Class 9 Geography "Rotation of Earth" পৃথিবীর আবর্তন গতির ফলাফল।

Rotation Of Earth,পৃথিবীর আবর্তন গতির ফলাফল।

     মহাকাশে পৃথিবীর দুই ধরণের গতি দেখা যায়। এক হলো আবর্তন গতি বা আহ্নিক গতি ও পরিক্রমণ গতি বা বার্ষিক গতি।

       পৃথিবী যখন নিজের অক্ষরেখার উপর একপাক ঘুরে আসে তখন তার সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট এবং 40 সেকেন্ড এই সময় কে পৃথিবীর আবর্তন গতি বলা হয়। এই আবর্তন গতির সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নিরক্ষরেখায় এই বেগ 1667 KM/h

         এই গতির ফলে কিছু পরিবর্তন ও সৃষ্টি পৃথিবীতে ঘটে, যে গুলিকে আবর্তন গতির ফল বলা হয়। কয়েকটি ফলাফল নিয়ে আলোচলা করা হলো - 

## এখানে লক্ষ্য রাখতে হবে প্রশ্নের 3 থাকলে শুধু আসল পয়েন্টটাকে লিখতে হবে, আর 5 থাকলে পুরোটাই লিখতেহবে।

দিন ও রাত্রির সৃষ্টি
         আবর্তন গতির সময় পৃথিবীর কোনো স্থান সূর্যের সামনে থাকে আবার কোনো স্থান সূর্যের বিপরীতে থাকে। পৃথিবীর যে স্থান সূর্যের সামনে থাকে সেখানে দিন হয় আর তার বিপরীত স্থানে হয় রাত



সকাল ও সন্ধ্যার সৃষ্টি
          যে ভাবে আবর্তন গতির প্রভাবে পৃথিবীতে দিনরাতের সৃষ্টি হয় ঠিক একই ভাবে পৃথিবীতে সকালসন্ধ্যার সৃষ্টি হয়। পৃথিবী ঘুরতে ঘুরতে যখন অন্ধকার স্থান থেকে আলোর দিকে এগিয়ে আসে তখন সেই স্থানে সকাল বা প্রভাতের সৃষ্টি হয়। আবার পৃথিবীর আলোকিত স্থান যখন ঘুরতে ঘুরতে অন্ধকারের দিকে যায়, তখন সেই অংশকে বলে সন্ধ্যা

ছায়াবৃত্ত
         আমরা জানি পৃথিবী যেহেতু গোলাকার তাই পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের সামনের কিছু অংশে দিনের সৃষ্টি হয়। কিন্তু সূর্যের আলো একটি নির্দিষ্ট রেখায় গিয়ে অন্ধকার ও আলোর মিলন ঘটায় এই রেখাকে বলে ছায়াবৃত্ত



বায়ু প্রবাহের দিক পরিবর্তন
       পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীতে আবর্তন বেগের সৃষ্টি হয়। এই আবর্তন বেগের গতি সর্বত্র সমান হয় না , এই কারণে পৃথিবী সংলগ্ন বায়ু গতির সাপেক্ষে দিক পরিবর্তন করে। এই ঘটনা কে ফেরেলের সূত্র বলা হয়।।

** 5 মার্কার জন্য সব টুকু লিখতে হবে প্রয়োজনে ছবি ব্যবহার করতে হবে। কিন্তু 3 নম্বরের জন্য শুধু মেইন পয়েন্ট লিখতে হবে।
                     Educostudy