শিক্ষার হেরফের প্রবন্ধের প্রশ্ন উত্তর | রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের প্রবন্ধ | Educostudy
রবীন্দ্র রচিত বিভিন্ন প্রবন্ধের মধ্যে অন্যতম শিক্ষা সম্পর্কিত একটি প্রবন্ধ হল শিক্ষার হেরফের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এবং পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার যে পার্থক্য বিদ্যমান এই শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে যুক্তিসহকারে ব্যাখ্যা করেছেন।
ভারতীয়দের বাহুল্য শিক্ষা আর বাহুল্য বর্জিত শিক্ষা সাথে পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন এবং পার্থক্যীকরণ প্রক্রিয়া বেশ গুরুতরভাবে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার হেরফের প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো -
শিক্ষার হেরফের প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
- আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয় কেন ?
উত্তর - আমাদের অত্যাবশ্যক প্রয়োজন মেটানোর সমপরিমাণ কাজ করলেই স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়।
- বাংলায় সেরূপ গ্রন্থ নাই - এখানে কোন রূপ গ্রন্থের কথা বলা হয়েছে ?
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষার হেরফের প্রবন্ধে সেইরূপ বাংলা গ্রন্থ নাই বলতে বাংলা শখের বই কে বুঝিয়েছেন।
- বিধির বিপাকে বাঙালি ছেলেদের ভাগে কোন কোন বই জোটে ?
উত্তর - বিধির বিপাকে বাঙালির ছেলেদের ভাগ্যে ব্যাকরণ অভিধান আর ভূগোল বিবরণ বই জোটে।
- আমরা কিভাবে আমাদের মানসিক দৈন ঢাকার চেষ্টা করি ?
উত্তর - আমরা বাঙালিরা সবসময় অটুক্তি ও আরম্বরের আশ্ফালনের দ্বারা মানসিক দৈন ঢাকার চেষ্টা করি।
TAG :: শিক্ষার হেরফের প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের প্রবন্ধ, শিক্ষার সার্কাস কবিতার সাজেশন প্রশ্ন উত্তর, শিক্ষার হেরফের, শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষার মিলন প্রবন্ধ, পেডাগগি প্রশ্ন ও উত্তর, মেঘের গায়ে জেলখানা বড়ো প্রশ্ন ও উত্তর, রবীন্দ্রনাথের প্রবন্ধ, শিক্ষার মিলন, প্রবন্ধ, প্রবন্ধ সাহিত্য, শিক্ষার সার্কাস, প্রবন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্য প্রশ্ন, শিক্ষা বনাম ভাষা, বাংলা ব্যাকরণ থেকে বিগত সালের প্রশ্ন, বি সি এস প্রশ্ন ও সমাধান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন