অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon MCQ Question and Answer
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Osukhi Ekjon Kobita | The Unhappy One | অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | Madhyamik Bengali Suggestion | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Bengali Qustion and Answer Suggestion ” অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর (West Bengal Class Ten X / WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । Madhyamik Bengali Suggestion | অসুখী একজন (কবিতা) | পাবলো নেরুদা | প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Suggestion | WBBSE | অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর
অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Bengali Asukhi Ekjon Question and Answer
‘অসুখী একজন' কবিতায় 'যুদ্ধ' এর কথা আছে। কিন্তু পাবলো নেরুদার ব্যক্তিগত জীবন ও আদর্শকে মনে রাখলে এ ভাবনা সংগত যে 'যুদ্ধ' এখানে নিছক দুটি রাজশক্তির লড়াই নয়। সমাজ পরিবর্তনে আস্থাশীল কবি বিপ্লবের আদর্শে বিশ্বাস করতেন। তাই তাঁর কবিতায় ‘যুদ্ধ' আর 'বিপ্লব' সমার্থক। কবিও 'বিপ্লবী' এবং 'যোদ্ধা'। এভাবেই কবিতার আলোচনা করা হয়েছে।
উপরে অসুখী একজন কবিতার মূল বক্তব্য সামান্য একটু আলোচনা করা হলো। এখন নিচে অসুখী একজন কবিতার বিভিন্ন বড় প্রশ্নাবলী অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে, যথাযথ উত্তর সহ।
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর
চিলিয়ান কবি পাবলো নেরুদার বিখ্যাত এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা The Unhappy One, এই কবিতাটি নবারুণ ভট্টাচার্য বাংলা ভাষায় তরজমা করেন এবং নাম দিয়েছেন অসুখী একজন পাঠ্যাংশ এই কবিতাটি গৃহীত হয়েছে নবারুণ ভট্টাচার্যের অনূদিত কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের দাগ থেকে। দশম শ্রেণির পাঠ্যাংশ ে এই কবিতা থেকে যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলি এখানে আলোচনা করা হলো এছাড়া পরপর তিন মার্ক এবং পাঁচ মার্কের বড় কোশ্চেনগুলি সম্পর্কে অনিল আলোচনা করা হয়েছে।
অসুখী একজন কবিতার মূল রচয়িতা কে ?
অসুখী একজন কবিতার মূল রচয়িতা পাবলু নেরুদা।
অসুখী একজন কবিতাটি কোন কবিতার তরজমা ?
The Unhappy One
অসুখী একজন কবিতা টি কে বাংলায় তরজমা করেন ?
নবারুণ ভট্টাচার্য।
অসুখী একজন কবিতা টি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
নবারুণ ভট্টাচার্যের "বিদেশী ফুলে রক্তের ছিটে" কাব্যগ্রন্থ থেকে।
পাবলো নেরুদার প্রকৃত নাম কি ?
নেফতালি রিকার্ডো রেয়েস বাসোআলতো।
নেরুদা কতো সালে কোথায় জন্ম গ্রহণ করেন ?
1904 সালে চিলি তে।
The Unhappy One " কবিতা টি কোন কাব্য গ্রন্থ থেকে গৃহীত ?
Extravagaria
অসুখী একজন কবিতা mcq প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন 2024 – Madhyamik Bengali Suggestion 2024
কবি পাবলো নেরুদা কতো খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?
1971 খ্রিস্টাব্দে।
কবিতায় অসুখী একজন - কে ?
অসুখী একজন কবিতায় অসুখী হলেন - কবির প্রিয়তমা।
বৃষ্টি তে কি ধুয়ে দিয়েছিল ?
পায়ের দাগ।
সে জানতো না" - সে কি জানতো না ?
সে জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না।
কোথায় ঘাস জন্মে ছিলো?
রাস্তায়।
একের পর এক বছর গুলো কোথায় নেমে এসেছিল ?
কবির প্রিয়তমার মাথার উপর।
অপেক্ষায় দাড় করিয়ে রেখে দরজায়" - কে কাকে দাড় করিয়ে রেখেছেন ?
কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমা কে অপেক্ষায় দাড় করিয়ে রেখেছিলেন।
Extravagaria কাব্য টি কতো সালে প্রকাশিত হয়েছিলো ?
এই কাবাইগ্রন্থের কবিতা গুলি 1957 - 1958 সালের সময় পর্বে রচিত।
তার পর যুদ্ধ এলো" - কিভাবে যুদ্ধ এলো ?
রক্তের আগ্নেয় পাহাড়ের মতো।
ধরে গেলো আগুন"- কোথায় ?
সমস্ত সমতলে
মৃত্যু হলো না"- কার মৃত্যু হলো না ?
অপেক্ষায় রত মেয়েটির।
যুদ্ধ কিভাবে এলো ?
রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ।
যেখানে শহর ছিলো সেখানে কি ছড়িয়ে রইলো ?
কাঠ কয়লা।
অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল?
শিশু আর্ বাড়ির লোকেরা।
শিশুরা আর বাড়ির কিভাবে খুন হলো ?
ভয়াবহ আগ্নেয় যুদ্ধে ।
সমস্ত সমতলে ধরে গেলো আগুন "- কিভাবে আগুন ধরে গেলো ?
ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিলো।
কবিতা অনুসারে দেবতাদের রূপ কেমন ?
শান্ত এবং হলুদ।
কত বছর ধরে দেবতারা ধ্যানে ডুবে ছিল ?
হাজার বছর ধরে।
উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে"- কি উল্টে পড়লো ?
শান্ত হলুদ দেবতা রা যুদ্ধের আঘাতে ...
অসুখী একজন কবিতা mcq প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন 2024 – Madhyamik Bengali Suggestion 2024
সেই মিষ্টি বাড়ি"- কবি বাড়িকে মিষ্টি বলেছেন কেনো ?
প্রিয় স্মৃতি গুলো একান্ত আপন টা সব সময় অন্য স্বাদের সেই কারণে কবি তার বাড়িতে মিষ্টি বলেছেন
তারা আর স্বপ্ন দেখাতে পারলে না।"- কারা আর কোন স্বপ্ন দেখাতে পারলে না ?
বীভৎস যুদ্ধে মন্দির থেকে ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর্ স্বপ্ন দেখাতে পারলে না।
সব চুর্ন হয়ে গেলো - কি চূর্ন হয়ে গিয়েছিল ?
প্রচণ্ড যুদ্ধে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপী গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চুরন হয়ে গিয়েছিলো।
[ অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর অসুখী একজন (কবিতা) প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer – অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন 2024 – Madhyamik Bengali Suggestion 2024. আশা করি এগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। আমরা চেষ্টা করেছি সেরাটুকু তোমাদের সামনে উপস্থাপন করার । তা সত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কিছু ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাও| অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon MCQ Question and Answer আরো আপডেটের জন্য আমাদের সাইটের সাথে থাকুন। অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর ]
যেখানে শহর ছিল সেখানে কি পড়েছিল ?
যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে ছিল কাঠ কয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর্ রজতের কালো দাগ।
আর সেই মেয়েটি আমার অপেক্ষায়" - অপেক্ষার ভাব টি বর্ণনা করো।
কবিতায় মৃত্য উপত্যকায় কবির প্রিয়তম ধ্বংস আর্ অবিশ্বাসের মাঝে অপেক্ষায় দাড়িয়ে আছে।
"আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।"সেই মেয়েটি আজও অপেক্ষায় কেন ?
সেই মেয়েটি আজও অপেক্ষায় কারণ সে জানতোই না যে কথক আর কখনো ফিরে যাবে না তার কাছে।
'শান্ত হলুদ দেবতারা' হাজার হাজার বছর ধরে কি করছিল ?
শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিল।
"সেই মেয়েটির মৃত্যু হলো না।" সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে ?
সেই মেয়েটি বলতে কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে বোঝানো হয়েছে।
যুদ্ধকে 'রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো' মনে করার কারণ কি ?
যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের মত মনে করার কারণ হলো আগ্নেয় পাহাড়ের মতই যুদ্ধ ভয়ংকর ও রক্তক্ষয়ী হয়।
কখন শিশু আর বাড়িরা খুন হলো ?
যখন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত যুদ্ধ এল তখন শিশু আর বাড়িরা খুন হলো।
"বছরগুলো নেমে এলো তার মাথার ওপর।" বছরগুলোর নেমে আসাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
বছরগুলোর নেমে আসাকে পরপর নেমে আসা পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে।
"সে জানতো না" সে কি জানতো না?
সে জানতো না যে কবিতার কথক আর কখনোই ফিরে আসবেনা।
অসুখী একজন কবিতাটি কবি পাবলো নিরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
অসুখী একজন কবিতাটি কবি পাবলো নিরুদার Extravagaria কাব্যগ্রন্থের অন্তর্গত।
কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ?
কবি পাবলো নেরুদা ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
পাবলো নেরুদার আসল নাম কি ?
পাবলো নেরুদার আসল নাম হলো নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।
কবি পাবলো নেরুদা কোথায় জন্মগ্রহণ করেন ?
কবি পাবলো নেরুদা চিলিতে জন্মগ্রহণ করেন।
'অসুখী একজন ' কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি কে ?
'অসুখী একজন ' কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি হলেন পাবলো নেরুদা।
'অসুখী একজন ' কবিতাটির ইংরেজি তরজমার নাম কি ?
'অসুখী একজন ' কবিতাটির ইংরেজি তরজমার নাম হলো The Unhappy One
'অসুখী একজন ' শীর্ষক অনুবাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
অসুখী একজন ' শীর্ষক অনুবাদ কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
"সে জানত না "অসুখী একজন কবিতায় সে বলতে কাকে বোঝানো হয়েছে ?
সে বলতে একজন সাধারণ নারীকে বোঝানো হয়েছে ।
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon MCQ Question and Answer
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর অসুখী একজন (কবিতা) প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer – অসুখী একজন কবিতা mcq প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন 2024 – Madhyamik Bengali Suggestion 2024. আশা করি এগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। আমরা চেষ্টা করেছি সেরাটুকু তোমাদের সামনে উপস্থাপন করার । তা সত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কিছু ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাও | অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon MCQ Question and Answer আরো আপডেটের জন্য আমাদের সাইটের সাথে থাকুন। অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর ]
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon MCQ Question and Answer
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর অসুখী একজন (কবিতা) প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita Question Answer – অসুখী একজন কবিতা mcq প্রশ্ন উত্তর – Asukhi Ekjon Kobita – মাধ্যমিক বাংলা সাজেশন 2024 – Madhyamik Bengali Suggestion 2024. আশা করি এগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। আমরা চেষ্টা করেছি সেরাটুকু তোমাদের সামনে উপস্থাপন করার । তা সত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কিছু ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাও | অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Asukhi Ekjon MCQ Question and Answer আরো আপডেটের জন্য আমাদের সাইটের সাথে থাকুন। অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত MCQ প্রশ্ন উত্তর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন