ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ভাত গল্পের SAQ | ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর | ভাত গল্পের শর্ট প্রশ্ন সাজেশন 2024 | Bhat MCQ

ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ভাত গল্পের SAQ | ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর | ভাত গল্পের শর্ট প্রশ্ন সাজেশন 2024, bhaat golpo class12, bhaat golpo, bhaat golpo by mahashweta devi, bhaat golpo class 12, class 12 bangla golpo bhaat by mahashweta devi, varatbarsha golpo vedio, class 12 bangla galpo bhaat, bhaat galpo class 12 bangla, vat golpo hs, cartoon golpo, hs 2021 bangla golpo bhatt full analysis and suggestion, tal navami golpo, vat golpo class xii, mojar bangla golpo, class 12 bhag golpo, bhaat mcq saq, bhat golpo question long answer, bangla cartoon golpo | ভাত গল্পের আলোচনা, ভাত গল্পের saq, ভাত গল্পের mcq, ভাত গল্প,ভাত, ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্প মহাশ্বেতা দেবী, ভাত গল্পের প্রশ্ন উত্তর, ভাত গল্পের প্রশ্ন ও উত্তর, মহাশ্বেতা দেবীর ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্পের উৎস, মহাশ্বেতা দেবীর গল্প ভাত, ভাত গল্পের সারাংশ, ভাত গল্পের সাজেশন, ভাত গল্পের প্রশ্ন, ভাত গল্পের mcq saq, ভাত গল্পের mcq ও saq, ভাত গল্পের বিষয়বস্তু, ভাত গল্পের বড় প্রশ্ন, ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর, ভাত গল্পের ছোট প্রশ্ন উত্তর  | Bhat MCQ


ভাত গল্পের ছোট প্রশ্ন উত্তর | SAQ

“নইলে দোষ লাগবে ।” - কী হলে দোষ লাগবে?

উত্তর: বুড়োকর্তার মৃতদেহ বের করে রাতারাতিই দাহকর্ম না করতে পারলে দোষ লাগবে বলে বলা হয়েছিল।


তান্ত্রিক বুড়োকর্তার মৃত্যুতে নিজের দোষ ঢাকতে কী অজুহাত দিয়েছিলেন ?

উত্তর: তান্ত্রিক নিজের দোষ ঢাকতে অজুহাত দিয়েছিলেন, যে বুড়োকর্তার তিন ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল বলেই তিনি বুড়োকর্তাকে বাঁচাতে পারেননি।


মন্দিরের চাতালে কয়টি ছেলে তাস খেলছিল ?

উত্তর: বড়ো বাড়ি থেকে বেরিয়ে উচ্ছব যে শিবমন্দিরের চাতালে বসেছিল সেখানে তিনটি ছেলে তাস খেলছিল।


“অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী...”- এ কথা কে বলত ?

 উত্তর: মহাশ্বেতী দেবী রচিত 'ভাত' গল্পে উচ্ছবের ঠাকুমা এ কথা বলত।


বুড়োকর্তার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার খাট কোথায় তৈরি হয়েছিলো ?

উত্তর: বুড়োকর্তার মৃতদেহ বহনের খাট বাগবাজার থেকে তৈরি হয়েছিল।


“তুমি কী বুঝবে সতীশবাবু!”—কী না বোঝার কথা বলা হয়েছে ?

 উত্তর: সতীশবাবু নদীর পাড়ে, মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার যে দুঃখকষ্ট তা না বোঝার কথা বলা হয়েছে। 


সতীশবাবু উচ্ছবকে ভাত খেতে দেননি কেন?

উত্তর: উচ্ছবকে ভাত খেতে দিলে দলে দলে অভুক্ত মানুষ ভাতের জন্য তাঁর বাড়িতে এসে জড়ো হবে বলে সতীশবাবু উচ্ছবকে ভাত খেতে দেননি ।

ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ভাত গল্পের SAQ | ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর | ভাত গল্পের শর্ট প্রশ্ন সাজেশন 2024


‘প্রেত' হয়ে থাকা উচ্ছব কীভাবে 'মানুষ' হবে বলে মনে করেছে?

 উত্তর: দীর্ঘদিন ভাত খেতে না পেয়ে 'প্রেত' হয়ে থাকা উচ্ছব ভাত খেলে 'মানুষ' হবে বলে মনে করেছে।


“ভাত খেলে সে মানুষ হবে।” – মানুষ হলে সে কী করবে?

অথবা, ভাত খেয়ে শক্তি পেলে উচ্ছব কী করবে? 

 উত্তর: উচ্ছব ভাত খেয়ে প্রেত থেকে মানুষে পরিণত হলে মৃত বউ- ছেলেমেয়ের জন্য কাঁদবে।


আড়াই মন কাঠ দালানে রেখে আসার পর কী কাজ করে উচ্ছব?

উত্তর: আড়াই মন কাঠ দালানে রেখে এসে উচ্ছব উঠোনে পড়ে থাকা কাঠের ছোটো-বড়ো টুকরোগুলো ঝুড়িতে তুলে রেখে উঠোন ঝাঁট দেয় ৷ 


তান্ত্রিক হোম শুরু করার আগে বুড়োকর্তার রোগকে কী করেন?

উত্তর: তান্ত্রিক হোম শুরু করার আগে হঠাৎ চিৎকার করে একটা যন্ত্র পড়ে বুড়োকর্তার রোগকে দাঁড় করান এবং তারপর কালো বিড়ালের লোম দিয়ে তাকে বাঁধেন।


তান্ত্রিক বুড়োকর্তার রোগকে দাঁড় করানোর জন্য কোন্ মন্ত্র আওড়েছিলেন?

উত্তর: তান্ত্রিকের আওড়ানো মন্ত্রটি হল— "ওঁং হ্রীং ঠং ঠং ভো ভো রোগ শৃণু শৃনু। 


নার্স যখন ডাক্তারকে খবর দিতে বলেছিলো ?

উত্তর: তান্ত্রিক হোম শুরু করার সঙ্গে সঙ্গেই দোতলা থেকে নার্স নেমে এসে ডাক্তারকে খবর দিতে বলেছিল।


“বড়ো, মেজ ও ছোটো ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়...।”—কখন?

উত্তর: তান্ত্রিক হোম শুরু করার সঙ্গে সঙ্গেই দোতলা থেকে নার্স নেমে এসে ডাক্তারকে কল দিতে বললে বুড়োকতার তিন ছেলে হোমের ঘর থেকে বেরিয়ে যায়।


বাসিনী উচ্ছবকে স্নান করতে বললে উচ্ছব রাজি হয় না কেন? 

উত্তর: উচ্ছব স্নান করতে রাজি হয় না কারণ মাথায় জল পড়লে তার পেটের খিদে আর তাকে মানতে চাইবে না ।


নার্স ডাক্তারকে কল দিতে বলার পর উচ্ছব কোথায় যায়?

উত্তর: নার্স ডাক্তারকে কল দিতে বলার পর উচ্ছব বাইরে গিয়ে শিবমন্দিরের চাতালে বসে।


“...উচ্ছব সেই বাদাটা খুঁজে বের করবে।” –কোন্ বাদার কথা বলা হয়েছে?


উত্তর: বড়ো বাড়ির অধিকৃত যে বাদায় প্রচুর ধানের ফলন হয়, কলকাতার সেই বাদাটার কথাই এখানে বলা হয়েছে ।


মন্দিরের চাতালে তাস পেটাতে থাকা তিনটি ছেলে কী বলেছিল?

উত্তর: মন্দিরের চাতালে তাস পেটাতে থাকা তিনটি ছেলে বলেছিল যে, বড়ো বাড়ির বুড়োকে বাঁচানোর জন্য হোম হচ্ছে। 


উচ্ছবের চোখে জল আসে কেন ? 

উত্তর: দুর্যোগের রাতে মাতলা নদী পাগল হয়ে পাড়ে উঠে না আসলে উচ্ছবের বউ-ছেলেমেয়ে আরও অনেকদিন বাঁচত — এ কথা ভেবেই উচ্ছবের চোখে জল আসে।


“তাস পিটানো ছেলে গুলি অস্বস্তিতে পড়ে।”— কেন?

উত্তর: উচ্ছব যখন তাস পেটানো ছেলেদের বলে যে, ঝড়জলে তার সব কিছু, এমনকি তার ঘরের মানুষরাও চলে গেছে, তখন তারা অস্বস্তিতে পড়ে।


উচ্ছবের ঘুম কীভাবে ভেঙে যায় ?

উত্তর: একটা লোকের পায়ের ধাক্কা খেয়ে উচ্ছবের ঘুম ভেঙে যায় ।


মন্দিরের চাতালে ঘুমোনো উচ্ছবকে উঠিয়ে একজন তার বিরুদ্ধে কোন্ অভিযোগ করেছিল?

উত্তর: মন্দিরের চাতালে ঘুমোনো উচ্ছবকে উঠিয়ে সে চুরির মতলবে সেখানে পড়ে আছে কি না—একজন এই অভিযোগ করেছিল।


ঘুম থেকে উঠে বড়ো বাড়িতে ঢোকার আগে কী লক্ষ করেছিল উচ্ছব?

উত্তর: ঘুম থেকে উঠে বড়ো বাড়িতে ঢোকার আগে উচ্ছব রাস্তায় দাঁড়ানো বেশ কয়েকটি গাড়ি এবং ছোটো ছোটো কয়েকটি জটলা লক্ষ করেছিল।


ঝড়বৃষ্টির রাতে উচ্ছব কী কী খেয়েছিল ?

অথবা, "সেই সন্ধ্যেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।"- সে কী খেয়েছিল ?

উত্তর: ঝড়বৃষ্টির সন্ধ্যায় উচ্ছব অনেকটা হিংচে শাক সেদ্ধ এবং গুগলি সেদ্ধ, নুন ও লংকাপোড়া দিয়ে ভাত মেখে খেয়েছিল।


“খেতে খেতে চন্নুনির মা বলেছিল..." - কী বলেছিল ?

উত্তর: চন্নুনীর মা খেতে খেতে বলেছিল যে, দেবতার লক্ষণ ভালো নয় যারা নৌকা নিয়ে বেরিয়েছে তারা নৌকা-সহ না ডুবে মরে।


"ব্যাস্, সব খোলামেলা, একাকার তারপর থেকে।”—সব একাকার হয়ে যায় কখন থেকে?

উত্তর: ঝড়বৃষ্টির রাতে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে উচ্ছব, যখন মাতাল মাতলার সফেন জলকে ছুটে আসতে দেখে তারপর থেকেই সব একাকার হয়ে যায় তার। 


কী হলে “উচ্ছবের বুকে শত হাতির বল থাকত”?

উত্তর: চন্নুনি দের অর্থাৎ বউ-ছেলেমেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত ।


বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে বিপর্যয়ের পর কী করত উচ্ছব ?

উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে মারা না গেলে উচ্ছবরা সবাই মিলে তাদের চিনের মুখবন্ধ কৌটোটা নিয়ে ডিক্ষেয় বেরোত।


“সতীশবাবুর নাতি ফুট খায়।” – সতীশবাবু কে ছিল ? 

উত্তর: সতীশ মিস্তিরি ছিল ধনী কৃষক, যার জমিতে কাজ করে উচ্ছবের দিন কাটতো।


মুখবন্ধ টিনের কৌটোটা কোথা থেকে পেয়েছিল উচ্ছব ?

উত্তর: সতীশবাবুর নাতির বেবি ফুডের মুখবন্ধ চিনের কৌটোটা উচ্ছবের পছন্দ হয় বলে সতীশবাবুর কাছ থেকে সে কৌটোটা চেয়ে এনেছিল।


“তান্ত্রিকের নতুন বিধান হল... " - তান্ত্রিকের পুরোনো বিধানটা কী ছিল?

উত্তর: তান্ত্রিকের পুরোনো বিধান ছিল যে, হোমে বসার আগে যেন তাড়াতাড়ি খাওয়াদাওয়া সেরে ফেলা হয়।


"তান্ত্রিকের নতুন বিধেন হল..." - তান্ত্রিকের নতুন বিধান কী ?

উত্তর: তান্ত্রিক নতুন বিধান হল যে, হোমের আগেই সব কিছু রান্না করে রাখতে হবে, কিন্তু খেতে হবে হোমের পরে।


বাসিনী উচ্ছবকে লুকিয়ে খাবার দিতে কী অজুহাতে উঠোনে এসেছিল?

উত্তর: বাসিনী ঝুড়িবোঝাই শাক ধুতে আসার অজুহাতে উচ্ছবকে লুকিয়ে খাবার দিতে উঠোনে এসেছিল।


“বড়োপিসিমা খনখনিয়ে ওঠে।”—কী উদ্দেশ্যে ?

উত্তর: উৎসবকে দিয়ে তাড়াতাড়ি কাঠ কাটানোর উদ্দেশ্যে বড়োপিসিমা খনখনিয়ে ওঠে।


'...ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে।”-কাকে?

উত্তর: বড়ো বাড়ির ফুটন্ত ভাতের গন্ধ উচ্ছবকে বড়ো উতলা করে।


“এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায়।”— কোন্ কথা শুনে উচ্ছব বুকে বল পায় ? 

উত্তর: বড়ো বাড়ির রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উচ্ছব বুকে বল পায়।


“এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে”- কাদের এভাবে শ্রাদ্ধ হবে ?

উত্তর: প্রখ্যাত মহিলা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর 'ভাত' ছোটোগল্প থেকে আমরা জানতে পারি যে, মাতলা নদীর বন্যায় মৃত গ্রামবাসীদের সারবন্দিভাবে শ্রাদ্ধ করা হবে।

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer : ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Bengali Bhat Question and Answer, Suggestion, Notes – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Bhat MCQ |  Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Bengali Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | Vaat Golpo Proshno Uttar Mahasweeta Devi | HS Bengali Suggestion 2024


ছাতু খাওয়ার পর উচ্ছব কিসে করে জল খেয়েছিল ?

উত্তর: ছাতু খাওয়ার পর উত্তর মিষ্টির দোকান থেকে উড়ে চেয়ে নিয়ে তাতে করে জল খেয়েছিল।


উচ্ছব কেন বলেছিল, "কিন্তু সাগরে শিশির পড়ে?

উত্তর, দীর্ঘদিনের উপোসের পর মাত্র এক ঠোঙা ছাতু খেয়ে তার খিদে মেটেনা বলেই উবার বলেছিল যে, সাগরে শিশির পড়ে।


মহানাম শতপতি উচ্চবদের গ্রামে এলে কী হবে?

উত্তর: মহানাম শতপণি উচ্চবদের গ্রামে এলে নদীর পাড়ে একসারিতে বন্যায় মৃত মানুষদের শ্রাদ্ধ হবে।


সতীশবাবু কেন বলেছিলেন, “উচ্ছবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়" ?

উত্তর: বউ-ছেলেমেয়ে অপঘাতে মারা যাওয়ায় উচ্ছব শোকে পাগল হওয়ার পরিবর্তে 'জাত ভাত' করছিল বলে সতীশবাবু বলেছিলেন যে, উচ্ছনের মতিচ্ছন্ন হয়েছে।


যজ্ঞের জন্য উচ্ছবের কাটা কাঠগুলি কতটা লম্বা ছিল?

উত্তর: যজ্ঞের জন্য উচ্ছবের কাটা কাঠগুলি দেড় হাত লম্বা ছিল।


"গরিবের গতর এরা শস্তা দেকে।”- কারা গরিবের গতর সস্তা দেখে?

উত্তর: 'ভাত' গল্পে বুড়োকর্তার বাড়ির লোকেরা গরিবের গতর সম্ভা দেখে।


“কত্তা মোলে পরে ওকে সাত নাতি না মেরেচি তো আমি বাসিনী নই।”—কাকে 'সাত নাতি' মারার কথা বলা হয়েছে?

উত্তর: 'ভাত' গল্পে বুড়োকর্তার মুটকি খাস ঝি - কে সাত নাতি' অর্থাৎ সাত লাথি মারার কথা বলা হয়েছে।


"ভাত খাবে সে, ভাত।"-কার ভাত খাওয়ার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে ?

উত্তর: "ভাত" গল্পে বহুদিন ধরে উপোসী উচ্ছবের ভাত খাওয়ার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে।


“তুমি হাত চালাও।”-কেন বলা হয়েছে?

উত্তর: হোমযজ্ঞ করার জন্য কাঠের দ্রুত প্রয়োজন ছিল বলে পিসিমা উচ্ছবকে তাড়াতাড়ি হাত চালাতে বলেছিলেন।


'.... উচ্ছর তাড়াতাড়ি হাত চালায় ।”-কেন ?

উত্তর: কাঠ কাটলে হোম হবে এবং হোম হওয়ার পর বহু আকাঙ্ক্ষিত ভাত খেতে পারে বলেই উচ্ছের তাড়াতাড়ি হাত চালাচ্ছিল।


'..দেবতার গতিক ভালো নাকো ।” কে, কখন এ কথা বলেছিল ?

উত্তর: ঝড়বৃষ্টির রাতে যেদিন পরিবারের সকলের সাথে উচ্ছব যেতে বসেছিল, সেদিন চন্নুণীর মা অর্থাৎ উচ্ছবের বউ কথাটা বলেছিল।


উচ্ছবের বউ তুমুল ঝড়বৃষ্টির সময় কী করছিল ?

উত্তর: উচ্ছবের বউ তুমুল ঝড়বৃষ্টির সময় ছেলেমেয়েকে জড়িয়ে জাপটে ধরেছিল এবং ঠান্ডায় ও ভয়ে কাঁপছিল।


bhaat golpo class12, bhaat golpo, bhaat golpo by mahashweta devi, bhaat golpo class 12, class 12 bangla golpo bhaat by mahashweta devi, varatbarsha golpo vedio, class 12 bangla galpo bhaat, bhaat galpo class 12 bangla, vat golpo hs, cartoon golpo, hs 2021 bangla golpo bhatt full analysis and suggestion, tal navami golpo, vat golpo class xii, mojar bangla golpo, class 12 bhag golpo, bhaat mcq saq, bhat golpo question long answer, bangla cartoon golpo | ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ভাত গল্পের SAQ | ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর | ভাত গল্পের শর্ট প্রশ্ন সাজেশন 2024


উচ্ছব তুমুল ঝড়বৃষ্টির সময় কী করছিল ?

উত্তর: উচ্ছব তুমুল ঝড়বৃষ্টিতে তার ঘরের মাঝখানের মাতালের মতো কাপতে থাকা খুঁটিটিকে মাটির দিকে চেপে ধরার চেষ্টা করছিল আর ভগবানকে ডাকছিল।


লেখিকা মহাশ্বেতা দেবী 'ভাত' গল্পে ভগবানকে নিয়ে কোন্ বিদ্রুপ করেছেন?

উত্তর: 'ভাত' গল্পে তুমুল ঝড়বৃষ্টিতে উচ্ছব ভগবানকে ডাকায় লেখিকা বলেছেন যে, দুর্যোগের মধ্যে ভগবানও বোধ হয় কাঁথামুড়ি দিয়ে ঘুমোন।


“সাধন দাশের কথা উচ্ছব নেয় না।” –সাধন দাশ কী বলেছিল?

উত্তর: সাধন দাশ উচ্ছবকে বলেছিল যে, তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে না। বানের জল তাকেও টেনে নিয়ে যাচ্ছিল, গাছে বেঁধে সে রক্ষা পেয়েছে।


টিনের কৌটায় কী ছিল ?

উত্তর:  উচ্ছবের জমির দলিল এর নকল কাগজ ছিল।


“সে কৌটোটা বা কোথায় ।”–কৌটোটা কেমন ছিল ?

উত্তর: কৌটোটা ছিল টিনের তৈরি মুখবন্ধ করা চমৎকার দেখতে এবং বড়ো।


“টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে।”—কৌটোটির মধ্যে কি ছিলো ?

উত্তর: কৌটোটির মধ্যে ভূমিহীন উচ্ছবের সরকারের কাছে জমি চাওয়ার  কাগজ ছিল।


“রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি।”—কার খাওয়া হয়নি ?

উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে ভেসে যাওয়ার পর ক-দিন ধরে উচ্ছবের লঙ্গরখানার রান্না খিচুড়ি খেতে যাওয়া হয়নি।


কখন বুড়োকর্তার মৃতদেহ বের করা হয়েছিল?

উত্তর: রাত একটার পর বুড়োকর্তার মৃতদেহ বের করা হয়েছিল।


'ভাত' গল্পে শব বাহকদের পেছন পেছন কারা দৌড়ে চলেছিল?

উত্তর: ‘ভাত' গল্পে শববাহকদের পেছন পেছন কীর্তনের দল দৌড়ে চলেছিল।


বামুন কেন বড়ো বাড়ির অশুচি হয়ে যাওয়া খাবারগুলি দূরে ফেলে দিতে বলেছিল?

উত্তর: বড়ো বাড়ির অশুচি হয়ে যাওয়া খাবারগুলো কুকুরে ছেটাবে এবং সকালে কাকে ঠোকরাবে বলে বামুন খাবারগুলো দূরে ফেলতে বলেছিল।


“বাসিনী থমকে দাঁড়ায় ।”— কী দেখে বাসিনী থমকে দাঁড়ায় ?

উত্তর: উচ্ছব বাদার কামটের মতো হিংস্র চোখে দাঁতগুলো বের করে হিংস্র মুখভঙ্গিতে বাসিনীর দিকে ফিরে তাকালে সে থমকে দাঁড়ায় |


উচ্ছবকে যখন পুলিশ ধরে তখন সে কী করছিল?

 উত্তর: উচ্ছবকে যখন পুলিশ ধরে তখন সে ফাঁকা প্ল্যাটফর্মে ভাতের খালি ডেকচিটি জড়িয়ে ধরে তার কিনারায় মাথা ছুঁইয়ে ঘুমিয়েছিল।


পুলিশ কোন্ অভিযোগে উচ্ছবকে থানায় নিয়ে যায়?

উত্তর: পেতলের ডেকচি চুরি করার অপরাধে উচ্ছবকে পুলিশ থানায় নিয়ে যায়।


পেট ভরে ভাত খাওয়ার পর উচ্ছব কী পরিকল্পনা করেছিল ?

উত্তর: পেট ভরে ভাত খাওয়ার পর উচ্ছব ভোরের ট্রেনে ক্যানিং গিয়ে সেখান থেকে দেশের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিল।


“...সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে।”—কেন স্বৰ্গসুখ পায়? অথবা, “সে স্বর্গসুখ পায়...।”–কে, কীভাবে স্বর্গসুখ পায় ? 

উত্তর: দীর্ঘদিন পর অভুক্ত উচ্ছব ভাত খেতে পেয়েছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পায় । 


“আসল বাদাটার খোঁজ করা হয় না।” –কেন খোঁজ করা হয়নি ?

উত্তর: কলকাতার বাদার ভাত চুরি করে খাওয়ার পর পেতলের ডেকচি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তাই কলকাতার বাদাটার খোঁজ করা হয়নি।


পুরোহিত মহানাম শতপথি উৎসবদের গ্রামে আসতে দেরি করছিল কেন?

উত্তর: পুরোহিত মহানাম শতপথির অন্য দুটো গ্রামে শ্রাদ্ধকর্মের কাজ সমাধা করার জন্যই উচ্ছবদের গ্রামে আসতে দেরি হচ্ছিল।


“সে এটা কতা বটে” – কথাটা কী?

উত্তর: এখানে কথাটি হল—“সরকার ঘর করতে খরচা দেবে।"


. "ওই পাঁচ ভাগে ভাত হয় ?"- পাঁচ ভাগের নাম কী? 

অথবা, 

“ওই পাঁচ ভাগে ভাগ হয়।”—ওই পাঁচ ভাগের নাম কী? 

উত্তর: ঝিঙেশাল, রামপাল, কনকপানি, পদ্মজালি এবং মোটা-সাপ্‌টা ধানের চাল—এই পাঁচ ভাগে ভাত রান্না হত বড়ো বাড়িতে।


বড়ো বাড়ির চাল কে কার মাধ্যমে লুকিয়ে বিক্রি করত?

উত্তর: বড়োপিসিমা বাড়ির পরিচারিকা বাসিনীর মাধ্যমে লুকিয়ে বড়ো বাড়ির চাল বিক্রি করত।


“পিসিমা দেকতে পেলে সব্বনাশ হবে।”— কী দেখতে পাওয়ার কথা বলা হয়েছে?

 উত্তর: খিদের জ্বালায় কাতর উচ্ছব বাসিনীকে এক মুঠো চাল খেতে দিতে বললে বাসিনী জানায় যে বড়োপিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।


“এদেরকে বলিহারি ঝাই।”–কোন্ প্রসঙ্গে কার এই উক্তি ?

উত্তর: বাসিনীর মনিবরা উচ্ছব ক-দিন ধরে খায়নি শুনেও তাকে আগে খেতে না দিয়ে কাজ করাচ্ছিল বলেই বাসিনী এমন উক্তি করেছিল। 


“রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি”-কার কেন খিচুড়ি খাওয়া হয়নি?

 উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে ভেসে যাওয়ার পর উচ্ছব পাগলের মতো তাদের খুঁজে বেড়ানোর জন্য কয়েকদিন বাড়িতেই পড়েছিল বলে রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি।


“তখন তার বুদ্ধি হরে গিয়েছিল।" - কখন?

উত্তর: বন্যায় বউ-ছেলেমেয়ে ভেসে যাওয়ার পর যখন ক-দিন ধরে উচ্ছব তাদের খুঁজতে বাড়িতেই পড়েছিল, তখন তার বুদ্ধি হারিয়ে গিয়েছিল।

ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ভাত গল্পের SAQ | ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর | ভাত গল্পের শর্ট প্রশ্ন সাজেশন 2024

সতীশ মিস্তিরির কী কী ধানে মড়ক লেগেছিল ?

উত্তর: হরকুল, পাটনাই এবং মোটা সতীশ মিষ্টিরির এই তিনপ্রকার ধানেই মড়ক লেগেছিল।


উচ্ছবকে কাদতে দেখে সাধনবাবু কী বলেছিল ?

উত্তর: উচ্ছবকে কাঁদতে দেখে সাধনবাবু জানতে চেয়েছিল, মনিবের ধান নষ্ট হওয়ায় উচ্ছব কেন কাদছে |


“বাদায় এদের চাল হয়!”—'বাদা' বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: "বাদা' শব্দের আক্ষরিক অর্থ হল নিম্নভূমি বা জঙ্গলাকীর্ণ ভূমি। এই ধরনের জমিতে জলের অভাব থাকে না বলে ধান ভালো হয়।


লোকটি কী নামে পরিচিত?

উত্তর: মহাশ্বেতা দেবীর লেখা 'ভাত' গল্পে লোকটির নাম উৎসব হলেও সে উচ্ছব নাইয়া নামে পরিচিত ছিল।


শ্রাদ্ধ করার জন্য কাকে খবর দেওয়া হয়েছিল?

উত্তর: শ্রাদ্ধ করার জন্য পুরোহিত মহানাম শতপথিকে খবর দেওয়া হয়েছিল।


উৎসবের স্ত্রী-সন্তান কীভাবে মারা যায়?

উত্তর: এক রাতে মাতলা নদীর প্রবল বন্যায় উৎসবের স্ত্রী-সন্তান জলে ভেসে গিয়ে মারা যায়।


“পিসিমা দেকতে পেলে সববনাশ হবে।”- কে, কখন এ কথা বলেছে ? 

উত্তর: কাঠ কাটতে কাটতে দীর্ঘদিনের উপবাসী উচ্ছব বাসিনীর কাছে একমুঠো চাল চিবিয়ে খাওয়ার জন্য চাইলে তাকে নিরস্ত করতে বাসিনী এ কথা বলে।


“বড়োপিসিমা বেচেও দিচ্ছে নুন্ধে নুন্ধে।”—কী?

উত্তর: বাদায় উৎপন্ন পাহাড়প্রমাণ চালের একটা অংশ বড়োপিসিমা বাসিনীর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে বেচে দেন।


“...ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপেঝেকে উঠছিল।”—কে?

উত্তর: উৎসবের ঘরের মাঝ-খুঁটিটি তুমুল ঝড়বৃষ্টিতে কেঁপেকেঁপে উঠেছিল।


“ওরা কিছুকাল ঠিকে কাজ করবে।” কারা ?

উত্তর: বাসিনীর বোন এবং ডাজ অর্থাৎ ডাইবউ কিছুদিন ঠিকে কাজ করবে।


ভাত গল্পের বিষয়বস্তু


    মহাশ্বেতা দেবীর "ভাত" গল্প আমরা সুন্দরবনের বাদা অঞ্চলের চাষী উৎসব নাইয়া এর জীবনযাত্রা সম্পর্কে পরিচয় পাই। স্বাভাবিকভাবে জীবন পাত করা উৎসব নাইয়ার পরিবারে এক ঝড়ের রাতে বিশাল পরিবর্তন ঘটে।

    স্ত্রী-পুত্র-কন্যাকে হারিয়ে উৎসব নাইয়া পাগলের মত হয়ে শহরের এক বড় বাড়িতে কাজের সন্ধান পায়। কিন্তু সেই দুর্বিষহ রাতের পর থেকে সে অভুক্ত তার পেটে একটিও ভাতের দানা পড়ে নি। অথচ অন্যদিকে সেই বড় বাড়িতে বিভিন্ন রকমের চাল ও ভাতের আনাগোনা। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

    গল্পটির মূল প্রেক্ষাপট বা বিষয় হল এটি, একদিকে খেতে না পাওয়া মানুষের আত্ম যন্ত্রণা অন্যদিকে তার বিপরীতে গড়ে ওঠা এক কুসংস্কারাচ্ছন্ন মানুষের মানসিকতা। উৎসব নাইয়া সামান্য এক মুঠো ভাতের জন্য আজ পরের বাড়িতে কাজ করতেও দ্বিধা বোধ করেনি কিন্তু সেখানে ভাতের অনেক ব্যবস্থা থাকলেও তা রীতি ও নিয়ম এর কাছে অচ্ছুত তে পরিণত হয়েছে।

    অনেকদিন না খেতে পাওয়া উচ্ছব নাইয়া শেষে সহ্য করতে না পেরে বড় বাড়ির ফেলে দেওয়া ভাতের ডেকচি চুরি করতে বাধ্য হয়েছে। আর অনেকদিন পর তার পেটে ভাতের দানা পড়াতে সে সেই ব্যক্তির উপর ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে পুলিশ তাকে চোর মনে করে গল্পের শেষে জেলে নিয়ে গেছে।


ভাত (গল্প) মহাশ্বেতা দেবী | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer

ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer : ভাত (গল্প) মহাশ্বেতা দেবী – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | HS Bengali Bhat Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Bengali Bhat Question and Answer, Suggestion, Notes – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Bengali Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ভাত গল্পের SAQ | ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর | ভাত গল্পের শর্ট প্রশ্ন সাজেশন 2024