বৈষ্ণব পদাবলীর সংক্ষিপ্ত প্রশ্নাবলী - বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর - pdf

 বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী একটি গুরুত্বপূর্ণ বিষয় ও গুরুত্বপূর্ণ পর্ব বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলা বিষয়ের শিক্ষক ও ছাত্রছত্রীদের জন্য এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এছাড়াও বাংলা সাহিত্যের অন্যান্য সকল প্রশ্ন গুলি আমরা একদম নিচে পরপর দিয়েছি। এখানে আজ আমরা বৈষ্ণব পদাবলী থেকে যেসকল সংক্ষিপ্ত প্রশ্ন গুলি খুব গুরুত্বপূর্ণ তার উত্তর ও প্রশ্ন আলোচনা করব। আপনাদের সুবিধার্থে যেহেতু এই আলোচনা তাই অবশ্যই নিচের কমেন্ট করবেন যদি অন্য কোনো প্রশ্ন আপনার প্রয়োজনে লাগে। 


বৈষ্ণব পদাবলীর সংক্ষিপ্ত প্রশ্নাবলী


1. পদাবলী শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন?


উঃ জয়দেব, তাঁর গীতগোবিন্দ কাব্যে।



2. বিদ্যাপতি কার কাছ থেকে ‘অভিনব জয়দেব’ উপাধি লাভ করেছিলেন?

উঃ রাজা শিবসিংহের কাছ থেকে।

বৈষ্ণব পদাবলীর সংক্ষিপ্ত প্রশ্নাবলী
Educostudy.in/বৈষ্ণব-পদাবলী



3. ‘দ্বিতীয় বিদ্যাপতি নামে কাকে অভিহিত করা হয়?

উঃ গোবিন্দদাসকে।



4. কে কত সালে কোথায় প্রথম বিদ্যাপতির পদ উদ্ধৃত করেন?

উঃ ১৮৫৮-৫৯ খ্রীষ্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র ‘বঙ্গভাষার উৎপত্তি’ নামক প্রবন্ধে।



5. কে কত সালে কোন প্রবন্ধে বিদ্যাপতির প্রকৃত পরিচয় উদ্ঘাটন করেন? প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ‘বঙ্গদর্শন’ পত্রিকায়।



6. An introduction to the Maithili Language of North bihar নামক গ্রন্থটি কার লেখা?

উঃ গ্রীয়ার্সন সাহেব।



7. An introduction to the Maithili Language of North bihar গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উঃ ১৮৮১ খ্রীষ্টাব্দে।



8. An introduction to the Maithili Language of North bihar গ্রন্থে বিদ্যাপতির কতগুলি পদ সংকলিত আছে?

উঃ ৮২ টি।



9. বিদ্যাপতির জন্মস্থান কোথায়?

উঃ বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগণার বিসফী গ্রামে।



10. বিদ্যাপতির পিতার নাম কী?

উঃ গণপতি ঠাকুর।



11. বিদ্যাপতি কয়জন রাজা ও কয়জন রাণীর পৃষ্টপোষকতা লাভ করেছিলেন? তাঁদের নাম কী?

উঃ ছয়জন রাজা এবং একজন রাণীর পৃষ্টপোষকতা লাভ করে। শিবসিংহ, কীর্তিসিংহ, দেব সিংহ, পদ্ম সিংহ, পুরাদিত্য, ভৈরব সিংহ ও বিশ্বাস দেবী,


প্রশ্নটির উত্তর পিডিএফ আকারে পেতে এখানে ক্লিক করুন 


12. বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি আর কী কী গ্রন্থ রচনা করেছিলেন? প্রকাশসাল উল্লেখ করে গ্রন্থগুলির নাম লেখো?

উঃ ভূপরিক্রমা- ১৪০০ খ্রীষ্টাব্দ

কীর্তিলতা –১৪০২-১৪০৪ খ্রীষ্টাব্দের মধ্যে

পুরুষ পরীক্ষা -১৪১০ খ্রীষ্টাব্দ

কীর্তিপতাকা – ১৪১০ খ্রীষ্টাব্দ

লিখনাবলী – ১৪১৮ খ্রীষ্টাব্দ

শৈবসর্বস্বহার – ১৪৩০-৪০ খ্রীষ্টাব্দের মধ্যে

গঙ্গাবাক্যাবলী – ১৪৩০-৪০ খ্রীষ্টাব্দের মধ্যে

বিভাগসার – ১৪৪০-৬০ খ্রীষ্টাব্দের মধ্যে

দানবাক্যাবলী – ১৪৪০-৬০ খ্রীষ্টাব্দের মধ্যে

দুর্গাভক্তিতরঙ্গিনী – ১৪৪০-৬০ খ্রীষ্টাব্দের মধ্যে



13. মিথিলা থেকে নৈমিষারণ্য পর্যন্ত ভূভাগের বর্ণনা বিদ্যাপতি কোন গ্রন্থে আছে?

উঃ ভূপরিক্রমা গ্রন্থে।



14. অবহট্টঠ ভাষায় লেখা বিদ্যাপতির দুটি গ্রন্থের নাম লেখ?

উঃ কীর্তিলতা ও কীর্তিপতাকা।



15. বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন ভাষায় রচিত?

উঃ সংস্কৃত ভাষায়।



16. বিদ্যাপতির ‘লিখনাবলী’ কী জাতীয় রচনা?

উঃ পত্র রচনার রীতি সম্বলিত গ্রন্থ।



17. পাঁচশত বৎসরের পদাবলী গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ডঃ বিমানবিহারী মজুমদার।



18. উজ্জ্বলনীলমণি গ্রন্থটির রচয়িতা কে?

উঃ রূপ গোস্বামী।



19. বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে?

উঃ দীনেশচন্দ্র সেন।



20. শ্রীচৈতন্যের সমসাময়িক চারজন বৈষ্ণব পদকর্তার নাম লেখ ।

উঃ নরহরি সরকার, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ



21. গোবিন্দ ঘোষ গৌরাঙ্গবিষয়ক কটি পদ রচনা করেছেন?

উঃ ১৭ টি পদ।



22. ভক্তিরত্নাকর গ্রন্থটির রচয়িতা কে?

উঃ নরহরি চক্তবর্তী।



23. ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থটি কে কত খ্রীষ্টাব্দে রচনা করেন? গ্রন্থটিতে মোট কত শ্লোক আছে? গ্রন্থটি কটি বিভাগে বিভক্ত কী কী? প্রত্যেকটি বিভাগের নাম লেখো।

উঃ ১৫৪১ খ্রীষ্টাব্দে রূপ গোস্বামী রচনা করেন? গ্রন্থটিত ২১৪১টি শ্লোক আছে। চারটি ভাগে বিভক্ত যথা পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর।



24. বৈষ্ণব মতে মুখ্যরস ও গৌণরস কটি ও কী কী?

উঃ মুখ্যরস পাঁচটি- শান্ত,দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর।

গৌণরস সাতটি – হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক ও বীভৎস।



25. জ্ঞানদাস কত খ্রীষ্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৫৩০ খ্রীষ্টাব্দে কাটোয়ার কাছে কাঁদরা গ্রামে জন্মগ্রহণ করেন।



26. দানকেলি কৌমুদী নাটকের রচয়িতা কে?

উঃ শ্রীরূপ গোস্বামী।



27. অভিসার শব্দের অর্থ কী?

উঃ সংকেত স্থানে গমন।



28. পূর্বরাগ কাকে বলে?

উঃ শ্রীরূপ গোস্বামী তাঁর ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে সংজ্ঞা দিয়েছেন-

রতির্যা সংগমাৎ পূর্বং দর্শনশ্রবণাদিজা।

তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ স উচ্যতে।।

অর্থাৎ প্রকৃত মিলনের আগে নায়ক-নায়িকার পারস্পরিক দর্শন প্রভৃতি থেকে জাত মিলনেচ্ছায়ময় রতি উপযুক্ত সঞ্চারীভাব ও অনুভাবের দ্বারা পুষ্ট হয়ে প্রকাশ পেলে তাকে পূর্বরাগ বলা হয়।



29. পূর্বরাগ কয় প্রকার , কী কী?

উঃ দুই প্রকার। দর্শনজাত পূর্বরাগ ও শ্রবণজাত পূর্বরাগ।

দর্শনজাত পূর্বরাগ আবার তিন প্রকার – সাক্ষাৎ দর্শন, চিত্রপটে দর্শন, স্বপ্নে দর্শন।

শ্রবণজাত পূর্বরাগ আবার পাঁচ প্রকার – দূতীমুখে শ্রবণ, বন্দিমুখে শ্রবণ, সখীমুখে শ্রবণ, গুণীজনের মুখে শ্রবণ, ব্রাহ্মণের মুখে শ্রবণ।



30. পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে?

উঃ চণ্ডীদাস।


প্রশ্নটির উত্তর পিডিএফ আকারে পেতে এখানে ক্লিক করুন 


31. অনুরাগ কাকে বলে?

উঃ শ্রীরূপ গোস্বামী তাঁর ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে সংজ্ঞা দিয়েছেন-

সদানুভূতমপি যঃ কূর্যান্নবনং প্রিয়ম্‌।

রাগো ভবন্নবনমঃ সোহনুরাগ ইতীর্যতে।।

অর্থাৎ যে রাগ নিত্য নব নবায়মান হয়ে সর্বদা অনুভূত প্রিয়জনকেও নতুন নতুনভাবে অনুভব করিয়ে প্রতি মুহূর্তেই প্রেমকে নবীনতা দান করে, তাকেই অনুরাগ বলা হয়।



32. অনুরাগের কয়টি লক্ষণ? কী কী?

উঃ চারটি লক্ষণ। ১। পরস্পরবশীভাব ২। প্রেমবৈচিত্ত্য ৩। অপ্রাণীতেও জন্মলাভের উৎকট লালসা ৪। বিপ্রলম্ভেও (বিরহ অবস্থাতেও) বিস্ফূর্ত্তি (কৃষ্ণানুভব)।



33. অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কী?

উঃ জ্ঞানদাস।



34. পীতাম্বর দাসের ‘রসমঞ্জরী’ গ্রন্থে কয় প্রকার অভিসারের কথা বলা হয়েছে?কী কী?

উঃ আট প্রকার। জ্যোৎস্নী, তামসী, বর্ষা, দিবা, কুজ্ঝটিকা, তীর্থযাত্রা, উন্মত্তা ও সঞ্চরা



35. অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে?

উঃ গোবিন্দদাস।



36. ‘বহুদিন পরে বঁধুয়া এলে/ দেখা না হইতে পরাণ গেলে- পদটি কার রচনা? এটি কোন রসপর্যায়ের পদ?

উঃ চণ্ডীদাসের পদ। ভাবোল্লাস পর্যায়ের পদ।



37. ‘হাথক দরপণ মাথক ফুল/ নয়নক অঞ্জন মুখক তাম্বুল – পদটির অলংকার নির্ণয় কর?

উঃ রূপক অলংকার।



38. হংসদূত কাব্যটি রচয়িতা কে? কাব্যটি কোন ছন্দে লেখা? কাব্যটিতে কটি স্তবক আছে?

উঃ রচয়িতা শ্রীরূপ গোস্বামী। শিখরিনী ছন্দে কাব্যটি রচিত। কাব্যটিতে ১৪২ টি স্তবকে রচিত।



39. বিদগ্ধমাধব নাটকটি কটি অঙ্কে সমাপ্ত?

উঃ ৭টি অঙ্ক আছে । যথা- ১। বেনুনাদবিলাস ২। মন্মথলেখ ৩। শ্রীরাধাসঙ্গ ৪। বেণুহরণ ৫। শ্রীরাধা প্রসাদ ৬। শরদবিহার ৭। গৌরী-তীর্থ বিহার।



40. পরমানন্দ সেনের পিতার নাম কী?

উঃ শিবানন্দ সেন।



41. কে, কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্যলীলার ব্যাস বলে উল্লেখ করেছেন?

উঃ কৃষ্ণদাস কবিরাজ তাঁর ‘চৈতন্য চরিতামৃত’ গ্রন্থে।



42. বিপ্রলম্ভ প্রবাস কয় প্রকার কী কী?

উঃ দুই প্রকার। নিকট প্রবাস ও দূর প্রবাস।



43. সর্ববৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থের নাম কী? গ্রন্থটিতে কটি পদের সংকলন আছে? সংকলক কে?

উঃ পদামৃতসমুদ্র। পদের সংখ্যা ৭৪১ টি। সংকলক হলেন রাধামোহন ঠাকুর।



44. ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধটির রচয়িতা কে-

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়



45. ‘জয়দেব ভোগ; বিদ্যাপতি আকাঙ্ক্ষা ও স্মৃতি । জয়দেব সুখ; বিদ্যাপতি দুঃখ। জয়দেব বসন্ত; বিদ্যাপতি বর্ষা। জয়দেবের কবিতা উতফুল্লকমলজালশোভি বিহঙ্গমাকুল স্বচ্ছ বারিবিশিষ্ট সুন্দর সরোবর; বিদ্যাপতির কবিতা দুরগামিনী বেগবতী তরঙ্গসঙ্কুলা নদী। জয়দেবের কবিতা স্বর্ণহার; বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা। জয়দেবের গান মুরজবীণা সঙ্গিনী স্ত্রীকণ্ঠগীতি; বিদ্যাপতির গান সায়াহ্ন সমীরণের নিশ্বাস’-উক্তিটির বক্তা কে-

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়



46. চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি/ কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ।/ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রিদিনে/ গান শুনে পরম আনন্দে- পংক্তিগুলি কোথা থেকে গৃহীত-

উঃ চৈতন্যচরিতামৃত



47. কোন কাব্যে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলেছেন-

উঃ কীর্তিলতা



48. ‘অভিনব জয়দেব’ আখ্যায় কে পরিচিত হয়েছিলেন-

উঃ বিদ্যাপতি



49. ছোট বিদ্যাপতি কোন শতাব্দীর কবি

উঃ সপ্তদশ শতাব্দীর।



50. মথুরা-বৃন্দাবনের স্থানীয় মানুষের ভাষার নাম কী  ?

উঃ ব্রজভাখা



51. বিদ্যাপতিকে ‘কবি সার্বভৌম’ উপাধিতে ভূষিত করেছেন কে ?

উঃ শঙ্করীপ্রসাদ বসু



52. ‘ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য’ গ্রন্থটির রচয়িতা কে ?

উঃ বিমানবিহারী মজুমদার



53. গোবিন্দদাসের পিতার নাম কী ?

উঃ চিরঞ্জীব সেন



54. গোবিন্দদাসের মাতামহের নাম কী ?

উঃ দামোদর সেন



55. গোবিন্দদাস কোথায় জন্মগ্রহণ করেন ?

উঃ শ্রীখণ্ড



56. গোবিন্দদাস জাতিতে ছিলেন ?

উঃ বৈদ্য



57. গোবিন্দদাসকে কে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ বলে অভিহিত করেছেন?

উঃ বল্লভদাস।



58. ‘কীর্তিলতা’ গ্রন্থে বিদ্যাপতি নিজের নাম লিখেছেন-

উঃ বির্জ্জাবই



59. ‘প্রাচীন কাব্যসংগ্রহ’ গ্রন্থের সম্পাদক হলেন-

উঃ অক্ষয়চন্দ্র সরকার



60. গৌরাঙ্গবিষয়ক পদ প্রথম কে রচনা করেন?

উঃ অদ্বৈতাচার্য


   বৈষ্ণব পদাবলী থেকে যেসকল প্রশ্নাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আমরা এখানে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার জন্য পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একজন বাংলা বিভাগের শিক্ষক বা ছাত্র হলেও আপনার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের বর্ণনা করা বাংলা সাহিত্যের অন্য সকল প্রশ্ন গুলি নিচে দেয়া হল তা আপনি এখান থেকে দেখে নিতে পারেন।