English Grammar Articles The | Use of Articles The | Use of Articles The in English

 সাধারণত ইংরেজিতে এডজেকটিভ এর মত A, An ও The ব্যবহার হয় বলে এদেরকে Article বলে। এই আর্টিকেল কে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রধানত Indefinite ArticleDefinite Article


English Grammar Articles "The"

    এবার এই Indefinite Article ও Definite Article এর মধ্যে Definite Article এর একটি ভাগ হল "The"। তবে একথাও জেনে রাখা দরকার শুধুমাত্র The Definite Article নয় এর সঙ্গে This, That ইত্যাদি নির্দিষ্ট করে যে সমস্ত Adjective গুলি বোঝায় তাদেরকেও Definite Article বলে ধরা হয়।

   এবার এখানে এই নির্দিষ্ট Definite Article অর্থাৎ এর ব্যবহার অর্থাৎ কোথায় কোথায় Definite Article "The" ব্যবহার করা হয় তা নিচে নিয়ম সহকারে আলোচনা করা হলো -


Use of Articles "The"

   ইংরেজিতে ব্যবহৃত A, An, ও The এগুলিকে ইচ্ছামত প্রয়োগ করা যায় না নির্দিষ্ট নিয়ম মাফিক এদের ব্যবহার করতে হয় সেইজন্যে Definite Article The কে ব্যাবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম এখানে দেওয়া হলো - 

English Grammar Articles The
Use of Articles The

Use of Articles The in English 1

    নির্দিষ্ট করে বোঝালে সব Number এবং সব Gender ও Noun এর আগে The বসে।

যেমন The Boy,  The Girl ইত্যাদি। 


Use of Articles The in English 2

   নদী, সাগর, উপসাগর,মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপ পুঞ্জ, জাহাজ, মরুভূমি ইত্যাদি নামের আগে The বসে।

যেমন The Himalyas. The Ganga 


Use of Articles The in English 3

    ধর্ম গ্রন্থ, পত্রিকার নাম, বিশ্বের যে কোনো একটি বস্তু (পৃথিবী, সূর্য), ও বিভিন্ন দিকের নামের আগে The বসে।

যেমন The Mahabharata, The Sun


Use of Articles The in English 4

   জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে এছাড়া, ভৌগলিক স্থানের আগে ও তারিখের পূর্বে Article The বসে। 

যেমন The cow is Useful animal.

             The 13th of January.


Use of Articles The in English 5

    Superlative Degree এর Adjective এর আগে এবং Double Comperative Degree এর আগে Article The বসে। 

যেমন - Kolkata is the largest city in West Bengal.

           NC is the finest young players now.


Use of Articles The in English 6

      একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার আগে আর্টিকেল The বসে। 

যেমন Najrul is the byron of Bengal.