Class 10 Geography Suggestions. পৃথিবীতে সমুদ্র স্রোতের প্রভাব।।

     পৃথিবীর জলবায়ু পরিবর্তনে সমুদ্র স্রোতের প্রভাব

          সমস্ত পৃথিবীর  71 শতাংশ জুড়ে মহাসাগর অবস্থান করছে। সেই কারণে সমুদ্রের নানান কার্যকলাপ বিভিন্ন ভাবে পৃথিবীর উপর সরাসরি প্রভাব ফেলে। সমস্ত পৃথিবীর বিভিন্ন বৈচিত্র পরিবর্তনে সমুদ্র বা সমুদ্র স্রোতের  উপর প্রভাবশীল। সমুদ্র স্রোতের কারণে পৃথিবীতে যে সকল ঘটনা ঘটে তার কয়েকটি নিচে আলোচনা করা জল

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

মগ্নচড়া
      সমুদ্র স্রোতের অন্যতম প্রভাব হলো মগ্ন চড়া। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে স্রোতের সাথে বয়ে আনা হিমশৈল গোলে যায়। এই হিম শৈলে থাকা নানান পদার্থ সমুদ্রের নিচে জমে যায়। ধীরে ধীরে জমতে থাকা এই সকল পদার্থ  সমুদ্রের বুকে মগ্ন চড়া সৃষ্টি করে।
           গ্রান্ডব্যাংক, ডোগার্সব্যাংক, রকফল ব্যাংক এই ধরণের মগ্নচড়া। এই সকল স্থানে সমুদ্রের গভীরতা কম হয়। মগ্নচড়া স্থানে প্রচুর শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মায়, যার জন্য এই অঞ্চলে সামুদ্রিক মাছের ক্ষেত্র গোড়ে ওঠে।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

উপকূলের জলবায়ু
         সমুদ্র স্রোত দুই প্রকার হয়ে থাকে এক শীতল, দুই উষ্ণ। যে অঞ্চল দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল ওই উষ্ণ স্রোতের প্রভাবে বেশ গরম হয়ে থাকে । আবার যে অঞ্চল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় তার পার্শ্ববর্তী অঞ্চল ঠান্ডা থাকে। যেমন জাপানি স্রোতের কারণে জাপানের পশ্চিম উপকূলের উষ্ণতা বেশি। আবার শীতল স্রোত শুষ্ক হয় বলে এর উপরের বায়ু জলীয় বাষ্পহীন হয়, এর ফলে ওই অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়।


জলবায়ুর পরিবর্তন
           বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্র স্রোত বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। সমুদ্র স্রোতের কারণে বিশ্বের কোথাও  কোথাও জলবায়ুর বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। কোনো অঞ্চল শুষ্ক আবার কোনো অঞ্চল আদ্রতে পরিণত হয়। যেমন উষ্ণ সমুদ্র স্রোতের পশে সব সময় তীব্র ঝড় ঝঞ্ঝা ঘটতে থাকে। উষ্ণ সমুদ্র স্রোতের কারণে এল-নিনো এবং লা-নিনো এর সৃষ্টি হয়েছে।

## এল-নিনো ও লা-নিনো নিয়ে আলোচনা করা আছে। দেখতে এল নিনো বা লা নিনোর উপর ক্লিক করো। 


  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE