব্দটির অর্থ হল জল-জঙ্গলপূর্ণ নীচু জমি

   ঝড়বৃষ্টির যে রাতে উচ্ছব তার স্ত্রী ও পুত্র-কন্যাকে হারিয়েছিল, সেদিন সন্ধ্যায় উচ্ছব পেট ভরে সপরিবারে ভাত খেয়েছিল। তারপর সর্বস্বান্ত উচ্ছব তার বন্যাবিধবস্তু ভিটেতে উন্মাদের মতো কয়েকদিন পড়ে থাকায় লঙ্গরখানার 'রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তার যখন সম্বিত ফেরে তখন রান্না খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে। কাঁচা চাল চিবিয়েই তাই তার দিন কাটতে থাকে। 

   দীর্ঘদিন ভাত না খাওয়া উচ্ছব ভাবে, “পেটে ভাত নেই ব'লে উচ্ছবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে।” উচ্ছব যার জমিতে কাজ করত, সেই সতীশ মিস্তিরিও যখন তাকে একবারের জন্যও ভাত দিতে অস্বীকার করে, তখন সে ভাতের আকাঙ্ক্ষাতেই কলকাতায় গ্রামতুতো বোন বাসিনীর মনি বাড়িতে আসে। সেখানে পেটভাতের চুক্তিতে কাঠ কাটার কাজে সে লেগে যায়। সুন্দরবনের নোনা জলের বাদার অধিবাসী উচ্ছব দেখে যে, বাসিনীর মনিবদের মিষ্টিজলের বাদায় হওয়া নানাপ্রকার চালে তাদের ঘর ভরে আছে।

   কিন্তু সেদিনই সে বাড়ির বুড়োকর্তার মৃত্যু হলে বাড়ির সমস্ত ভাত এবং অন্যান্য রান্না খাবার ফেলে দেওয়ার ব্যবস্থা করে, তখন পরিশ্রান্ত, অভুক্ত উচ্ছব আর মাথা ঠিক রাখতে পারে না। বাসিনীর হাত থেকে অশৌচ বাড়ির ভাতের ডেকিটা ছিনিয়ে নিয়ে সে স্টেশনে ছুটে আসে এবং সেখানে বসে ডেচকিতে হাত ঢুকিয়ে খাবল খাবল ভাত খেতে থাকে সে। তার স্ত্রী তাকে এমন সুখ দিতে পারেনি কখনোই। বাস্তবিকই স্বর্গসুখ লাভ করে উচ্ছব। এ কারণেই তার তখন মনে হয়, মিঠে জলের বাদার ভাত খেলেই সে ‘আসল বাদা' অর্থাৎ 'অন্নের দেশ'-এর খোঁজ পেয়ে যাবে।


"দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিং লি করে।"-কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল। তার গ্রুপ আচরণের কারণ বিশ্লেষণ করো।

  • মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পের মুখ্য চরিত্র উচ্ছব নাইয়া তার গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর প্রতি এরকম আচরণ করেছিল।

    বুড়োকর্তার মৃত্যুর পরে তার মৃতদেহ শ্মাশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরে বড়োপিসিমা নির্দেশ দেন বাড়ির সব রান্না ফেলে দিয়ে আসার জন্য। আর মুহূর্তের মধ্যেই মরিয়া উচ্ছব স্থির করে নেয় সে কী করবে। সে সুন্দরবন থেকে শুধুমাত্র খাবারের সন্ধানে শহরের বড়ো বাড়িতে কাজ করতে এসেছিল। কিন্তু বুড়োকর্তাকে বাঁচিয়ে রাখার জন্য হোমযজ্ঞ শেষ না হলে খাওয়া হবে না—এই যুক্তিতে সে তার চরম আকাঙ্ক্ষিত খাবার থেকে বর্ণিত হয়েছিল।

   এর মধ্যে সে নানারকম চালের এবং খাবারের গল্প শুনেছে ও দেখেছে। ফুটন্ত ভাতের গন্ধে সে উতলা হয়েছে কিন্তু ভাত জোটেনি তার। তাই বাসিনী ভাত ফেলতে গেলে লক্ষ্যে স্থির উচ্ছব ভাতের বড়ো ডেকচি নিজেই নেয় এবং দূরে ফেলে দিয়ে আসার কথা বলে। ডেকচি নিয়ে উচ্ছব দ্রুত হাটতে, তারপর দৌড়োতে থাকে। যে বাদার ভাতের জন্য তার দীর্ঘ সময়ের অপেক্ষা, সেই ভাত এখন তার হাতের মুঠোয়।

   এই সময়েই যখন বাসিনী তাকে সেই 'অশুচ বাড়ির ভাত' খেতে নিষেধ করে, তা সহ্য করা কঠিন হয়ে পড়ে উচ্ছবের পক্ষে। সে ফিরে দাড়ায় এবং কামটের মতো হিংস্র চোখে বাসিনীর দিকে তাকায়। তার দাঁত বের করা মুখভঙ্গি কামটের মতোই হিংস্র লাগে বাসিনীর। আসলে খিদের মতো আদিম প্রবৃত্তি মানুষকে পশুর আচরণ করে ওঠে। আর সেই ফেলে দেওয়া ভাত খাবার জন্যে উচ্ছোবের মধ্যে পাশবিক সত্ত্বার সৃষ্টি হয়।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer ভাত গল্পের প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের ছোটো প্রশ্ন উত্তর, ভাত গল্পের সাজেশন প্রশ্ন উত্তর,ভাত গল্পের ছোটো সাজেশন প্রশ্ন উত্তর,hs bengali suggestion 2024, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2023, ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর, ভাত গল্প মহাশ্বেতা দেবী,ভাত গল্পের প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের বড় প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর, ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর | ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024

মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পে উচ্ছবের চরিত্রটি বিশ্লেষণ করো।

   মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্পের উৎসব নাইয়া নিম্নবর্গীয় সমাজব্যবস্থার একজন প্রতিনিধি । ভাগ্যের ফেরে মাতলার বন্যায় বউ-ছেলেমেয়েকে হারায় সে। ভেসে যায় তার মাথা গোঁজার আশ্রয়টুকুও। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ উৎসবের জীবন থেকে সব কিছু কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তার আদিম প্রবৃত্তিকে, যে প্রবৃত্তির নাম খিদে। তাই প্রিয়জন হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই তার মধ্যে জেগে ওঠে ভাতের জন্য হাহাকার।

   হাভাতে উৎসবের জীবনে বিপর্যয় নেমে আসার আগে পর্যন্ত তার মধ্যেও কোমলতার স্পর্শ ছিল। তাই সতীশ মিংিবির তিন ধানে মড়ক লাগলে ধানের প্রতি পরম মমতায় কেঁদে ভাসায় এই গরিব ভাগচাষি। ভেসে যাওয়া ঘরের চালের নীচ থেকে পরিচিত স্বর শোনার আশায় নাওয়াখাওয়া ভুলে বসে থাকে উৎসব | অসম্ভব জেনেও পাগলের মতো বলতে থাকে, “রা কাড় অ জুনীর মা!"

   পরম আকাঙ্ক্ষিত ভাতের স্পর্শে 'প্রেত' উচ্ছবের ভিতর থেকে জেগে ওঠে ‘মানুষ' উৎসব। তাই বড়ো বাড়ি থেকে নিয়ে আসা ডেকচির ভাত খেতে খেতে সে মনে মনে সেই ভাত তুলে দেয় বউ-ছেলেমেয়ের মুখে... “চরুনী রে! তুইও খা, চরুনীর মা খাও, ছোটো খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা!” আসলে উৎসবের মতো বঞ্চিত, প্রান্তিক মানুষদের সমাজজীবনে ব্যক্তিনামেরও কোনো মূল্য নেই। তাই আমরা দেখি তার নিরুৎসব জীবনে সে আর উৎসব থাকেনি, তার নাম হয়ে দাঁড়িয়েছে উচ্চব নাইয়া।


    এই কারণে নিজের খিদে নিবারণ করার জন্য উৎসব এই পথ বাঁচতে বাধ্য হয় কিন্তু যখন বাসিনি সমাজ সংস্কারের মত তাকে অশৌচ ভাত খেতে নিষেধ করেছে তখন সে আদিম প্রবৃত্তি জাতীয় পশুর মত হিংস্র হয়ে উঠেছে। তাই উপবাসী উৎসব এর কাছে এই ভাত তার একান্ত ক্ষুধা নিবারণের খাদ্যবস্তু, আর তাঁকে খাবার জন্য সেই হিংস্র হয়ে উঠেছিল। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

" বাদার ভাত খেলে তবে সে তো আসল বাঁধাটা খোঁজ পেয়ে যাবে একদিন" - বাদা কাকে বলে ? বক্তার কেন এরকম মনে হয়েছে তা আলোচনা করো ?


     মহাশ্বেতা দেবীর ভাত ছোটগল্পে আমরা বাদা শব্দটি পাই, বাধা শব্দের অর্থ হলো জল ও জংগলের পরিপূর্ণ নিচু জমি। সাধারনত সুন্দরবনের আশেপাশের নিচু জঙ্গলপূর্ণ জমি গুলোকে আমরা বাদা বলি। 

    মতলার প্রাকৃতিক তাণ্ডবের পর উৎসব তার স্ত্রী-পুত্র-কন্যাকে হারিয়ে কয়েকদিন পাগলের মত সর্বস্বান্ত হয়ে গ্রামের ভিটে তে ঘুরে বেরিয়ে ছিল। স্ত্রী পুত্রদের হারিয়ে এতটা বিভোর হয়ে পড়েছিল যে লঙ্গরখানার রান্না করা খিচুড়ি পর্যন্ত সে গ্রহণ করেনি, কিন্তু যখন তার জ্ঞান ফেরে তখন লঙ্গরখানার খাবার দেওয়া বন্ধ তাই বাধ্য হয়ে তাকে অভুক্ত থাকতে হয়েছে।

