English grammar voice change | English grammar voice change rules

English Grammar Voice Change, এর জন্য এই পোস্ট টি তে সমস্ত ধরনের English grammar voice change rules গুলি আলোচনা করা হয়েছে। এই ওয়েবসাইট টি মূলত বাংলা ভাষাতে সমস্ত ধরনের শিক্ষা মূলক বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। সেই কারণে এখানে English grammar voice change rules গুলো আলোচনা করা হলো যাতে, বাংলা ভাষাতে শিক্ষার্থীরা English grammar voice change ভালোভাবে শিখতে পারে। 


What is voice ?

    Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done it. 

( Verb এর যে রূপ তার সাবজেক্ট সক্রিয় বা নিষ্ক্রিয় তা নির্দেশ করে, তাকে ভয়েস Voice বলে। )

English grammar voice change
Voice Change


Voice দুই প্রকার - 

1.  Active Voice : 

    Verb-এর যে রূপে সাবজেক্ট ক্রিয়াশীল থেকে নিজে করে তাকে Active Voice বলে। 


2. Passive Voice :

    Verb-এর পরিবর্তনশীল যেরূপে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে তাকে  Passive Voice বলে। 


What is Voice Change ?

    সাধারণত এই দুই প্রকার ভয়েস অর্থাৎ Active Voice ও  Passive Voice পরিবর্তন কে আমরা ভয়েস চেঞ্জ বলে থাকি। আর এই ভয়েস চেঞ্জ কিছু নির্দিষ্ট নিয়ম অনুসারে হয়ে থাকে। আজ আমরা Active Voice থেকে Passive Voice বা  Passive Voice থেকে Active Voice পরিবর্তনের যে সকল নিয়ম গুলি আছে তা আলোচনা করলাম। 



English grammar voice change rules


Rule -1 :

  Shall, Should, Will, Would, May, Might, Can, Could, Must, Outh to, going to, have to, has to, due to, owing to, like to, forword to, is to, am to, are to, যুক্ত Active Voice কে Passive Voice করার সময় এদের পরে be বসে। 

    তার পর মূল varb টির past participle বসে। গঠন টি এইরূপ - 

   Object টি subject হয় + Verb এর পর be যুক্ত হয় + মূল verb এর past participle রূপ + by + subject এর অবজেক্ট form বসে। 


Example :

   Active - I can do it.

   Passive - It can be done by me. 


Rule -2 : 

    শুধু মাত্র মূল verb দিয়ে sentense শুরু হলে Active Voice কে Passive Voice করার নিয়ম - 

   প্রথমে Let + Object এর subject form + be + মূল verb এর past participle রূপ বসে। 


Example :

      Active - Do the Sum.

      Passive - Let the sum be done.


Rule -3 :

      Let + ব্যাক্তি বাচক object ( যেমন - me, us, you, them, him, her ) যুক্ত imperative sentences এর Active Voice কে Passive Voice করার নিয়ম - 

   প্রথমে let বসে + object টির subjective form বসে, + be বসে + মুল verb এর past participle রূপ + By + ঐ ব্যক্তি বাচক object টি


Example :

       Active - Let the girl sing a song.

       Passive - Let a song be sung by the girl. 


Rule - 4 : 

     Never যুক্ত imperative sentences কে passive করার নিয়ম - 

   প্রথমে Let not বসে + object টির Subjective form বসে + ever be + মূল verb এর past participle রূপ বসে।


Example :

      Active - Never tell a lie.

      Passive - Let not a lie ever be told.


Rule - 5 :

     Who যুক্ত Interrogative sentence  এর Active Voice কে Passive Voice করার নিয়ম -

     Who এর পরিবর্তে by whom বসে, Tense ও Person অনুযায়ী auxiliary verb ( be verb ) বসে + object টির subjective form বসে + অনেক সময় tense অনুযায়ী subject এর পরে be / being / been বসাতে হয় + মূল verb এর past participle রূপ + ?  বসে।


Example : 

     Active -  Who is calling me ?

     Passive - By whom am I being called ?


Rule - 6 :

    Whom যুক্ত Interrogative sentence এর Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম - 

    Whom এর পরিবর্তে who বসে + tense ও person অনুযায়ী auxiliary verb ( be ) বসে + মূল verb এর past participle রূপ বসে + by বসে + Subject টির object form বসে +? বসে। 


Example :

     Active - Who is the teaching English ?

     Passive - who is being taught English by him?