মঙ্গল কাব্যর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Mongol-kabya-SAQ) - pdf

   বাংলা সাহিত্যের বিভিন্ন মঙ্গল কাব্য গুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা পর পর আলোচনা করেছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমরা এখানে সকল মঙ্গল কাব্য গুলি থেকে গুরুত্বপূর্ণ সকল শর্ট প্রশ্ন ও উত্তর (Mongol-kabya-SAQ) নিয়ে আলোচনা করবো।। 


মঙ্গল কাব্যর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1. মঙ্গলকাব্য কী?

উঃ বিভিন্ন দেব-দেবীর মাহাত্ম্যকীর্তন সম্বন্ধীয় আখ্যানকাব্যগুলি মঙ্গলকাব্য নামে পরিচিত। এই দেব-দেবীর অধিকাংশই আর্যপরিমণ্ডলের নন, বাংলার গ্রাম্য পরিবেশে ও সমাজে এঁদের আবির্ভাব ও প্রতিষ্ঠা। তাই এঁরা লৌকিক ও অপৌরাণিক গ্রামীণ আদর্শ থেকে উদ্ভূত।



2. রাঢ়বঙ্গের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখো।

উঃ বিপ্রদাস পিপিলাই, কেতকাদাস ক্ষেমানন্দ, সীতারাম দাস ও রসিক মিশ্র।



3. পূর্ববঙ্গের দুইজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখো।

উঃ নারায়ণ দেব ও বিজয়গুপ্ত।



4. উত্তরবঙ্গের দুইজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখো।

উঃ তন্ত্র বিভূতি ও জগজ্জীবন ঘোষাল।



5. পঞ্চদশ শতকের তিনজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।

উঃ বিজয়গুপ্ত, নারায়ণ দেব ও বিপ্রদাস পিপিলাই।

Educostudy.In/Mongol-kabya-SAQ



6. সপ্তদশ শতকের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।

উঃ দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, তন্ত্রবিভূতি ও জগজ্জীবন ঘোষাল।



7. অষ্টাদশ শতকের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।

উঃ জীবনকৃষ্ণ মৈত্র, দ্বিজ রসিক, রামজীবন বিদ্যাভূষণ, বাণেশ্বর রায়।



8. ঊনবিংশ শতকের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।

উঃ যশোরের দ্বিজ কালীপ্রসন্ন, জগমোহন মিত্র, বৈদ্য হরিদাস, সিলেটের রাধানাথ রায় প্রভৃতি।



9. মনসমঙ্গল কাব্যের আদি কবির নাম কী?

উঃ কানা হরিদত্ত।



10. মনসার ভয়ে চাঁদসদাগর কোথায় লোহার বাসরঘর তৈরি করেছিল?

উঃ সাঁতালি পর্বতে।



11. মনসামঙ্গল কাব্যের বেহুলা – লখীন্দর আসলে স্বর্গের কোন দেব-দেবী?

উঃ ঊষা ও অনিরুদ্ধ



12. বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়?

উঃ বরিশাল জেলার গৈলা (অধুনা ফুল্লশ্রী) গ্রামে।



13. বিজয়গুপ্তের পিতা ও মাতার নাম কী?

উঃ পিতার নাম সনাতন ও মাতা রুক্মিণী



14. বিজয়গুপ্তের কাব্যের নাম কী?

উঃ পদ্মাপুরাণ



15. বিজয়গুপ্তের কাব্য কবে কোথা থেকে প্রথম মুদ্রিত হয়?

উঃ বরিশাল থেকে ১৩০৩ সালে প্রথম মুদ্রিত হয়।



16. বিজয়গুপ্তের কাব্য কবে রচিত হয়?

উঃ আনুমানিক ১৪৯৪ খ্রীষ্টাব্দে।



17. বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্যের নাম কী?

উঃ মনসাবিজয়।



18. বিপ্রদাস পিপিলাইয়ের জন্মস্থান কোথায়?

উঃ বসিরহাটের কাছে বাদুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।



19. বিপ্রদাস পিপিলাইয়ের পিতার নাম কী?

উঃ পিতার নাম মুকুন্দ।



20. বিপ্রদাস পিপিলাই কবে কাব্য রচনা সমাপ্ত করেন?

উঃ ১৪৯৫ খ্রীষ্টাব্দে।



21. দ্বিজ বংশীদাস রচিত মনসামঙ্গল কাব্যটির নাম কী? কাব্যটি কবে সর্বপ্রথম মুদ্রিত হয়?