    দীর্ঘদিন না খেতে পাওয়া এই উৎসব যেন অশরীরী তে পরিণত হয়েছে, তাই সে মনে করেছে যদি সে ভাত খেতে পারে তবে হয়তো সে আবার মানুষ হবে। তাই ভাত খাওয়ার নেশায় গ্রাম ছেড়ে শহরে বাসিনীর সঙ্গে চাকরের কাছে যোগ দিয়েছে। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

    কিন্তু শহরে পৌঁছে তাকে অন্ধকার কুসংস্কারে অবতীর্ণ হয়ে অভুক্ত থাকতে বাধ্য হতে হয়েছে। কিন্তু এভাবে সে পরের বাড়ি চাকরের মতো কাজ করতে চায়না সে চাই ঠিক অন্য একটি বাদার খোঁজ করতে যেখানে সে নতুন করে জীবিকা শুরু করতে পারে। কিন্তু বড় বাড়ির সমস্ত রান্না ভাত যখন ফেলে দেওয়ার কথা হয় তখন সে এক হাড়ি ভাত নিয়ে দৌড়ে ছুটে পালায় আর পাগলের মত তা খেতেথাকে।


     সে গোগ্রাসে সেই ভাত খেতে খেতে পাগলের মত হয়ে বলে তার স্ত্রী ও পুত্র যেন তার মধ্যে বসে এই ভাত খেতে পারে, আর সে নিজেও মনে করে এই ভাত খেলে সে গায়ের শক্তি জুগিয়ে অন্য নতুন বাদার খোঁজ করতে পারবে। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর | ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024

HS Bengali Suggestion 2024  | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Bengali Qustion and Answer Suggestion

”ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.educostudy.in/ এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন / উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ও উত্তর । HS Bengali Suggestion / HS Bengali Bhat Question and Answer / Class 12 Bengali Suggestion / Class 12 Pariksha Bengali Suggestion / Bengali Class 12 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / HS Bengali Suggestion FREE PDF Download | ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (HS Bengali Suggestion / West Bengal Twelve XII Bhat Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Bengali Bhat Suggestion / HS Bengali Bhat Question and Answer / Class 12 Bengali Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Bengali Exam Guide / HS Bengali Suggestion 2022, 2023, 2024, 2025,  HS Bengali Bhat Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / HS Bengali Bhat Suggestion FREE PDF Download) সফল হবে।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর

  ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – প্রশ্ন ও উত্তর | ভাত (গল্প) মহাশ্বেতা দেবী HS Bengali Bhat Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর।


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | ভাত (গল্প) মহাশ্বেতা দেবী HS Bengali Bhat Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন উত্তর।


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির বাংলা

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভাত (গল্প) মহাশ্বেতা দেবী HS Bengali Bhat Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি বাংলা | HS Class 12 Bengali Bhat

দ্বাদশ শ্রেণি বাংলা (HS Bengali Bhat) – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – প্রশ্ন ও উত্তর | ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | HS Bengali Bhat Suggestion দ্বাদশ শ্রেণি বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন উত্তর।


উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন উত্তর | HS Bengali Bhat Question and Answer Question and Answer, Suggestion

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা সহায়ক – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – প্রশ্ন ও উত্তর । HS Bengali Bhat Question and Answer, Suggestion | HS Bengali Bhat Question and Answer Suggestion | HS Bengali Bhat Question and Answer Notes | West Bengal HS Class 12th Bengali Bhat Question and Answer Suggestion.


উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Bengali Bhat Question and Answer, Suggestion

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভাত (গল্প) মহাশ্বেতা দেবী । WBCHSE Class 12 Bengali Bhat Question and Answer Suggestion.


WBCHSE Class 12th Bengali Bhat Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী

WBCHSE HS Bengali Bhat Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | HS Bengali Bhat Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।


HS Bengali Bhat Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর

HS Bengali Bhat Question and Answer উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর HS Bengali Bhat Question and Answer উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ, সংক্ষিপ্ত, রচনাধর্মী প্রশ্ন ও উত্তর


Class 12 Bengali Bhat Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর

HS Bengali Bhat Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী MCQ প্রশ্ন ও উত্তর । HS Bengali Bhat Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর।


West Bengal Class 12 Bengali Suggestion Download WBCHSE Class 12th Bengali short question suggestion . HS Bengali Bhat Suggestion download Class 12th Question Paper Bengali. WB Class 12 Bengali suggestion and important question and answer. Class 12 Suggestion pdf. পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the HS Bengali Bhat Question and Answer Question and Answer by https://www.educostudy.in/

HS Bengali Bhat Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12 Bengali Suggestion with 100% Common in the Examination .


Class Twelve XII Bengali Bhat Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 12 Exam

HS Bengali Bhat Question and Answer, Suggestion 2024 | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 12 Twelve XII Bengali Suggestion is provided here. HS Bengali Bhat Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর 2024 | HS Bengali Bhat Question and Answer

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Educostudy ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।