শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিভিন্ন চরিত্র ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা - pdf
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। 1909 সালে বাঁকুড়া জেলার কাকিলা গ্রাম থেকে এই প্রতিটি আবিষ্কার হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মুদ্রিত আকারে প্রকাশিত হয়। গ্রন্থটি মোট তিনটি চরিত্র নিয়ে কাহিনী পরম্পরায় গড়ে উঠেছে যার কেন্দ্রবিন্দু হয়েছে রাধা ও কৃষ্ণের প্রেমলীলা।
Educostudy.in/শ্রীকৃষ্ণকীর্তন |
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে যে সকল প্রশ্ন গুলি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মত সেই সকল প্রশ্ন গুলি নিয়ে এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হলো যা উত্তরগুলি 6 থেকে 10 নম্বরের মত করে লেখা হলো প্রয়োজন অনুসারে প্রশ্ন-উত্তর ছোট বড় করে লেখা যেতে পারে। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে যে সকল প্রশ্ন গুলি আলোচনা করা হল সেগুলি হল -
- বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয়েও আঙ্গিকগত বৈশিষ্ট্যের পরিচয় দাও।
বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো।
- তেরো টি খন্ডের রচিত শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যে রাধা কৃষ্ণ কথার প্রথম লৌকিক আখ্যান কাব্য। জন্ম খন্ড দেবতাদের প্রার্থনায় বিশ্বকে ভারমুক্ত করতে রাধা কৃষ্ণের আবির্ভাব দিয়ে এই কাব্যের শুরু আর কংস বধের জন্য কৃষ্ণের মথুরা গমন, আক্ষেপ, যন্ত্রণা দিয়ে আখ্যানকাব্য টির সমাপ্তি ঘোষণা হয়েছে।
- গীতিনাট্য বিবৃতির মিশেলে রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষে রাধার হৃদয়ের আর্তিতে গীতিময়তা, "কে না বাঁশী বাএ বড়ায়ি" তে গীতি রসের উচ্চসিত প্রবাহ, আবার রাধাকৃষ্ণ বড়াই এর উক্তি প্রত্যুক্তি তে নাটকীয় চরিত্র লক্ষণ প্রকাশ পায়।
- আদি মধ্যযুগের সমাজ চিত্রের বিশ্বস্ত দলিল হল শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। বালিকা রাধার সংসার করার মধ্য বাল্যবিবাহের নজির আছে। বিভিন্ন পেশার মানুষের পরিচয় শ্রীকৃষ্ণকীর্তনে যেমন আছে তেমনি জনজীবনের অজস্র সংস্কারের নিদর্শন এই কাব্যে দেখা যায়।
- ধর্মাশ্রয়ী কাহিনী হলেও তুর্কি আক্রমণের প্রভাব যাতে অলৌকিকতার আভাস দেখা যায় শ্রীকৃষ্ণকীর্তনে। তাই বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কৃষ্ণ সমস্ত অলৌকিক আবরণ সরিয়ে ফেলে একান্তভাবে হয়ে ওঠে এক গোয়ালা যুবক। তাই অনায়াসে কৃষ্ণের মুখ দিয়ে বেরিয়েছে - "রাধা না পাআ মোর বেআকুল মনে।"
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রেম মূলক কাব্য যা আধুনিক যুগের কাব্য গুলিতে তার প্রভাব ফেলেছে। গ্রাম্য নর-নারীর প্রেম এ কাব্যের প্রাণ তাই কখনো কখনো স্থূল রসের পরিচয় দেখা গেলেও তা কাব্যকে অতিক্রম করেনি ।
- আদি মধ্যযুগের সৃষ্টি নব্য বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলো শ্রীকৃষ্ণকীর্তনে পাওয়া যায়। যেমন সর্বনামের কর্তী কারক এ রা বিভক্তি যোগ, আবার ভবিষ্যতের কর্তৃবাচ্যে ইব অন্তঃক্রিয়া ব্যবহার লক্ষ্য করা যায়।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল ও কাব্যটির বিষয়েও আঙ্গিকগত মূল বৈশিষ্ট্য লেখ।
- বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধা কৃষ্ণের লীলা কে অবলম্বন করে লেখা। এটি একটি আখ্যানকাব্য যার বিন্যাসে নাটকীয়তা আর গীতিময়তা লক্ষ্য করা যায়।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভাষা প্রথম যুগের বাংলা ভাষা হলেও চর্যাপদের ভাষার আরষ্টতা অনেকখানি কম লক্ষ্য করা যায়।
- ভাগবত পুরাণ এবং গীতগোবিন্দম্ কাব্যের ভাবানুবাদ বড়ু চন্ডীদাস তাঁর কাব্যে ব্যবহার করেছেন।
- আদি মধ্যযুগের সৃষ্টি হওয়া নব্য বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে আমরা লক্ষ্য করি।
- সংস্কৃত অলংকার শাস্ত্রের অনুসরণে বড়ু চন্ডীদাস তাঁর কাব্যে উৎপ্রেক্ষা উপমা রূপক অলংকার ব্যবহার করেছেন।।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি ছন্দ ব্যবহারেও যথেষ্ট প্রশংসার যোগ্য। কাব্য টি তে কবি বড়ু চন্ডীদাস সাত প্রকার পয়ার ও তিন প্রকার ত্রিপদি ছন্দের প্রয়োগ করেছেন।
- চর্যাপদ প্রশ্ন উত্তর - বাংলা সাজেশন - বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ
- বাংলা সাহিত্যে বিদ্যাপতি অন্তর্ভুক্তি কবি কৃতিত্ব ও ব্রজবুলি ভাষা।
- বাংলা সাহিত্যের অন্য সকল প্রশ্ন সমূহ।
- বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা / কাব্যের কাব্য বৈশিষ্ট্য / আঙ্গিকগত বৈশিষ্ট্যে
- কবি জ্ঞানদাসের কবি পরিচয়, কাব্য প্রতিভা নিয়ে আলোচনা !
- গৌরচন্দ্রিকা কি ? গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদাবলী
- বাংলা সাহিত্যে উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো ।
Hii
উত্তরমুছুনপূর্বরাগ কি পুরো রাত কয় প্রকার পূর্বরাগ বিষয়ে আলোচনা করো
উত্তরমুছুনRadher chorttro
উত্তরমুছুনWBCSC State Eligibility Test(SET) এর জন্য মধ্যযুগ আর আধুনিক যুগের গুরুত্বপূর্ণ শর্টপ্রশ্নের পিডিএফ দিলে ভালো হয়, ৬২৯৫২৬৩৩৫৬ এই what's app no এ প্লিজ সেন্ড করবেন।
উত্তরমুছুনযাহা খুঁজি তাহা পাই না যা পাই তাহা চাই না
উত্তরমুছুন