উঃ পদ্মাপুরাণ। ১৩১৮ বঙ্গাব্দে কাব্যটি প্রথম মুদ্রিত হয়



22. দ্বিজ বংশীদাসের পিতা ও মাতার নাম কী?

উঃ পিতা যাদবানন্দ ও মাতা অঞ্জনা।



23. কোন কবির রচিত মনসামঙ্গল সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে?

উঃ কেতকাদাস ক্ষেমানন্দের।



24. কেতকাদাস ক্ষেমানন্দের রচিত মনসামঙ্গল কাব্য কবে প্রথম মুদ্রিত হয়?

উঃ ১৮৪৪ খ্রীষ্টাব্দে।



25. কেতকাদাস ক্ষেমানন্দের পিতার নাম কী? তিনি কার অধীনে চাকরি করতেন?

উঃ পিতার নাম শঙ্কর। তিনি বারা খাঁর অধীনে চাকরি করতেন।



26. জগজ্জীবন ঘোষালের পিতা ও মাতার নাম কী?

উঃ পিতার নাম রূপ ও মাতার নাম রেবতী।



27. বসন্ত রোগ থেকে মুক্তি পাবার জন্য কোন দেবীর পুজো করা হয়?

উঃ শীতলা দেবী।



28. বাঘের হাত থেকে রক্ষা পাবার জন্য সুন্দরবনে কোন দেবতার পুজো করা হয়?

উঃ দক্ষিণ রায়।



29. ষোড়শ শতকের তিনজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো।

উঃ মাণিক দত্ত, কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী এবং মাধব আচার্য।



30. সপ্তদশ শতকের দুইজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো।

উঃ কৃষ্ণরাম রায় ও দ্বিজ হরিরাম।



31. অষ্টাদশ শতকের তিনজন ‘চণ্ডীমঙ্গল’ কাব্য রচয়িতার নাম লেখ। তাঁদের কাব্য রচনার কাল ও কাব্যগুলির নাম উল্লেখ কর।

উঃ মুক্তারাম সেন – কাব্যটির নাম ‘সারদামঙ্গল’ – রচনা কাল – ১৭৪৭ খ্রীষ্টাব্দ।


ভবানীশঙ্কর – কাব্যটির নাম – ‘মঙ্গলচণ্ডীর পাঞ্চালিকা’ – রচনা কাল – ১৭০৪ শকাব্দ বা ১৭৮২ খ্রীষ্টাব্দ।

দ্বিজ মুকুন্দ - কাব্যটির নাম ‘বাসুলীমঙ্গল’



32. চণ্ডীমঙ্গল কাব্যের কটি খণ্ড? কী কী?

উঃ দুটি খণ্ড। আখেটিক খণ্ড ও বণিক খণ্ড।



33. চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কী?

উঃ মাণিক দত্ত।



34. স্বর্গের কোন দেবতা ও দেবী কালকেতু ও ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেন?

উঃ ইন্দ্রপুত্র নীলাম্বর ও তাঁর স্ত্রী ছায়া।



35. স্বর্গের কোন দেবী খুল্লনারূপে জন্মগ্রহণ করেন?

উঃ স্বর্গের নর্তকী রত্নমালা।



36. মাণিকদত্তের জন্মস্থান কোথায়?

উঃ মালদহের ফুলবাড়ী গ্রামে।



37. দ্বিজমাধব বা মাধব আচার্যের রচিত গ্রন্থটির নাম কী?

উঃ মঙ্গলচণ্ডীর গীত।



38. মুকুন্দ চক্রবর্তী কোন শতকের কবি?

উঃ ষোড়শ শতকের কবি।



39. মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির প্রকৃত নাম কী?

উঃ অভয়ামঙ্গল।



40. মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায়?

উঃ বর্ধমানের দামিন্যা গ্রামে।



41. কার অত্যাচারে মুকুন্দ চক্রবর্তী গ্রাম ত্যাগ করেন?

উঃ ডিহিদার মামুদ সরিফ।



42. গ্রাম ত্যাগ করে মুকুন্দ চক্রবর্তী কার কাছে আশ্রয় পান?

উঃ মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায়ের কাছে আশ্রয় পান।



43. মুকুন্দ চক্রবর্তী কার গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন?

উঃ মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের।



44. মুক্তারাম সেন রচিত ‘চণ্ডীমঙ্গল’ কাব্যটির নাম কী? কাব্যটি কত সালে রচিত হয়?

উঃ সারদামঙ্গল। কাব্যটি ১৭৪৭ খ্রীঃ রচিত।



45. ‘মঙ্গলচণ্ডীর পাঞ্চালিকা’ গ্রন্থটি কে কত খ্রীষ্টাব্দে রচনা করেন?

উঃ ১৭০৪ শকাব্দে বা ১৭৮২ খ্রীষ্টাব্দে ভবানীশঙ্কর রচনা করেন।



46. মৃগলুব্ধ কী?

উঃ শিব মহিমা বিষয়ক পৌরাণিক পুথি।



47. দুইজন মৃগলুব্ধ রচয়িতার নাম লেখো।

উঃ রামরাজা ও রতিদেব।



48. ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী? কী কী?

উঃ দুটি। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ও লাউসেনের কাহিনী।



49. ধর্মমঙ্গল কাব্যে উল্লিখিত একটি ঐতিহাসিক চরিত্রের নাম লেখো।

উঃ ইছাই ঘোষ।



50. রামাই পণ্ডিতের শূন্যপুরাণ কে আবিষ্কার ও সম্পাদনা করেন?

উঃ নগেন্দ্রনাথ বসু।



51. রামাই পণ্ডিতের স্ত্রী পুত্রের নাম কী?

উঃ স্ত্রীর নাম কেশবতী ও পুত্রের নাম ধর্মদাস।



52. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? তাঁর রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম কী?

উঃ ময়ূরভট্ট। শ্রীধর্মপুরাণ।



53. সপ্তদশ শতকের চারজন ধর্মমঙ্গল রচয়িতার নাম লেখো।

উঃ রূপরাম চক্রবর্তী, রামদাস আদক, সীতারাম দাস এবং যদুনাথ রায়।



54. রূপরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যটির প্রকৃত নাম কী?

উঃ অনাদ্যমঙ্গল বা অনাদিমঙ্গল।



55. রামদাস আদক রচিত ধর্মমঙ্গল কাব্যটির প্রকৃত নাম কী? কাব্যটি কবে রচিত হয়েছিল?

উঃ অনাদিমঙ্গল। কাব্যটি আনুমানিক ১৫৮৪ শকাব্দ বা ১৬৬২ খ্রীষ্টাব্দে রচিত।



56. যদুনাথ রচিত ধর্মমঙ্গল কাব্যটির প্রকৃত নাম কী?

উঃ আগমপুরাণ।



57. শ্যামপণ্ডিত রচিত ধর্মমঙ্গল কাব্যটির প্রকৃত নাম কী?

উঃ নিরঞ্জনমঙ্গল



58. ঘনরাম চক্রবর্তী কোন শতকের কবি? তাঁর জন্মস্থান কোথায়? পিতা-মাতার নাম কী?

উঃ অষ্টাদশ শতকের কবি। বর্ধমান জেলার কুকুড়া কৃষ্ণপুর গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতার নাম গৌরীকান্ত ও মাতার নাম সীতা।



59. ঘনরাম চক্রবর্তী ছাড়া অষ্টাদশ শতাব্দীর চারজন ‘ধর্মমঙ্গল’ রচয়িতার নাম লেখ।

উঃ মাণিক গাঙ্গুলী, সহদেব চক্রবর্তী, হৃদয়রাম সাউ, দ্বিজ রামচন্দ্র বাঁড়ুজ্যা।



60. কার রচিত ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে?

উঃ ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে।



61. সহদেব চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যটির নাম কী? কাব্যটি কবে রচিত হয়?

উঃ অনিলপুরাণ। কাব্যটি ১৭৩৫ খ্রীঃ রচিত।



62. ভারতচন্দ্র কত সালে মারা যান?

উঃ ১৭৬০ খ্রীষ্টাব্দে।



63. কার সম্পাদনায় সচিত্র অন্নদামঙ্গল কাব্য প্রথম প্রকাশিত হয়?

উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের।



64. ভারতচন্দ্রের লেখা নাটকটির নাম কী? তাঁর অলংকারশাস্ত্র বিষয়ক গ্রন্থটির নাম কী?

উঃ নাটকটি হল ‘চণ্ডীনাটক’। অলংকার বিষয়ক গ্রন্থটি হল ‘রসমঞ্জরী’



65. সপ্তদশ শতকের দুইজন শিবায়ন মঙ্গল কাব্য রচয়িতার না লেখো।

উঃ শঙ্কর কবিচন্দ্র ও রামকৃষ্ণ রায়।



66. রামকৃষ্ণ রায় কোন শতকের কবি? তাঁর শিব মহিমা বিষয়ক কাব্যটির নাম কী?

