HS Education MCQ and SAQ Suggestions 2020

HS Education MCQ and SAQ Suggestions 



1, CAI এর পুরো নাম কি
কম্পিউটার অ্যাসিস্তেদ ইনস্ট্রাকশন

2, UNESCO এর পুরো নাম কি
ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।

3, IGNOU এর পুরো নাম কি
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি।

HS Education MCQ and SAQ Suggestions


4, POA এর পুরো নাম কি
প্রোগ্রাম অফ একশন।

5, SUPW এর পুরো কথাটি লেখ।
সোশালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক।

6, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি ?
গড় বা মিন।

7, স্কিনার বক্স কি ?
 বিজ্ঞানী স্কিনার তার সক্রিয় অনুবর্তন পরীক্ষার জন্য এক বিশেষ ধরনের বক্স বা বাক্সনির্মাণ করেন একে স্কিনার বক্স নাম দেওয়া হয়।

8, পাজল বক্স কি ?
বিজ্ঞানী থর্ন ডাইক তার পরীক্ষায় সমস্যা মূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক বিশেষ যান্ত্রিক বক্স তৈরি করেন যা পাজোল বক্স নামে পরিচিত।

9, অন্তর্দৃষ্টি কাকে বলে ?
সমস্যামূলকপরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার পর প্রাণী সমস্যার সমাধান করে,এই প্রক্রিয়া হঠাৎ ঘটে কোনো প্রচেষ্টা ও ভুল পদ্ধতির প্রয়োজন হয় না। একে অন্তর্দৃষ্টি বলে।

10, UGC এর পুরো নাম কি ?
ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন।

11, CABE এর পুরো নাম কি ?
সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন।

12, প্রত্যাভিজ্ঞার অর্থ কি ?
চিনে নেওয়া।

13, প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপানুবর্তন কখন ঘটে ?
প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া ঘটার পর যদি দীর্ঘ সময় অনুবর্তী তো উদ্দীপকে উপস্থিত না করা হয় তখন অনুবর্তন প্রক্রিয়া নষ্ট হয়।

14, করপল্লবী পদ্ধতি কি ?
বধির শিক্ষার্থীদের একটি শিক্ষাদান পদ্ধতি।

15, বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত।
চ্যালেঞ্জ শিশু।

16, শ্রেণিকক্ষে দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো।
শিক্ষককে পাঠদানে বিঘ্নিত করা ও অমনোযোগী হওয়া।

17, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ।
বুদ্ধির মাধ্যমে প্রাণী প্রতিকূল পরিবেশে অভিযোজন করতে সক্ষম হয়।

18, বয়স্ক শিক্ষা কি।
বয়স্ক শিক্ষা হলো মহান দেশের নাগরিক হিসেবে বয়স্কদের কর্তব্য পরায়ন উদার দৃষ্টি সম্পন্ন আন্তর্জাতিক সংহতির মূল্যবোধ যুক্ত ব্যাক্তিত্বের অধিকারী করে তোলা।

19, দূরশিক্ষা কি।
দূরশিক্ষা হল এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন পদ্ধতি যেখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না এক্ষেত্রে ইলেকট্রনিক বা কোন মাধ্যমের সাহায্যে শিক্ষাদান প্রক্রিয়া ঘটে।

20, সফটওয়্যার বলতে কী বোঝো।
কম্পিউটারের যন্ত্র গুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশের সমষ্টি বা প্রোগ্রাম হল সফটওয়্যার।

HS Education MCQ and SAQ Suggestions


21, ROM ও RAM এর মধ্যে পার্থক্য লেখ।
কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল ROM। অন্যদিকে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল RAM।

22, ডেলর কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
এডগার ফার।

23, সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো।
1948 সালে জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের 48 নম্বর ধারায় শিক্ষাকে সর্বজনীন বলে ব্যক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে যে 14 বছর বয়সের সমস্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে।

24, শিক্ষা ক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো।
প্রাথমিক শিক্ষা স্তরে শিশু ভর্তি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করেই বিদ্যালয় ছেড়ে দেয় একে বলে শিক্ষা ক্ষেত্রে অপচয়।

25, ICDS এর পুরো কথাটি লেখ।
ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস।

26, আইনত দৃষ্টিহীন বলতে কী বোঝো।
যেসকল দৃষ্টিহীনদের উভয় চোখে ভিসুয়াল ক্ষমতা 20/২০০ এর বেশি নয় বা দৃষ্টি ক্ষেত্রে কুড়ি ডিগ্রী এর কম তাদের আইনত দৃষ্টিহীন বলে।

27, রামমূর্তি কমিটি কেন গঠিত হয়।
1986 সালের জাতীয় শিক্ষানীতি পুনর্বিবেচনার জন্য এবং কিছু সংশোধনী করার জন্য 1990 সালে আচার্য রামমূর্তি সভপতিত্বে রামমূর্তি কমিটি গঠন করা হয়।

28, কোন কমিশনে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে ?
জাতীয় শিক্ষা কমিশন ।

29, VEC কি ?
ভিলেজ এডুকেশন কমিটি।

30, 1964-66 এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ?
ডক্টর ভি এস কোঠারি।

31, AICTE এর পুরো নাম লেখ।
অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন।

32, স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কমিটির নাম কি ?
তারা চাঁদ কমিটি।

33, জন টি গার্ড কোন কমিশনের বিদেশি সদস্য ছিলেন ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের।

34, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এর পদ্ধতি গুলি কি কি ?
মিন মিডিয়ান এবং মোড।

35, শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ।
শিখন একটি অভিযোজন মূলক প্রক্রিয়া ও শিখন একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া।

36, বুদ্ধাংক কি ?
বুদ্ধির একককে বুদ্ধাঙ্ক বলে যা আইকিউ দ্বারা প্রকাশ করা হয়।

37, শিখন ও পরিনমনের একটি পার্থক্য লেখ।
শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া অন্যদিকে পরিনমন একটি মানসিক প্রক্রিয়া।

38, ই লার্নিং কি ?
ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করাকে ই লার্নিং বলে।

39, বধির কারা?
মূলত 500 বা 2000 কম্পাঙ্ক 70 ডেসিবল বা তার বেশি শব্দ শুনতে না পেলে সেই ব্যক্তির শ্রবণযন্ত্র কাজ করে না বলে মনে করা হয় এই সমস্ত ব্যক্তিবর্গ কে বাতিল বলে গণ্য করা হয়।

40, মৌখিক পদ্ধতির প্রবর্তক কে ?
জুয়ান পাবলো বনে।

HS Education MCQ and SAQ Suggestions 2020


41, জানার জন্য শিক্ষা কি ?
ব্যবহারিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে সংযোগ সাধনের প্রক্রিয়ায় হলো জানার জন্য শিক্ষা।

42, ডেলর কমিশনের মতে শিক্ষার স্তর গুলি কি কি ?
লার্নিং টু নো, লার্নিং টু ডু,  লার্নিং টু বি, ও লার্নিং টু লিভ টুগেদার ।

43, স্টাইলাস কি ?
অন্ধদের শিক্ষাদান পদ্ধতি ব্রেইল লেখার কলম কে বলা হয় স্টাইলাস।

44, হার্ডওয়ার ও সফটওয়র এর মধ্যে পার্থক্য লেখ।
যে সমস্ত যন্ত্রাংশগুলোর মাধ্যমে কম্পিউটার গঠিত হয় তা হল হার্ডওয়ার, অন্যদিকে ঐ সমস্ত যন্ত্রাংশকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ এর সমষ্টি হল সফটওয়্যার।

45, লার্নিং দ্য ট্রেজার উইদিন কথাটির অর্থ কি ?
শিক্ষার অন্তর্নিহিত সম্পদ।

46, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেন ?
বিশ্ববিদ্যালয় কমিশন।

47, মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন ?
শ্রী অনাথ নাথ বসু।

48, স্মৃতি শক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে যুক্ত ?
জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে যুক্ত।

49, মনোবিদ স্কিনারের কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন ?
রেসপনডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ।

50, অ্যামনেশিয়া কি ?
তীব্র শোক এর ফলে কোন ব্যক্তির স্মৃতি লোপ পাওয়ার ঘটনাকে অ্যামনেশিয়া বলে।

51, প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখ।
প্রেষণা কর্মে উদ্দীপনা সৃষ্টি করে।

52, কাঁচা তথ্য কি ?
শ্রেণিকক্ষ থেকে পাওয়া শিক্ষা ক্ষেত্রের এলোমেলো স্কোর তত্ত্ব গুলি কে কাঁচা তথ্য বলে।

53, প্রেষণা চক্র টি লেখ।
HS Education MCQ and SAQ Suggestions

54, ট্রেট্ট্রদ সমীকরণ টি লেখ।
rap * rbq - raq * rbp = 0

55, বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখ।
IQ = MA/CA * 100

56, স্টাগ্নেশন কি ?
একই শ্রেণীতে ফেল করে থেকে যাওয়া অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া।

57, জ্যাক দেলোয়ার কত সালে ইউনেস্কো তে তাদের রিপোর্ট পেশ করেন ?
 1996 সালে ।

58, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কয়টি স্তর ও কি কি ?
তিনটি স্তর প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক।

59, প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি যেকোনো দুটি সূত্র লেখ।
অনুশীলনের নীতি ও প্রস্তুতির নীতি।

60, অনুবর্তন কি ?
কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক উদ্দীপকের সমান প্রতিক্রিয়ার সষ্টি করার ঘটনাকে বলা হয় অনুবর্তন।

HS 2020 Education MCQ and SAQ Suggestions


61, ADHD এর পুরো নাম কি ?
অ্যাটেনশন দেফেক্ট হাইপার একভিটি ডিজঅর্ডার।

62, মনোবিদ লোয়েন ফেল্ড দৃষ্টিহীনদের কত ভাগে ভাগ করেছেন ?
চার ভাগে ভাগ করেছেন।

63, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশী সদস্যের নাম লেখ।
জণ উইলিয়ামস।

64, দুটি শিখন কৌশল এর নাম লেখ।
অনুবর্তন এবং সমস্যা সমাধানের কৌশল।

65, সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে ?
6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক ভাবে শিক্ষার আওতায় আনতে হবে।

66, বয়স্ক শিক্ষা দুটি সমস্যা লেখ।
মানসিকতার অভাব ও উন্নত পরিকাঠামো এর অভাব।

67, NAEP এর পুরো নাম কি লেখ।
ন্যাশনাল অ্যাক্ট এডুকেশন পলিসি ।

68, গড় এর দুটি সুবিধা লেখ।
খুব সহজেই গড় নির্ণয় করা যায় ও রাশিয়ার ক্রম অনুযায়ী সাজানো প্রয়োজন হয় না।

69, POA কি ?
প্রোগ্রাম অফ একশন।

70, চল বা চলক কি ?
যেসব স্কোর কে গাড়িটি করতে পরিমাপের ফল হিসাবে উপস্থাপন করা হয় তাকে চল বলে।

71, বুদ্ধি কি ?
জীবনের নতুন সমস্যা ও সে সমস্যার সঙ্গে পরিস্থিতি অভিযোজন হল বুদ্ধি।

72, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে ?
ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারা।

73, রামমূর্তি কমিটি কবে গঠিত হয় ?
1990 সালে।

74, সবুজ কার্ড বা গ্রিন কার্ড কি ?
6 থেকে 14 বছরের সমস্ত শিক্ষার্থীর জন্য সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয় তাতে ভর্তির জন্য ব্যবহার করা হয় এই গ্রীন কার্ড।

75, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারক কি কি ?
স্থায়িত্ব ও দীর্ঘায়িত।

76, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর।

77, শ্রীনিকেতন কি ধরনের প্রতিষ্ঠান ?
শ্রীনিকেতন অন্যতম একটি গ্রামীণ বিদ্যালয়।

78, জন ডিউই মতে শিক্ষা কি ?
বাস্তব অভিজ্ঞতার ফলশ্রুতি হলো শিক্ষা।

79, ডেলোরস কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয় ?
14 জন সদস্য নিয়ে।

80, কল্পিত গড় কি ?
যে পদ্ধতিতে কোন বণ্টনের অন্তর্গত একটি শ্রেণির মধ্যমান কে কল্পিত গড় ধরে গড় নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে কল্পিত গড় পদ্ধতি বলে।


HS Education 100 MCQ and SAQ Suggestions


81, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখ।
মনোযোগ পরিসর নির্ভর ও মনোযোগ বাহ্যিক ও অভ্যন্তরীণ বিষয়ের উপর নির্ভর করে।

82, অ্যাডভান্স কোর্স কি ?
যে সমস্ত বিষয়গুলি মূল শিক্ষাদানের বাইরে গ্রহণ করা হয় সেই সমস্ত কোর্স কে এডভান্স কোর্স বলে।

83, সপ্ত প্রবাহ নীতি কি ?
মুদালিয়ার কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় কে সাতটি প্রবাহ অধ্যায়ে ভাগ করেছেন এগুলো কি একসঙ্গে সপ্তপ্রবাহ বলে।

84, কম্পিউটারের আউটপুট যন্ত্রের নাম কি ?
মনিটর প্রিন্টার ইত্যাদি।

85, ব্যবহারিক সাক্ষরতা কি ?
লেখাপড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্জন করতে পারাকে ব্যবহারিক সাক্ষরতা বলে।

86, শিক্ষা ক্ষেত্রে থ্রি আর এর অর্থ কি (3R) ?
রিডিং রাইটিং এন্ড এরিথমেটিক।

87, জাতীয় শিক্ষানীতি কি নামে প্রকাশিত হয় ?
চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ।

88, কমন ইস্কুল কি ?
সর্বসাধারণের উদ্দেশ্যে নির্মিত সাধারণ বিদ্যালয় জাতি-ধর্ম-বর্ণ মেধাবী ও মেধাবী সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে কমন স্কুল বলে।

89, মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য লেখ।
দেশাত্মবোধ কে জাগ্রত করা ও যুবসমাজের চরিত্র গঠন করা।

90, সাধারণ মানসিক ক্ষমতা দুটি বৈশিষ্ট্য লেখ।
সাধারণ মানসিক ক্ষমতা সকল কাজে ব্যবহৃত হয় ও এটি একটি সহজাত ক্ষমতা এবং একটি সার্বজনীন ক্ষমতা।

91, কার্যকরী বুদ্ধি কি ?
দৈনন্দিন জীবনে বাস্তবমুখী কাজ করার ক্ষমতা বা সামর্থ্য কে মনোবিদরা কার্যকরী বুদ্ধি বলেছেন।

92, রেসপনডেন্ট কি ?
যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তু ধর্মীয় উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে রেস্পন্দেন্ট বলে।

93, S টাইপ অনুবর্তন কি ?
যে জাতীয় অনুবর্তন এ যে কোন বস্তু ধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলে টাইপ অনুবর্তন।

94, R টাইপ অনুবর্তন কি ?
যে জাতীয় অনুবর্তন কোন নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটেনা আচরণকারী উদ্দীপক পূর্বধারণা থাকেনা প্রত্যাশা মূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটে তাকে বলে আর টাইপ অনুবর্তন।

95, সহগতি কি ?
দুটি বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে যে সম্পর্ক কাকে বলে সহগতি।

96, একটি গবেষণা মূলক শিক্ষা প্রতিষ্ঠান নাম লেখ।
বসু বিজ্ঞান মন্দির।

97, কোর পাঠক্রম কি ?
যে পাঠক্রমে ভারতের স্বাধীনতা সংগ্রাম দেশের ঐতিহ্য গণতন্ত্র ইত্যাদি থাকবে সেই সমগ্র পাঠক্রম কে বলা হয় কোন পাঠক্রম।

98, হ্যান্ডিক্রাফট কথাটির অর্থ কি ?
প্রতিযোগিতামূলক কাজে অসুবিধা বা বাধা ।

99, সর্বশিক্ষা অভিযান কি ধরনের প্রকল্প ?
সর্বশিক্ষা অভিযান একটি কেন্দ্র ও রাজ্য সম্মানীয় সংস্থা এবং বেসরকারি উদ্যোগে একটি প্রকল্প।

100, ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় ?
1945 সালের 16 ই নভেম্বর।



Most important and best hundred education MCQ and saq question and answer for West Bengal higher secondary  examination. This is educostudy official website, hear you can get West Bengal State board examination suggestion like history geography e Sanskrit Bengali e philosophy education etc.