France Revolution, বাস্তিল দুর্গের পতন, ফরাসী বিপ্লব, Napoleon bonapert.

France Revolution, বাস্তিল দুর্গের পতন, ফরাসী বিপ্লব, Napoleon bonapert.


        ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর বুর্জোয়া দের কাছে আত্ম সমর্পন করলেও তিনি পুরোনো রাজতন্ত্রের প্রতীক হয়ে থাকতে চেয়েছিলেন। শুধুমাত্র সেই কারণে ফ্রান্সের প্রধান অর্থ মন্ত্রী নেকার কে সরিয়ে দিয়ে সেই পদে প্যারিসভার্সাই এর সেনা মোতায়েন করে। এর পর ফ্রান্সের উত্তপ্ত জনতা 1789 সালের 14 ই জুলাই বাস্তিল দুর্গ আক্রমন করে ও দখল করে নেয়।। 
France Revolution, বাস্তিল দুর্গের পতন, ফরাসী বিপ্লব, Napoleon bonapert.

গুরুত্ব 
  যে সমস্ত গুরুত্বপূর্ণ কারণে বাস্তিল দুর্গের পতন হয়, এবং সেই কারণ গুলির গুরুত্ব সম্পর্কে নিচে আলোচনা করা হলো -

# এই ধরণের নোটস পেতে নিচে বেল চেপে allow করে রাখো।

নমনীয় রাজতন্ত্র
         বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের রাজতন্ত্র খানিকটা শিথিল হয়ে পড়ে। আতঙ্কিত রাজা ফ্রান্সের জাতীয় পতাকা কে মেনে নেয়। জনগণ নির্ধারিত মেয়র কে প্যারিস পৌরসভার প্রধান করা হয়। জাতীয় রক্ষীবাহিনীর প্রধান লাফায়েত কে করা হয়।

রাজতন্ত্রে আঘাত
          ফ্রান্সের রাজারা ছিল চরম স্বৈরাচারীর প্রতিভূ, আর তার ভিত্তি ছিল বাস্তিল দুর্গ। বিনা বিচারে অনেক প্রজাকে এই বাস্তিল দুর্গে প্রাণ হারাতে হয়েছে। সেই কারণে বিক্ষুদ্ধ জনতার প্রধান লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের প্রীতি ওই বাস্তিল দুর্গের ধ্বংস। আর এই দুর্গের ধ্বংসের মধ্য দিয়ে রাজতন্ত্র ক্ষমতা হারায়।

France Revolution, বাস্তিল দুর্গের পতন, ফরাসী বিপ্লব, Napoleon bonapert.

France Revolution, বাস্তিল দুর্গের পতন, ফরাসী বিপ্লব, Napoleon bonapert.

দেশত্যাগ
       ফ্রান্সের রাজাদের সাহায্যকারী সম্প্রদায় ছিল অভিজাতরা। এদের কাজ ছিল রাজার করা আদেশ নিচুতলার জনগণের উপর প্রয়োগ করে , অত্যাচার করা। বাস্তিল দুর্গের পতনের সাথে সাথে এই অভিজাতরা ভয়ে দেশ ত্যাগ করতে থাকে, ও ফ্রান্সের জনগণ শান্তির নিশ্বাস পায়।

গণতন্ত্র
       ফ্রান্সে রাজতন্ত্র পতনের সৃষ্টি শুরু হলে, গণতন্ত্র শক্তিশালী হতে শুরু করে। জনগণের আক্রমণে ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন হলে সম্রাট রা বুঝতে পারে, তাদের সময় বেশিদিন থাকবে না । এরপর থেকে গণতন্ত্র জোর বাঁধতে শুরু করে ও ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়।

France Revolution, বাস্তিল দুর্গের পতন, ফরাসী বিপ্লব, Napoleon bonapert.



      সুতরাং বলাযায় যে ফ্রান্সের রাজতন্ত্রের প্রতিভূ বাস্তিল দুর্গ পতন হলে ফ্রান্সের জনগণ স্বাধীনতা ফিরে পেতে শুরু করে। ফ্রান্সের গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরী হয় বাস্তিল দুর্গের পতনের হাত ধরে।