France revolution, cause of France revolution, ফরাসি বিপ্লবে নারীদের অবদান।
|
|0
|
"France revolution", "cause of France revolution", ফরাসি বিপ্লবে নারীদের অবদান, wemen power,
ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই 1789 সালে স্টেটস এর সভা ডাকলে সেখানে তৃতীয় শ্রেণীর বুর্জোয়া সমাজ গণতান্ত্রিক ভোটার অধিকারের দাবি জানায়। এই চরম অবস্থায় রাজা নতিস্বীকার হয়ে দাবি মেনে নিলেও মন থেকে চরম রাজতন্ত্র কে ভুলতে পারেন নি। France revolution, cause of France revolutionতাই সভার পর সম্রাট নানান ভাবে ফ্রান্সের জনগণ কে বিপদে ফেলতে থাকে। এরফলে শুরু হয় বিপ্লব, আর এই বিপ্লবে সাধারণের মানুষের পাশাপাশি ফ্রান্সের নারী সমাজ ও যোগদান করেছিলো।
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা
ফরাসি বিপ্লবের প্রকৃত সমর্থক ছিল তৃতীয় শ্রেণীর মানুষেরা। আর সেই তৃতীয় শ্রেণীর মানুষ দের মধ্য থেকে নারী সমাজ ও এই বিপ্লব কে ত্বরান্বিত করেছিল।
# সমস্ত নোটের জন্য নিচের বেলে চাপ দিয়ে allow করো।
নারীদের বিদ্রোহের কারণ -
# সমস্ত নোটের জন্য নিচের বেলে চাপ দিয়ে allow করো।
নারীদের বিদ্রোহের কারণ -
- গ্রাম অঞ্চলে ফ্রান্সের রাজাদের অত্যাচার ছিলো খুব বেশি। আর বেশির ভাগ গ্রামে তৃতীয় শ্রেণীর মানুষের বসবাস করতো। তাই খুব সহজেই গ্রামের নারী সমাজ এই অত্যাচারের প্রতিবাদে সমর্থন দিয়েছিল। #France revolution, cause of France revolution
- 1989 সালের শেষের দিকে ফ্রান্সের গ্রাম অঞ্চলে খাদ্যের অভাব দেখা দেয়। এর ফলে গ্রামের নারীরা প্রতিবাদে নেমে পড়ে, সম্রাটের বিরুদ্ধে।
- খাদ্যের অভাবে প্রায় 6000 মহিলা ফরাসি বিপ্লবের সমর্থক রাজ প্রাসাদ অভিযান করে, ও রুটি চাই স্লোগান দিতে থাকে।
- একমাত্র ফ্রান্সের নারী সমাজই রাজপ্রাসাদ ঘিরে রক্ষীদের হত্যা ও বন্ধি করে ফেলে। #France revolution, cause of France revolution

France revolution, cause of France revolution
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন