অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question and Answer | The Unhappy One | Madhyamik Bengali Suggestion

 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর   (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Bengali Asukhi Ekjon Question and Answer

   ‘অসুখী একজন' কবিতায় 'যুদ্ধ' এর কথা আছে। কিন্তু পাবলো নেরুদার ব্যক্তিগত জীবন ও আদর্শকে মনে রাখলে এ ভাবনা সংগত যে 'যুদ্ধ' এখানে নিছক দুটি রাজশক্তির লড়াই নয়। সমাজ পরিবর্তনে আস্থাশীল কবি বিপ্লবের আদর্শে বিশ্বাস করতেন। তাই তাঁর কবিতায় ‘যুদ্ধ' আর 'বিপ্লব' সমার্থক। কবিও 'বিপ্লবী' এবং 'যোদ্ধা'। এভাবেই কবিতার আলোচনা করা হয়েছে।

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question and Answer | The Unhappy One | Madhyamik Bengali Suggestion


   উপরে অসুখী একজন কবিতার মূল বক্তব্য সামান্য একটু আলোচনা করা হলো। এখন নিচে অসুখী একজন কবিতার বিভিন্ন বড় প্রশ্নাবলী অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে, যথাযথ উত্তর সহ।

অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

   চিলিয়ান কবি পাবলো নেরুদার বিখ্যাত এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা The Unhappy One, এই কবিতাটি নবারুণ ভট্টাচার্য বাংলা ভাষায় তরজমা করেন এবং নাম দিয়েছেন অসুখী একজন পাঠ্যাংশ এই কবিতাটি গৃহীত হয়েছে নবারুণ ভট্টাচার্যের অনূদিত কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের দাগ থেকে। দশম শ্রেণির পাঠ্যাংশ ে এই কবিতা থেকে যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলি এখানে আলোচনা করা হলো এছাড়া পরপর তিন মার্ক এবং পাঁচ মার্কের বড় কোশ্চেনগুলি সম্পর্কে অনিল আলোচনা করা হয়েছে।


অসুখী একজন কবিতার মূল রচয়িতা কে ?

  অসুখী একজন কবিতার মূল রচয়িতা পাবলু নেরুদা।


অসুখী একজন কবিতাটি কোন কবিতার তরজমা ?

   The Unhappy One


অসুখী একজন কবিতা টি কে বাংলায় তরজমা করেন ?

   নবারুণ ভট্টাচার্য।


অসুখী একজন কবিতা টি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

   নবারুণ ভট্টাচার্যের "বিদেশী ফুলে রক্তের ছিটে" কাব্যগ্রন্থ থেকে।


পাবলো নেরুদার প্রকৃত নাম কি ?

   নেফতালি রিকার্ডো রেয়েস বাসোআলতো।


নেরুদা কতো সালে কোথায় জন্ম গ্রহণ করেন ?

   1904 সালে চিলি তে।


The Unhappy One " কবিতা টি কোন কাব্য গ্রন্থ থেকে গৃহীত ?

   Extravagaria 


কবি পাবলো নেরুদা কতো খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?

   1971 খ্রিস্টাব্দে।


কবিতায় অসুখী একজন - কে ?

   অসুখী একজন কবিতায় অসুখী হলেন - কবির প্রিয়তমা।


বৃষ্টি তে কি ধুয়ে দিয়েছিল ?

   পায়ের দাগ।


সে জানতো না" - সে কি জানতো না ?

    সে জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না।


কোথায় ঘাস জন্মে ছিলো?

   রাস্তায়।


একের পর এক বছর গুলো কোথায় নেমে এসেছিল ?

   কবির প্রিয়তমার মাথার উপর।


অপেক্ষায় দাড় করিয়ে রেখে দরজায়" -  কে কাকে দাড় করিয়ে রেখেছেন ?

   কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমা কে অপেক্ষায় দাড় করিয়ে রেখেছিলেন।


Extravagaria কাব্য টি কতো সালে প্রকাশিত হয়েছিলো ?

    এই কাবাইগ্রন্থের কবিতা গুলি 1957 - 1958 সালের সময় পর্বে রচিত।


তার পর যুদ্ধ এলো" - কিভাবে যুদ্ধ এলো ?

   রক্তের আগ্নেয় পাহাড়ের মতো।


ধরে গেলো আগুন"- কোথায় ?

   সমস্ত সমতলে 


মৃত্যু হলো না"-  কার মৃত্যু হলো না ?

    অপেক্ষায় রত মেয়েটির।


যুদ্ধ কিভাবে এলো ?

   রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ।


 যেখানে শহর ছিলো সেখানে কি ছড়িয়ে রইলো ?

   কাঠ কয়লা।


অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল?

   শিশু আর্ বাড়ির লোকেরা।


শিশুরা আর বাড়ির কিভাবে খুন হলো ?

   ভয়াবহ আগ্নেয় যুদ্ধে ।


সমস্ত সমতলে ধরে গেলো আগুন "-  কিভাবে আগুন ধরে গেলো ?

   ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিলো।


কবিতা অনুসারে দেবতাদের রূপ কেমন ?

   শান্ত এবং হলুদ।


কত বছর ধরে দেবতারা ধ্যানে ডুবে ছিল ?

   হাজার বছর ধরে।


উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে"- কি উল্টে পড়লো ?

    শান্ত হলুদ দেবতা রা যুদ্ধের আঘাতে ...


সেই মিষ্টি বাড়ি"-  কবি বারিকে মিষ্টি বলেছেন কেনো ?

   প্রিয় স্মৃতি গুলো একান্ত আপন টা সব সময় অন্য স্বাদের সেই কারণে কবি তার বাড়িতে মিষ্টি বলেছেন 


তারা আর স্বপ্ন দেখাতে পারলে না।"- কারা আর কোন স্বপ্ন দেখাতে পারলে না ?

   বীভৎস যুদ্ধে মন্দির থেকে ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর্ স্বপ্ন দেখাতে পারলে না।


সব চুর্ন হয়ে গেলো - কি চূর্ন হয়ে গিয়েছিল ?

   প্রচণ্ড যুদ্ধে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপী গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চুরন হয়ে গিয়েছিলো।

[ অসুখী একজন (কবিতা) প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন 2024 – Madhyamik Bengali Suggestion 2024. আশা করি এগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। আমরা চেষ্টা করেছি সেরাটুকু তোমাদের সামনে উপস্থাপন করার । তা সত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কিছু ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাও। আরো আপডেটের জন্য আমাদের সাইটের সাথে থাকুন। ]


যেখানে শহর ছিল সেখানে কি পড়েছিল ?

   যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে ছিল কাঠ কয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর্ রজতের কালো দাগ।


আর সেই মেয়েটি আমার অপেক্ষায়" -  অপেক্ষার ভাব টি বর্ণনা করো।

   কবিতায় মৃত্য উপত্যকায় কবির প্রিয়তম ধ্বংস আর্ অবিশ্বাসের মাঝে অপেক্ষায় দাড়িয়ে আছে। 


"আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।"সেই মেয়েটি আজও অপেক্ষায় কেন ? 

 সেই মেয়েটি আজও অপেক্ষায় কারণ সে জানতোই না যে কথক আর কখনো ফিরে যাবে না তার কাছে। 


 'শান্ত হলুদ দেবতারা' হাজার হাজার বছর ধরে কি করছিল ? 

 শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিল। 


"সেই মেয়েটির মৃত্যু হলো না।" সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে ? 

 সেই মেয়েটি বলতে কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে বোঝানো হয়েছে। 


 যুদ্ধকে 'রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো' মনে করার কারণ কি ? 

 যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের মত মনে করার কারণ হলো আগ্নেয় পাহাড়ের মতই যুদ্ধ ভয়ংকর ও রক্তক্ষয়ী হয়।


 কখন শিশু আর বাড়িরা খুন হলো ? 

 যখন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত যুদ্ধ এল তখন শিশু আর বাড়িরা খুন হলো।


 "বছরগুলো নেমে এলো তার মাথার ওপর।" বছরগুলোর নেমে আসাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ?

 বছরগুলোর নেমে আসাকে পরপর নেমে আসা পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে।


"সে জানতো না" সে কি জানতো না? 

সে জানতো না যে কবিতার কথক আর কখনোই ফিরে আসবেনা।


অসুখী একজন কবিতাটি কবি পাবলো নিরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? 

 অসুখী একজন কবিতাটি কবি পাবলো নিরুদার Extravagaria কাব্যগ্রন্থের অন্তর্গত।


 কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ?

কবি পাবলো নেরুদা ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 


পাবলো নেরুদার আসল নাম কি ?

পাবলো নেরুদার আসল নাম হলো নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।


কবি পাবলো নেরুদা কোথায় জন্মগ্রহণ করেন ? 

 কবি পাবলো নেরুদা চিলিতে জন্মগ্রহণ করেন। 


'অসুখী একজন ' কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি কে ?

'অসুখী একজন ' কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি হলেন পাবলো নেরুদা।


'অসুখী একজন ' কবিতাটির ইংরেজি তরজমার নাম কি ?

 'অসুখী একজন ' কবিতাটির ইংরেজি তরজমার নাম হলো The Unhappy One 


'অসুখী একজন ' শীর্ষক অনুবাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

 অসুখী একজন ' শীর্ষক অনুবাদ কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


"সে জানত না "অসুখী একজন কবিতায় সে বলতে কাকে বোঝানো হয়েছে ?

 সে বলতে একজন সাধারণ নারীকে বোঝানো হয়েছে ।

 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর   (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

অসুখী একজন কবিতার 3 নং প্রশ্ন উত্তর

   বাবলু নেরুদা রচিত দ্যা আনহ্যাপি ওয়ান যার তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য অশু কি একজন নাম দিয়ে এই কবিতার থেকে যে সকল ৩ মার্কের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলি সম্পর্কে আলোচনা এবং তার উত্তর যথাযথভাবে নিচে দেওয়া হল তোমরা অবশ্যই উত্তরগুলি মন দিয়ে পড়বে এবং এই ধরনের প্রশ্ন গুলি আরো ভালোভাবে উত্তর লেখা প্র্যাকটিস করো ভালো নাম্বার পাওয়ার জন্য।


“সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”—কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?

‘অসুখী একজন' কবিতার উল্লেখিত অংশে, যে বাড়িতে কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন, তাঁর প্রিয় গোলাপি গাছ—যার পাতা করতলের মতো ছড়ানো, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি চূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

  যুদ্ধের কারণে মৃত্যু এবং ধ্বংস সর্বগ্রাসী হয়ে ওঠে। তা থেকে কবির ফেলে আসা স্মৃতিগুলো নিজেদের রক্ষা করতে পারে না। কবির একান্ত নিজস্ব এবং স্মৃতির বাহক যা কিছু সবই তাই চূর্ণ হয়ে যায়, জ্বলে যায় আগুনে। অর্থাৎ যুদ্ধ সেই সর্বনাশা কারণ যা মানুষকে স্মৃতিশূন্য করে দেয়।


“সেই মেয়েটির মৃত্যু হলো না।”—কোন্ মেয়েটির ? এই 'মৃত্যু' না হওয়ার তাৎপর্য কী ?

   কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তাঁর জন্য দরজায় অপেক্ষা করেছিল এখানে তার কথা বলা হয়েছে।

   বিপ্লবের আদর্শে উদ্‌বুদ্ধ মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার, প্রিয়জন সবকিছুকেই পিছনে ফেলে যায়। কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারে না তার প্রিয়তমা মেয়েটি। প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে। যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না। চিরজীবী ভালোবাসার প্রতীক রূপেই মেয়েটি বেঁচে থাকে।


“সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”— কোন্ক বিতার অংশ? কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও।

   উদ্ধৃতিটি পাবলো নেরুদার লেখা ‘অসুখী একজন’ কবিতার অংশ।

   বিপ্লবের পথ আসলে যুদ্ধের পথ। এ হল সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ। তাই শোষক শক্তিও পালটা আঘাত করে। প্রবল লড়াইয়ে ভেঙে পড়ে কথকের সেই সুন্দর বাড়িটি। কবির সেই বাড়ির বারান্দা, যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমাতেন, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবকিছুই যুদ্ধের তাণ্ডবে ভেঙে পড়ে, চূর্ণ হয়ে যায়।


সমস্ত সমতলে ধরে গেল আগুন। ” — কী কারণে সমতলে আগুন ধরে গেল ? আগুন ধরে যাওয়ার ফলে কী হয়েছিল ?

   আগ্নেয়পাহাড়ের মতো যুদ্ধ আসার ফলে সমতলে আগুন ধরে গেল ।

   যুদ্ধের আগুন ধ্বংস ডেকে আনল। তার তীব্রতায় ভেঙে পড়ল মন্দির। টুকরো টুকরো হয়ে গেল শান্ত হলুদ দেবতাদের পাথরের মূর্তি। পুড়ে গেল স্বপ্নের ঘরবাড়ি, সাধের বাগান, গোলাপি গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। বলা যায়, সব কিছুই চুরমার হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর ভাঙা পাথরের মূর্তির মাথা।

 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর   (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

রক্তের একটা কালো দাগ।”—কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল ? বিষয়টি কোন্ তাৎপর্য বহন করে ?

