English Grammar Articles | English Grammar Articles Use | English Grammar Articles (A, An, The) in pdf

 Adjective এর ন্যায় ব্যবহৃত a, an ও the কে Article বলে।   Article দুই প্রকার যথা - Indefinite ArticleDefinite Article


Indefinite Article -  A এবং An কে Indefinite Article বলে। 

Definite Article -  The কে Definite Article বলে।


English Grammar Articles Use 

   English Grammar Articles Use এর কিছু নিয়ম আছে, এর অর্থ হলো English Grammar এর এই তিনটি Article আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যাবহার করতে পারি না। এই Article গুলি কে ব্যাবহার করতে হলে আমাদের আগেই জানা দরকার এই সকল আর্টিকেল গুলিকে কিভাবে ব্যাবহার করা যায়। নিচে এই সকল আর্টিকেলের ব্যাবহারের নিয়ম দেওয়া হলো - 


English Grammar Articles Use Rules 1

    সাধারণ কোনো বিষয় বা জিনিস বোঝাতে, যেমন - শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নামের আগে Article বসে না। কিন্তু সেই বিষয় টিকে যদি বিশেষ ভাবে বলা হয় তবে তার আগে Article বসে।

English Grammar Articles
English Grammar Articles Use


যেমন -  Heart is an important part of our body. The heart of the patient does not function properly. 


English Grammar Articles Use Rules 2

    সাধারণ ভাবে বোঝাতে hobby এর আগে কোনো article বসে না, কিন্তু যদি hobby কে বিশেষ গুরুত্ব দিয়ে বোঝানো হয় তবে সেই ক্ষেত্রে এর আগে আর্টিকেল বসে।

যেমন -  Hobby means one's favourite occupation, কিন্তু  I have a hobby. The hobby is gardening.


English Grammar Articles Use Rules 3

   সাধারণত Material noun এর আগে Article বসে না। তবে যদি Material noun কে  নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার আগে Article বসে। 

যেমন -  Gold is a precious metal. আবার -  The gold of south africa is a good quality.


English Grammar Articles Use Rules 4

   সাধারণ Abstract noun এর আগে Article বসে না, তবে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তবে তার আগে Article বসে। 

যেমন -  Patience is a virtue. আবার -  The kindness of nusrat is great.


English Grammar Articles Use Rules 5

   প্রকৃতি বোঝাতে অর্থাৎ Nature এর আগে the বসে না। 

যেমন -  Nature looks very fine at a moon-lit-night.


English Grammar Articles Use Rules 6

   Sports / Game এর নামের আগে The বসে না। 

যেমন - Football is my favourite game.  

   তবে যদি স্পোর্টস বা গেম কে উপকরণ অর্থে ব্যাবহার করা হয় তবে Article বসে। 

যেমন -  The football was a nice one. 


English Grammar Articles Use Rules 7

    Adjective এর পরে কোনো noun না থাকলে Adjective এর পূর্বে কোনো Article বসে না।

যেমন -  He was nice (Adjective)