উঃ সপ্তদশ শতকের। শিবমঙ্গল।



67. রামকৃষ্ণ রায়ের জন্মস্থান কোথায়?

উঃ হাওড়া জেলার আমতার কাছে রসপুর গ্রামে।



68. রামেশ্বর ভট্টাচার্য কোন শতকের কবি? তাঁর রচিত কাব্যটির নাম কী?

উঃ অষ্টাদশ শতকের কবি। তাঁর কাব্যের নাম শিবসঙ্কীর্তন।



69. রামেশ্বর ভট্টাচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেন? কবে তিনি মারা যান?

উঃ ১৬৭৭ খ্রীষ্টাব্দে মেদিনীপুর জেলার বরদা পরগণার অন্তর্ভুক্ত যদুপুর গ্রামে কবির জন্ম হয়। ১৭৪৫ খ্রীষ্টাব্দে তিনি মারা যান।



70. সপ্তদশ শতকের দু’জন দুর্গামঙ্গল রচয়িতার নাম লেখো। তাঁদের কাব্যগুলির পরিচয় দাও

উঃ দ্বিজ কমললোচন – কাব্যের নাম –চণ্ডিকাবিজিয়। কাব্যটি ১৪৬ অধ্যায়ে বিভক্ত। মার্কণ্ডেয় পুরাণের দুর্গাসপ্তশতী তাঁর কাব্যের প্রধান অবলম্বন।



ভবানীপ্রসাদ রায় – কাব্যের নাম দুর্গামঙ্গল।


71. কৃষ্ণরাম রায় কোন শতকের কবি? তাঁর ভনিতায় কটি মঙ্গলকাব্য পাওয়া যায়? কী কী? কাব্যগুলির পরিচয় দাও?

উঃ সপ্তদশ শতকের কবি। ৫ টি মঙ্গলকাব্য পাওয়া যায়।


কালিকামঙ্গল- দেবী কালিকার মহিমা বিষয়ক কাব্য। কাব্যটি ১৬৭৬ খীঃ সমাপ্ত হয়।

রায়মঙ্গল – দক্ষিণরায়ের মহিমা বিষয়ক কাব্য। কাব্যটি ১৬৮৬ খ্রীঃ সমাপ্ত হয়।

ষষ্ঠীমঙ্গল- শিশুদের রক্ষাকর্ত্রী ষষ্ঠীঠাকুরের মহিমা বিষয়ক কাব্য। ১৬৭৯-৮০ খ্রীঃ কাব্যটি রচিত।

শীতলামঙ্গল – শীতলা দেবীর মহিমা বিষয়ক কাব্য।

কমলামঙ্গল- এটি কবির শেষ কাব্য।



72. কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে?

উঃ দ্বিজ শ্রীধর।



73. সপ্তদশ শতকের কয়েকজন কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য রচয়িতার নাম লেখো।

উঃ কঙ্ক, কৃষ্ণরাম দাস, কবিশেখর বলরাম চক্রবর্তী, নিধিরাম আচার্য কবিরত্ন প্রভৃতি।



74. অষ্টাদশ শতকের কয়েকজন কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য রচয়িতার নাম লেখো।

উঃ ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, রাধাকান্ত মিশ্র ও মধুসূদন চক্রবর্তী।



75. রামপ্রসাদ ছাড়া অষ্টাদশ শতকের দুইজন ‘কালিকামঙ্গল’ রচয়িতার নাম লেখ। তাঁদের কাব্যের নামগুলি উল্লেখ কর।

উঃ দ্বিজ রাধাকান্ত মিশ্র। তাঁর কাব্যটি হল- ‘শ্যামার সঙ্গীত’।

মধুসূদন চক্রবর্তী। তাঁর কাব্যটি হল – ‘কালিকামঙ্গল’।



76. ষোড়শ শতকের কৃষ্ণমঙ্গল রচয়িতাগণের নাম ও তাঁদের কাব্যের নাম লেখো।

উঃ মাধবাচার্য – কাব্যের নাম ‘শ্রীকৃষ্ণমঙ্গল’।

দুঃখী শ্যামদাস – কাব্যের নাম ‘গোবিন্দমঙ্গল’।



77. শীতলামঙ্গল কাব্যের আদি কবি কে?

উঃ নিত্যানন্দ চক্রবর্তী। ইনি মেদিনীপুরের কাশীজোড়ার রাজা রাজনারায়ণের সভাকবি ছিলেন। ১৭৭৩-৮৩ খ্রীষ্টাব্দের মধ্যে তিনি কাব্যটি রচনা করেন।



78. কয়েকজন শীতলামঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো।

উঃ নিত্যানন্দ চক্রবর্তী, কৃষ্ণরাম দাস, শঙ্কর, মানিকরাম গাঙ্গুলী প্রভৃতি।



79. ষষ্ঠীমঙ্গল কাব্য রচয়িতা তিনজন কবির নাম লেখো।

উঃ কৃষ্ণরাম রায় – ১৬৮৫ খ্রীষ্টাব্দে তিনি কাব্য রচনা করেন।



রুদ্ররাম চক্রবর্তী – খুলনা জেলার বাসিন্দা। পিতার নাম গঙ্গারাম বিদ্যাভূষণ। আঠারো শতকের শেষপাদে তিনি কাব্যরচনা করেন।

শঙ্কর – মেদিনীপুরের ঘাটালের অধিবাসী। ১৭৫৯ খ্রীঃ কাব্য রচনা করেন।



80. সারদামঙ্গল কাব্য রচয়িতা তিনজন কবির নাম লেখ।

উঃ দয়ারাম দাস- মেদিনীপুরের কাশীজোড় গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহের রাজা রাজসিংহ- কাব্যের নাম ‘ভারতীমঙ্গল’। আঠারো শতকের শেষার্ধে কাব্যটি রচিত।

বীরেশ্বর – এঁর সম্বন্ধে কিছু জানা যায়নি।



81. একজন ‘গঙ্গামঙ্গল’ কাব্য রচয়িতার নাম লেখো। তাঁর কাব্যের নাম কী?

উঃ প্রাণবল্লভ। তাঁর কাব্যের নাম ‘জাহ্নবীমঙ্গল’। কাব্যটি বর্ধমানরাজ কীর্তিচন্দ্রের সময়ে রচিত।



82. ‘তীর্থমঙ্গল’ কাব্যটির রচয়িতা কে? তিনি কোথাকার বাসিন্দা ছিলেন?

উঃ বিজয়রাম সেন। তিনি চব্বিশপরগনা জেলার ভাজনঘাটের বাসিন্দা ছিলেন। তাঁর উত্তরভারত ভ্রমণকে অবলম্বন করে এই কাব্যটি রচিত।


83. ‘ধনপতির সিংহলযাত্রা’ উপন্যাসটির রচয়িতা কে?

উঃ রামকুমার মুখোপাধ্যায়।


84. ‘চাঁদবেনে’ উপন্যাসটি কে কবে রচনা করেন?

উঃ সেলিনা হোসেন ১৯৮৪ সালে উপন্যাসটি রচনা করেন।

অমিয়ভূষণ মজুমদারও ১৯৯৬ সালে ‘চাঁদবেনে’ নামে একটি উপন্যাস লেখেন।


85. মুকুন্দ চক্রবর্তীর ‘অভয়ামঙ্গল’ এর বনিক খণ্ড অবলম্বনে লেখা মহাশ্বেতা দেবীর উপন্যাসটির নাম কী? উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

উঃ বেনেবউ। উপন্যাসটি ১৯৯৪ সালে প্রকাশিত হয়।


86. ‘ব্যাধখণ্ড’ উপন্যাসটি কে কত খ্রীষ্টাব্দে রচনা করেন?

উঃ মহাশ্বেতা দেবী ১৯৯৪ সালে উপন্যাসটি রচনা করেন।


87. ‘কালকেতু ও ফুল্লরা’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

উঃ সেলিনা হোসেন। ১৯৮৮ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।


88. ‘অমাবস্যার গান’ উপন্যাসটি কে কত সালে রচনা করেন?

উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৩৯৫ বঙ্গাব্দে উপন্যাসটি রচনা করেন।


89. ‘সওদাগর’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ সমরেশ বসু। উপন্যাসটি ১৯৫৬-৫৭ সালে প্রকাশিত হয়।


90. মনসামঙ্গলের কাহিনী অবলম্বনে রচিত প্রথম নাটকটির নাম কী? নাটকটির রচয়িতা কে? নাটকটি কবে কোথায় প্রথম অভিনীত হয়?

উঃ বেহুলা। নাট্যকার হরনাথ বসু। নাটকটি ১০ ই ডিসেম্বর ১৯১০ সালে স্টার মঞ্চে প্রথম অভিনীত হয়।


91. ‘চাঁদ সদাগর’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কবে কোথায় কার পরিচালনায় প্রথম অভিনীত হয়?

উঃ মন্মথ রায়। নাটকটি ১৪ ই সেপ্টেম্বর ১৯২৭ সালে মনমোহন থিয়েটারে অহীন্দ্র চৌধুরীর পরিচালনায় প্রথম অভিনীত হয়।


92. ‘চাঁদ বনিকের পালা’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নাটকটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?

উঃ শম্ভু মিত্র। নাটকটি ‘বহুরূপী’ পত্রিকায় ‘বটুক’ ছন্মনামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৭৭ সালে (মাঘ ১৩৪৮) নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।


93. ‘ভাঁড়ু দত্ত’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ শিশিরকুমার দাস। ১৯৭৭ সালে ‘বহুরূপী’ পত্রিকার ৪৮ সংখ্যায় নাটকটি প্রকাশিত হয়।


94. ‘মনসা কথা’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কবে প্রকাশিত হয়?

উঃ শেখর দেবরায়। নাটকটি ২০০২ সালে প্রকাশিত হয়।


95. মনসামঙ্গলকে অবলম্বন করে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা নাটকটির নাম কী? নাটকটি কার নির্দেশনায় কবে কোথায় অভিনীত হয়?

উঃ মনসামঙ্গল। প্রকাশ ভট্টাচার্যের নির্দেশনায় এবং ‘নান্দীপট’ এর প্রযোজনায় ১১ আগস্ট ২০১৬ সালে পূর্বশ্রী মঞ্চতে (কলকাতা) প্রথম অভিনীত হয়।


96. ‘ধর্মমঙ্গল’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কবে কোথায় প্রথম অভিনীত হয়?

উঃ উজ্জ্বল মুখোপাধ্যায়। ২০১৬ সালের ২৮ শে আগস্ট ‘বীরভূম সংস্কৃতি বাহিনী লাভপুর’ – এর প্রযোজনায় লাভপুর অতুল শিবমঞ্চে প্রথম অভিনীত হয়।


97. ‘ফুল্লকেতুর পালা’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কবে কোথা থেকে প্রকাশিত হয়?

উঃ রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নাটকটি ২০০০ সালের ১লা অক্টোবর ‘বহুরূপী’ পত্রিকার ৯৪ সংখ্যায় প্রকাশিত হয়।


98. ‘শক্তিপূজা’ যাত্রাপালার রচয়িতা কে? পালাটি কোন মঙ্গলকাব্যের আখ্যানকে নির্ভর করে রচিত হয়েছে?

উঃ শশাঙ্কশেখর বন্দ্যোপাধ্যায়। যাত্রাপালাটি উজানি নগরের বণিক ধনপতি সদাগরের আখ্যানকে নির্ভর করে গড়ে উঠেছে।


99. ‘হেতালের লাঠি’ কবিতাটির রচয়িতা কে?

উঃ শঙ্খ ঘোষ।


100. ‘বেহুলার ভেলা’ কবিতাটি কার রচনা?

উঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায়।


101. ‘লখিন্দর’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায়।


102. ‘বেহুলা ভাসান’ কবিতাটি কার রচনা?

উঃ সব্যসাচী দেব।


103. চাঁদ সদাগর’ কবিতাটির রচয়িতা কে?

উঃ কালিদাস রায়।


104. ‘মনসামঙ্গল’ করিতাটি কার রচনা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উঃ শক্তিপদ ব্রহ্মচারীর রচনা। কবিতাটি ‘অনন্ত ভাসানে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।


105. ‘ফুল্লরার শীতকাল’ কবিতাটি কার রচনা?

উঃ দীপক রায়।


106. ‘ফুল্লরা’ কবিতাটি কার রচনা?

উঃ সঞ্জয় ভট্টাচার্য।


107. ‘চণ্ডীমঙ্গল’ কবিতাটির রচয়িতা কে?

উঃ অমিতাভ দাশগুপ্ত।

👉👉  মঙ্গল কাব্য গুলি থেকে যে সকল প্রশ্ন গুলি পরীক্ষাতে বার বার আসে ও খুব গুরত্বপূর্ণ এখানে সেই প্রশ্ন নিয়েই আলোচনা করা হয়েছে। যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।।