   যুদ্ধের কারণে ধ্বংস হওয়া শহরে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল।

   যে-কোনো যুদ্ধই আসলে ধ্বংসকে বয়ে আনে। যেখানে একদিন শহর ছিল, সেখানে ধ্বংসস্তূপের চিহ্ন হয়ে পড়ে থাকে শুধু কাঠকয়লা । দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা ইত্যাদি যেন ধ্বংসের চিহ্ন হয়ে থাকে। আর রক্তের কালো দাগ হত্যা, হিংসা, রক্তাক্ততার কাহিনিকেই স্পষ্ট করে তোলে। অত্যাচারী শাসকশক্তি নিজের ক্ষমতা রক্ষার তাগিদে এই রক্তপাত ঘটায়।


“সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা”–কোন্ মিষ্টি বাড়ি ও বারান্দার কথা কবি উল্লেখ করেছেন? তার পরিণতি কী হয়েছিল ?

   কবি তাঁর যে বাড়ি ছেড়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেই বাড়ি ও তার বারান্দার কথা এখানে উল্লেখ করেছেন।

   যুদ্ধের প্রচণ্ডতায় সমস্ত সমতলে আগুন ধরে যায়; সে আগুনে ধ্বংস হয় কবির 'মিষ্টি' বাড়িটি। ধ্বংস হয়ে যায় সেই বাড়ির বারান্দা আর ঝুলন্ত বিছানা, যেখানে কবি ঘুমিয়েছিলেন। বাড়িতে থাকা গোলাপি গাছ কিংবা চিমনি অথবা প্রাচীন জলতরঙ্গ—সবই চূর্ণ হয়ে যায়, পুড়ে যায় যুদ্ধের আগুনে।


“তারা আর স্বপ্ন দেখতে পারল না।”— 'তারা' বলতে কাদের কথা বলা হয়েছে? তারা স্বপ্ন দেখতে পারল না কেন ?

   প্রশ্নোদ্ধৃত অংশে ‘তারা’ বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে।

   যুদ্ধ 'হল রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো, যাতে শিশুমৃত্যু ঘটে, মানুষ নিরাশ্রয় হয়। সমতলে আগুন ধরে যায়। এই অবস্থায় যে দেবতারা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন ছিল তারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। তাদের স্বপ্ন দেখা প্রকৃতপক্ষে বিশ্ববিধানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এ আসলে ঈশ্বরের ভেঙে পড়া নয়, এ হল ঐশ্বরিকতার বা মানুষের ঈশ্বরবিশ্বাসের ভেঙে পড়া।


যেখানে ছিল শহর” শহরের কী পরিণতি হয়েছিল এবং কেন ?

   পাবলো নেরুদা ‘অসুখ একজন কবিতার শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

   শান্ত স্নিগ্ধ পরিবেশে যুদ্ধ অস্থিরতা আর ধ্বংসকে বহন করে আনে। ঠিক তেমনই এক যুদ্ধে একটা শহর পুড়ে ছারখার হয়ে গেল। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। এভাবেই যুদ্ধের তাণ্ডবে আস্ত একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর   (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

অসুখী একজন কবিতার বড় প্রশ্নের উত্তর

    ‘অসুখী একজন' কবিতায় 'যুদ্ধ' এর কথা আছে। কিন্তু পাবলো নেরুদার ব্যক্তিগত জীবন ও আদর্শকে মনে রাখলে এ ভাবনা সংগত যে 'যুদ্ধ' এখানে নিছক দুটি রাজশক্তির লড়াই নয়। সমাজ পরিবর্তনে আস্থাশীল কবি বিপ্লবের আদর্শে বিশ্বাস করতেন। তাই তাঁর কবিতায় ‘যুদ্ধ' আর 'বিপ্লব' সমার্থক। কবিও 'বিপ্লবী' এবং 'যোদ্ধা'। এভাবেই কবিতার আলোচনা করা হয়েছে।

   উপরে অসুখী একজন কবিতার মূল বক্তব্য সামান্য একটু আলোচনা করা হলো। এখন নিচে অসুখী একজন কবিতার বিভিন্ন বড় প্রশ্নাবলী অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে, যথাযথ উত্তর সহ।


অসুখী একজন' কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো।

   পাবলো নেরুদার ‘অসুখী একজন' কবিতাটির মূল বিষয় হয়ে উঠেছে যুদ্ধের পটভূমিকায় শাশ্বত ভালোবাসার কথা। একজন বিপ্লবীর যথার্থ জায়গা যুদ্ধক্ষেত্র। কিন্তু যে প্রিয়জনকে ছেড়ে তিনি মুক্তিসন্ধানে যান তার পক্ষে বিচ্ছেদকে মেনে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই চলতে থাকে অনন্ত প্রতীক্ষার দিন গোনা। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, চলে যায় বছরের পর বছর। বৃষ্টি ধুয়ে দেয় বিপ্লবীর পায়ের ছাপ। কিন্তু অপেক্ষা নিয়ে বেঁচে থাকে তাঁর প্রিয়তমা নারীটি।

  যুদ্ধের প্রস্তুতি শেষ করে যখন যথার্থই যুদ্ধ শুরু হয়, তখন ধ্বংসের তাণ্ডবে ছিন্নভিন্ন হয়ে যায় পৃথিবী। যুদ্ধের তাণ্ডবে হত্যা, রক্তাক্ততা আর আশ্রয়হীনতা তৈরি হয়। পৃথিবীজুড়ে যেন আগুন ধরে যায়।মন্দিরের প্রতিমা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ধ্বংস হয়ে যায় বিপ্লবীর ফেলে আসা শৈশব-কৈশোরের স্মৃতিও। 

   চেনা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। যেখানে আগে ছিল শহর, সেখানে ছড়িয়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা আর ‘মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা'। রক্তের কালো দাগ স্পষ্ট করে দেয় ধ্বংসলীলার তীব্রতাকে। তবুও কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যেও জেগে থাকে ভালোবাসা। বিপ্লবীর জন্য অনন্ত অপেক্ষায় থাকে তাঁর প্রিয়তমা। কারণ ভালোবাসার মৃত্যু নেই।


“একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।”—কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? বিষয়টি উল্লেখের কারণ আলোচনা করো।

   পাবলো নেরুদা-র ‘অসুখী একজন' কবিতায় কবি তাঁর প্রিয়তমা মানুষটিকে ছেড়ে চলে গিয়েছিলেন বিপ্লবের পথে অথবা স্বদেশের মুক্তি সংগ্রামে। পরিচিত সংসারজীবন থেকে এই চলে যাওয়া বহুদূরে। কিন্তু প্রিয়তমা মানুষটি জানত না যে, বিপ্লব বা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষা চলতেই থাকে। সে অপেক্ষা ক্রমশ সীমাহীন হয়ে যায়। সপ্তাহ আর বছরের কেটে যাওয়া সেদিকেই ইঙ্গিত করে।

   কবি চলে যান যুদ্ধক্ষেত্রে। অপেক্ষায় জেগে থাকেন তাঁর প্রিয়তমা নারীটি।  কিন্তু সময় থেমে থাকে না। রাস্তায় চলে যায় কুকুর, হেঁটে যায় গির্জার নান। অর্থাৎ জীবন তার বিচিত্র আয়োজন নিয়ে এগিয়ে চলে স্বাভাবিক ছন্দে। এেরই মধ্যে বৃষ্টি এসে ধুয়ে দেয় কবির পায়ের চিহ্ন।

   স্মৃতি ক্রমশ বিবর্ণ হতে থাকে। রাস্তায় ঘাস জন্মায়। কবির পায়ের দাগ চিরকালের জন্য হারিয়ে যায়। ভালোবাসার অপেক্ষা: ভালোবাসার মানুষের অপেক্ষা চলতেই থাকে। একটার পরে একটা বছর যেন পাথরের মতো মেয়েটির মাথার ওপরে নেমে আসতে থাকে। কিন্তু প্রতীক্ষার অবসান ঘটে না। অপেক্ষার সেই অসীম বিস্তারই যেন উল্লিখিত মন্তব্যে প্রকাশ পেয়েছে।

 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর   (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

আমি তাকে ছেড়ে দিলাম”- কে কাকে ছেড়ে দিয়েছিলেন? কীভাবে তাকে রেখে যাওয়া হয়েছিল ? এই ছেড়ে যাওয়ার বিশেষত্ব কী ছিল ?

  •    পাবলো নেরুদার 'অসুখী একজন’ কবিতায় কবি তাঁর প্রিয়তমা মানুষটিকে ছেড়ে চলে গিয়েছিলেন।
  • কবি তাঁর প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে পাড়ি দিয়েছিলেন বহুদূরে।

     বিপ্লব কিংবা স্বদেশের মুক্তি সংগ্রামের লক্ষ্যেই কবির এই চলে যাওয়া। এই চলে যাওয়ার পরে বহু সময় অতিবাহিত হয়, কবির স্মৃতিও ঝাপসা হতে হতে হারিয়ে যায় ৷ অবশেষে 'রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো' যুদ্ধ আসে। শিশুমৃত্যুর ঘটনা ঘটে। ধ্বংসলীলা চলে। সমস্ত সমতলভূমিতে আগুন ধরে যায়। যে দেবতারা হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিল, তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।

    কবির স্মৃতি বিজড়িত বাড়ি, বারান্দা, গোলাপি গাছ। প্রাচীন জলতরঙ্গ-সহ সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, জ্বলে যায় আগুনে।  ধ্বংসের চিহ্ন হিসেবে পড়ে থাকল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা ইত্যাদি।  কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেও সেই মেয়েটি জেগে থাকল কবির অপেক্ষায়।

   মেয়েটি জানত না, যুদ্ধ কতটা সর্বনাশা। তাই সে ভাবতেও পারেনি, যুদ্ধক্ষেত্র থেকে কবি আর কোনোদিনই ফিরে আসবেন না। সে অপেক্ষায় থাকল। অন্যদিকে বৃহত্তর জীবনক্ষেত্র ছেড়ে কবিরও আর ফেরা হল না প্রিয়তমা মেয়েটির কাছে।


“আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।”—এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো।

 অথবা,

 “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।”— অপেক্ষমান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীর ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো।

   পাবলো নেরুদার 'অসুখী একজন' কবিতায় কবি যুদ্ধের প্রেক্ষাপটে ভালোবাসার বিস্তারের কথা বলেছেন। মুক্তির আহ্বানে সাড়া দিয়ে একজন বিপ্লবীকে তার সংসার, পরিজনকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়।

   কবির একান্ত প্রিয় মানুষ এই বিচ্ছেদ মেনে নিতে পারে না। চলে তার অপেক্ষা। সপ্তাহ শেষ হয়ে বছর চলে যায়, প্রতীক্ষার অবসান হয় না। যুদ্ধ শুরু হয়। সাজানো শহর ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়। মানুষ নিরাশ্রয় হয়, শিশুহত্যার মতো নারকীয় ঘটনা ঘটে। ভেঙে পড়ে মন্দিরের প্রতিমা। 

    যে বিপ্লবী যুদ্ধক্ষেত্রে গিয়েছিল তার স্মৃতিচিহ্নগুলিও ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায় কথকের সুন্দর বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা ইত্যাদি। শহর হয়ে ওঠে কাঠকয়লা, দোমড়ানো লোহা আর পাথরের মূর্তির এক ধ্বংসস্তূপ। রক্তের কালো দাগ নিশ্চিত করে দেয় ধ্বংসের উন্মত্ত চেহারাকে। অন্তহীন অপেক্ষা, কিন্তু পাথরের উপরে ফুলের মতোই ধ্বংসস্তূপের উপরে জেগে থাকে ভালোবাসা।

   কবির প্রিয়তমা মেয়েটির অপেক্ষার শেষ হয় না। তবুও কেন-না যুদ্ধ সম্পত্তি বিনষ্ট করতে পারে, জীবনহানি ঘটাতে পারে, কিন্তু ভালোবাসার অবসান ঘটাতে পারে না।


“তারপর যুদ্ধ এল”— তারপর' কথাটির দ্বারা কবি কোন্ সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন্ প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন ?

   পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন। কবির প্রিয়তমা অপেক্ষা করেছিলেন যে, একদিন কবি ফিরে আসবেন। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না।

   বৃষ্টির জলে একসময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ। রাস্তা ঢেকে যায় ঘাসে। বছরের পর বছর এভাবে কেটে যাওয়ার পরে একসময় যুদ্ধ শুরু হয়। তারপর’ কথাটির দ্বারা এই যুদ্ধ শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে।

  যখন যুদ্ধ শুরু হয় সে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো। শিশুরাও সে হত্যালীলা থেকে রেহাই পায় না, মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল হাজার বছর ধরে, তারা উলটে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। 

  অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে একইসঙ্গে। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতিই যুদ্ধের তাণ্ডবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উঁকি দেয়। আর রক্তের কালো দাগ হল সেই হত্যালীলা ও ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে।


“অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়/আমি চলে গেলাম দূর... দূরে।”—বক্তা চলে যাওয়ার পরে কী কী ঘটেছিল ?

   পাবলো নেরুদার 'অসুখী একজন' কবিতায় কবি তাঁর প্রিয়তমাকে দরজায় অপেক্ষারত রেখে নিজের পথে এগিয়ে যান। সে পথ বিপ্লবের বা মুক্তিসংগ্রামের। মেয়েটি কিন্তু জানত না যে কর্তব্যের সুকঠিন পথ পেরিয়ে কবির পক্ষে আর ফিরে আসা সম্ভব ছিল না। তার অপেক্ষার সময় এগিয়ে চলে। 

  বৃষ্টিতে ধুয়ে যায় চলে যাওয়া মানুষটির পায়ের দাগ, রাস্তায় ঘাস জন্মায়। তারপর যুদ্ধ আসে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। শিশুহত্যা ঘটে, মানুষের বাড়িঘর ধ্বংস হয়। যুদ্ধের তাণ্ডবে দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ধুলোয় ছড়িয়ে পড়ে। ধ্বংসের এই উন্মত্ততায় বিপ্লবীর স্মৃতির স্মারকগুলোও চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

   তাঁর সুন্দর বাড়ি, তার বারান্দা, প্রিয় গোলাপি গাছ, ‘ছড়ানো করতলের মতো পাতা চিমনি', প্রাচীন জলতরঙ্গ—সবকিছুই চূর্ণ হয়ে যায়, জ্বলে যায় আগুনে। শহর জুড়ে ছড়িয়ে থাকে কিছু কাঠকয়লা। রক্তের কালো দাগের সঙ্গে দোমড়ানো লোহা আর পাথরের মূর্তির বীভৎস মাথা যেন পড়ে থাকে ধ্বংসস্তূপের স্মৃতিচিহ্ন হয়ে। তবুও এই ধ্বংস আর রক্তাক্ততার মধ্যে বিপ্লবীর প্রিয়তমা মেয়েটির অপেক্ষা একইরকমভাবে জেগে থাকে।

 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর   (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

“সেই মেয়েটির মৃত্যু হলো না।”— কোন্ মেয়েটির ? কীসে তার মৃত্যু হল না? কীভাবে তা সম্ভব হল ?

  পাবলো নেরুদার লেখা 'অসুখী একজন' কবিতায় যে মেয়েটিকে কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময়ে দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন, সেই মেয়েটির কথা বলা হয়েছে।তার যুদ্ধেও মৃত্যু হল না।

  কবি যখন যুদ্ধক্ষেত্রে যান তখন থেকেই কবির প্রিয়তমা মেয়েটির অপেক্ষার শুরু। সে জানত না যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। ফলে তার অপেক্ষা চলতেই থাকে। সপ্তাহ আর বছর কেটে যায়। বছরগুলো পাথরের মতো তার মাথার উপরে নেমে আসে। এরপরে যুদ্ধ আসে।

  রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো' সেই যুদ্ধে মানুষের বাসভূমি আগুনে জ্বলে যায়। দেবতারা চূর্ণ হয়ে মন্দির থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতিই আগুনে জ্বলে যায়।

   শহরের স্মৃতিচিহ্ন হয়ে পড়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা। তার মধ্যেও যখন মেয়েটির অপেক্ষায় জেগে থাকার কথা বলা হয় তা আসলে প্রতীকী। কবি বোঝাতে চান যে ধ্বংসস্তূপের মধ্যে জেগে থাকে ভালোবাসা। যুদ্ধ কোনোদিন জীবনকে পরাজিত করতে পারে না। এভাবেই মেয়েটি বেঁচে থাকে অনন্ত অপেক্ষার মধ্যে দিয়ে।

“যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”—‘অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো।

   যুদ্ধ মানেই ধ্বংস আর রক্তাক্ততা। পাবলো নেরুদার ‘অসুখী একজন' কবিতাতেও শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকেই তুলে ধরে। যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল। আর তার আগ্রাসনে পুড়ে গেল সবকিছু। শিশুমৃত্যু ঘটল, মানুষের বাসস্থান ধ্বংস হল, ছারখার হয়ে গেল সাজানো পৃথিবী।

  মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলুদ দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ যুদ্ধের আগুনে যেন পুড়ে গেল মানুষের ঈশ্বরবিশ্বাসও। অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে অধিষ্ঠিত হয়েছিল। 

  যুদ্ধের আগুনে পুড়ে গেল কবির ফেলে আসা সাধের বাড়িঘর, বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। স্মৃতিচিহ্ন; যেখানে শহর ছিল সেখানে পড়ে থাকল শহরের স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কাঠকয়লা আর দোমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকল পাথরের মূর্তির বীভৎস মাথা। সাক্ষী হয়ে থাকা: জমাট রক্তের কালো দাগ হত্যালীলা এবং ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থেকে গেল।

--------------------##########################******************_________________--

    Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী ।


অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question and Answer | The Unhappy One 

 Madhyamik Bengali Suggestion / Madhyamik Bengali Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion  / Bengali Class 10 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Madhyamik Bengali Suggestion  FREE PDF Download) madhyamik ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Madhyamik Bengali Suggestion / West Bengal Ten X Question and Answer,


অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question and Answer | The Unhappy One 

     Madhyamik Bengali Suggestion  | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী

 Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion  / Madhyamik Bengali Question and Answer  / Class 10 Bengali Suggestion  / Class 10 Pariksha Suggestion  / Madhyamik Bengali Exam Guide  / Madhyamik Bengali Suggestion 2022, 2023, 2024, 


অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির বাংলা অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা Madhyamik Bengali Question and Answer Suggestion 


    মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি বাংলা | Madhyamik Class 10 Bengali দশম শ্রেণি বাংলা (Madhyamik Bengali) – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – প্রশ্ন ও উত্তর | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | Madhyamik  Bengali Suggestion  দশম শ্রেণি বাংলা  – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা প্রশ্ন উত্তর। মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  | দশম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর  –


 অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Question and Answer Question and Answer, Suggestion মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | 


   পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা সহায়ক – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Question and Answer, Suggestion | Madhyamik Bengali Question and Answer Suggestion  | Madhyamik Bengali Question and Answer Notes  |

অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

 West Bengal Madhyamik Class 10th Bengali Question and Answer Suggestion. মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর   – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা ।


 Madhyamik Bengali Suggestion. WBBSE Class 10th Bengali Suggestion  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর   – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা WBBSE Madhyamik Bengali Suggestion মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর 

 – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  । অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | Madhyamik Bengali Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Question and Answer Suggestions  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর Madhyamik Bengali Question and Answer  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর –

 অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  Madhyamik Bengali Question and Answer মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর

 – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । WB Class 10 Bengali Suggestion  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর   – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর Madhyamik Bengali Question and Answer Suggestion মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Question and Answer Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10  Bengali Suggestion  Download WBBSE Class 10th Bengali short question suggestion . 

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question and Answer | The Unhappy One 

Madhyamik Bengali Suggestion   download Class 10th Question Paper  Bengali. WB Class 10  Bengali suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। Get the Madhyamik Bengali Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com Madhyamik Bengali Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10  Bengali Suggestion with 100% Common in the Examination . Class Ten X Bengali Suggestion | 

 Madhyamik Bengali Suggestion. WBBSE Class 10th Bengali Suggestion  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর   – অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা WBBSE Madhyamik Bengali Suggestion মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর 

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Madhyamik Bengali Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Ten X Bengali Suggestion  is provided here. Madhyamik Bengali Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question and Answer | The Unhappy One 

অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Question and Answer অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Question and Answer  ” পােস্টটি পড়ার জন্য। Educostudy ওয়েবসাইটের পাশে থাকো ধন্যবাদ।অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE

অসুখী একজন কবিতা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন – Asukhi Ekjon Kobita MCQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

   অসুখী একজন কবিতা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন – Asukhi Ekjon Kobita MCQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 –অসুখী একজন কবিতা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন – Asukhi Ekjon Kobita MCQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন – Asukhi Ekjon Kobita MCQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

 অসুখী একজন কবিতা সংক্ষিপ্ত প্রশ্ন — Asukhi Ekjon Kobita SAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

  – Madhyamik Bengali Suggestion 2023 অসুখী একজন কবিতা সংক্ষিপ্ত প্রশ্ন — Asukhi Ekjon Kobita SAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা সংক্ষিপ্ত প্রশ্ন — Asukhi Ekjon Kobita SAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা সংক্ষিপ্ত প্রশ্ন — Asukhi Ekjon Kobita SAQ

অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 অসুখী একজন কবিতা ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন 

  — Asukhi Ekjon Kobita DAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 অসুখী একজন কবিতা ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন — Asukhi Ekjon Kobita DAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন — Asukhi Ekjon Kobita DAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন — Asukhi Ekjon Kobita DAQ – 

অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 অসুখী একজন কবিতা রচনাধর্মী প্রশ্ন

 — Asukhi Ekjon Kobita LAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 অসুখী একজন কবিতা রচনাধর্মী প্রশ্ন — Asukhi Ekjon Kobita LAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা রচনাধর্মী প্রশ্ন — Asukhi Ekjon Kobita LAQ –

 অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 – অসুখী একজন কবিতা রচনাধর্মী প্রশ্ন — Asukhi Ekjon Kobita LAQ – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর 

  – Asukhi Ekjon Kobita Question Answer — মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023 Tags: অসুখী একজন, অসুখী একজন পাবলো নেরুদা, অসুখী একজন ক্লাস 10, অসুখী একজন মাধ্যমিক সাজেশন, অসুখী একজন প্রশ্ন উত্তর, অসুখী একজন মাধ্যমিক প্রশ্ন উত্তর, Asukhi Ekjon, Asukhi Ekjon Pablo Neruda, Asukhi Ekjon Class 10, Asukhi Ekjon Question Answer, Asukhi Ekjon Suggestion, Madhyamik Bengali Suggestion, Madhyamik Suggestion 2023, WBBSE Madhyamik Suggestion, Madhyamik Suggestion WBBSE