Class10 Geography suggestions. সমুদ্র স্রোতকি ? ও তার কারণ। Ocean Current and Cause.
|
|0
|
সমুদ্র স্রোত কি ? সমুদ্র স্রোতের কারণ।
পৃথিবীর আবর্তন, উষ্ণতা, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণের ঘনত্ব, এই সবের কারণে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। সমুদ্র জলের এই চলাচলের ঘটনাকে সমুদ্র স্রোত বলে। এই সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে অনেক কারণ থাকে, যেমন -
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
বায়ু প্রবাহ
মনে রাখার বিষয় যে শুধুমাত্র নিয়ত বায়ু প্রবাহের দ্বারা স্থায়ী সমুদ্র স্রোত সৃষ্টি হয়। সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ। বেশিরভাগ নিয়ত বায়ু যেদিকে চলে সমুদ্র স্রোতের গতিও সেই দিকে লক্ষ্য করা যায়। প্রবল মৌসুমী বায়ুর দিক পরিবর্তন হলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়। অর্থাৎ বলা যায় বায়ু প্রবাহের কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। Class10 Geography suggestions
উষ্ণতা
সমুদ্রে স্রোত সৃষ্টি হবার জন্য উষ্ণতা বিশেষ ভূমিকা গ্রহণ করে। যেমন নিরক্ষীয় অঞ্চলের জলের তাপমাত্রা বেশি এই কারণে হালকা ও ঘনত্ব কম হয়। আবার অপর দিকে মেরু অঞ্চলে জল শীতল, ভারী ও ঘনত্ব যুক্ত হয়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলের হালকা, উষ্ণ জল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। এই ভাবে উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। Class10 Geography suggestions
জলের লবণের পরিমান
সমুদ্র জলের লবনের উপর ঘনত্ব নির্ভর করে। সমুদ্র জলের লবণের ঘনত্ব সব জায়গাতে সমান নয়। কম ঘনত্ব যুক্ত জল হালকা হয়, যার ফলে এই জল বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হয় ও স্রোতের সৃষ্টি হয়। Class10 Geography suggestions
পৃথিবীর আবর্তন
পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর গতির দিক বিক্ষেপ ঘটে, অর্থাৎ বায়ু দিক পরিবর্তন করে। বায়ু দিক পরিবর্তন করলে জলের গতিরও পরিবর্তন ঘটে ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।
Class10 Geography suggestions
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
মেরু অঞ্চলের বরফ
পৃথিবীর দুই মেরু অঞ্চলে জমে থাকা বরফ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গলতে থাকে । এই গোলে যাওয়া বরফ জলের ঘনত্ব ও লবনতা কমিয়ে দেয় যার ফলে জলের দিক বিক্ষেপ ঘটে এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। Class10 Geography suggestions
উপকূলের আকৃতি
মহাসাগরের স্রোতগুলি মহাদেশের যে প্রান্তে বাধা পায় সেই কিনারার উপর নির্ভর করে স্রোত গতি পায়। উপকূলের গঠন বা আকৃতি অনুসারে সমুদ্র স্রোতের গতিপথ পরিবর্তিত হয় ও স্রোত বিভিন্ন শাখায় বিভক্ত হয়। Class10 Geography suggestions
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন