Class 10 Geography Suggestions. জোয়ার ভাটা কি । এর কারণ সম্পর্কে আলোচনা।

                      জোয়ার এবং ভাটা

       চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে নির্দিষ্ট সময়ের ব্যাবধানে নিয়মিত ভাবে সাগর বা মহা সাগরের জল ফুলে ওঠে, এই ঘটনাকে জোয়ার বলে। আবার মিলিত এই আকর্ষণের ফলে পৃথিবীর যে অংশের জল ফুলে ওঠে তার বিপরীত দিকে জল নিচে নেমে যায়, জলের এই নিম্ন মুখী তাকে কে বলে ভাটা।
        তবে এই জোয়ার বা ভাটা কয়েকটি নির্দিষ্ট কারণের ফলে গোড়ে ওঠে। যেমন ---

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

Madhyomik geography suggestions 2020


পৃথিবীর বিকর্ষণ শক্তি
           পৃথিবী তার মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তনের জন্য পৃথিবীতে দুই ধরণের বলের সৃষ্টি হয় যার একটি কেন্দ্রের দিকে অন্যটি কেন্দ্রের বাইরের দিকে। পৃথিবীর জলভাগের বিকর্ষণ শক্তি স্থলভাগ থেকে অনেক বেশি হয় , যার ফলে জলের একটি বিক্ষিপ্ত হবার ধর্ম লক্ষ্য করা যায়। এই ধর্মের জন্য জোয়ারের সৃষ্টি হয়।
Madhyomik geography suggestions 2020

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


চন্দ্র ও সূর্যের আকর্ষণ
              মহাকর্ষ সূত্র অনুযায়ী, সৌর পরিবারের প্রত্যেক সদস্য মহাকর্ষ শক্তির ফলে একে অপরের চারিদিকে  ঘুরছে। সেই তথ্য অনুযায়ী পৃথিবী ও চাদ উভয় উভয়কে আকর্ষণ করে। 

      একদিকে সূর্যের আকর্ষণ, আর একদিকে চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর কাজ করে। তাই এই দুই আকর্ষণের ফলে পৃথিবীর বাইরের দিকে অবস্থিত সাগর বা মহাসাগরের জল ফুলে ওঠে ও জোয়ারের সৃষ্টি হয়। আবার বিপরীত দিকে ভাটা হয়।
Madhyomik geography suggestions 2020


## উপরের দুটি কারণ জোয়ার ও ভাটার জন্য মুখ্য কারণ। কিন্তু এই কারণ ছাড়াও আরও কয়েকটি গৌণ কারণের জন্য ভাটা হয় বলে মনে করা হয় যেমন --
Madhyomik geography suggestions 2020

১) সমুদ্রের তীরের উপর নির্ভর করে জোয়ার ভাটা ঘটে। 
2) জলস্তর এর ওঠানামার উপর জোয়ার ভাটা নির্ভর করে।
৩) সমুদ্র জলের ঘনত্ব, লবনটা ইত্যাদির উপর নির্ভর করে জলের গতি পরিবর্তন ও জোয়ার ভাটার সৃষ্টি হয়।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


## জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধা

সুবিধা :-
১)  জোয়ারের সময় নদীর জল বৃদ্ধি পায়, এবং সহজে নদীতে জাহাজ চলাচল করতে পারে।
২)  জোয়ার ভাটার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়।
৩)  জোয়ারের ফলে নদীর মোহনা পলি মুক্ত হয়।
৪)  জোয়ারের সময় নদীতে লোনা জল প্রবেশ করে যার ফলে ঠান্ডা দেশে বরফ জমতে পারে না।
Madhyomik geography suggestions 2020


অসুবিধা :-
১)  জোয়ারের সময় নদীতে লোনা জল প্রবেশ করলে নদীর জল নোনা হয়, এর ফলে কৃষিকাজে অসুবিধা হয়।
২)  নদীতে যদি স্রোত কম থাকে তবে জোয়ারের জল প্রবেশ করলে নদীতে পলি জমে যায়।
৩)  জোয়ারের ফলে নদীর বা সাগরের তীরবর্তী অঞ্চলে বন্যা দেখা দেয়। যার ফলে তীরবর্তী অঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে ওঠে।
Madhyomik geography suggestions 2020

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE