HS Philosophy Suggestions 2020 | দর্শন সাজেশন 2020


দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2020

১. আবর্তন কাকে বলে এর নিয়ম গুলি লেখ। আবর্তন কয় প্রকার ও কি কি কোন কোন ক্ষেত্রে A বচনে সরল আবর্তন হয়। O বচনের আবর্তন হয় না কেন।



২. বিবর্তন কাকে বলে এর নিয়ম গুলি লেখ। বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন আলোচনা করো।

৩. সাংকেতিক উদাহরণ দিয়ে অন্বয়ী পদ্ধতি আলোচনা করো।অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা, আকার, সুবিধা, ও অসুবিধা লেখ।

৪. অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি সংকেত সহ উদাহরণ দিয়ে আলোচনা করো। অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা, আকার, সুবিধা, ও অসুবিধা লেখ।

৫.টীকা লেখ
1, মন্দ উপমা বা দুষ্টু উপমা।
2, অবৈধ সামান্যীকরণ দোষ।
3, অ-পর্যবেক্ষণ দোষ।
4, অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ।


৬. দোষ
1, অবৈধ হেতু দোষ।     2, অবৈধ সাধ্য দোষ।
3, অবৈধ পক্ষ দোষ।     4, চতুষ্পদী দোষ।


৭. প্রমাণ করো
1, দুটি বিশেষ যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যায় না।
2, দুটি আশ্রয় বাক্য নংর্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।
3, একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ বচনের হয়।