"Indian history", "indian history of art", ভারতের ইতিহাস গঠনে প্রধান উপাদান।

"Indian history", "indian history of art", ভারতের ইতিহাস গঠনে প্রধান উপাদান, indian history culture,

     মানুষ চিরকাল অনুসন্ধানে প্রয়াসী। তাই নতুন নতুন বিষয় জানতে কখনো হরপ্পা কখনো মহেঞ্জোদারো আবিষ্কার করেছে। সেকারণে নতুন নতুন বিষয় ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। যেমন প্রাচীন কালের মুদ্রা, রাজার খোদাই করা বাণী, চিঠি পত্র ইত্যাদি, কেন না বর্তমানে মানুষ এই সকল MP 2020 History MCQ Suggestions প্রাচীন উপাদান থেকে নতুন জ্ঞান লাভ করতে পারছে। যা কিছু প্রাচীন আমাদের কাছে তা আবার বিশেষ ভাবেই গুরুত্বপূর্ণ ইতিহাস গঠনের ক্ষেত্রে। সেই রকম কয়েকটি ইতিহাসের উপাদান সম্পর্কে আমরা আজ আলোচনা করবো যা ভারতের ইতিহাস history of india and history of Indian art জানতে সাহায্য করেব।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


"Indian history", "indian history of art", ভারতের ইতিহাস গঠনে প্রধান উপাদান।

সরকারি নথিপত্র: 

          ভারত পরাধীন থাকা কালীন ইংরেজ রা আমাদের দেশ শাসন করতো আমরা জানি, আর সেই সময় ভারতের ইতিহাস history of india কেমন ছিল তা আজ আমরা জানতে পেরেছি সেই সময় কার কিছু সরকারি কাগজ পত্র MP 2020 History MCQ Suggestions থেকে। ইংরেজ জামানার বহু কাগজ পত্র indian history of art বলে দিল্লি মুম্বাইয়ের সংরক্ষণ শালায় বন্দি হয়ে আছে। যে গুলো আমাদের কাছে ইতিহাসের মোস্ট indian history date এর তালিকায় রয়েছে। 
"Indian history", "indian history of art", ভারতের ইতিহাস গঠনে প্রধান উপাদান।

চিঠিপত্র: 
           মানুষের ভাব ভাষা বিনিময়ের একমাত্র পথ হলো মুখের ভাষা, কিন্তু আমরা জানি যাকে বলার কথা তাকে বলতে গেলে কাছেই থাকতে হয়। কিন্তু ইংরেজরা বিভিন্ন সরকারী কাজের জন্য লিখিত রূপে চিঠি কেই ব্যবহার করতো। আবার বিভিন্ন দরকারী দলিল , দস্তাবেজ এর জন্য লেখার প্রয়োজন হতো। আর বর্তমান কালে আমরা সেই সকল উপাদান নিয়ে আমাদের ভারতের ইতিহাস history of india গড়ে তুলেছি।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

       এই চিঠি পত্র দুই ধরনের হতে পারে এর ব্যক্তিগত আবার অফিসিয়াল। এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে উভয় উপাদান আমাদের ভারতের ইতিহাস indian history গঠনে সাহায্য করে থাকে।
"Indian history", "indian history of art", ভারতের ইতিহাস গঠনে প্রধান উপাদান।

বিবরন: 
          বিবরণ বস্তুটি একটু অন্য রকম, কেননা বেশির ভাগ বিবরণী গুলি বিদেশিদের হাতে লিখিত। বিদেশীরা যে ভাবে ভারতবর্ষ কে দেখেছে সেই ভাবেই তারা তাদের অভিজ্ঞতা কে লিপিবদ্ধ করেছে, যেমন আমরা জানি মেগাস্থিনিস, হিউয়েন সাং প্রমুখ বিদেশি পর্যটকরা আমাদের দেশে এসে, MP 2020 History MCQ Suggestions তাদের অমূল্য লেখনীর অমৃত ভারত কে দান করে ভারতের ইতিহাস গঠনে সাহায্য করেছে। আর ওই সকল  বিবরণী গ্রন্থ গুলি আজ আমাদের কাছে indian history of art বা culture এর দস্তাবেজ।


সংবাদপত্র:
            আমাদের কাছে সংবাদপত্র কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা প্রতিদিনের জীবনে উপলব্ধি করতে পারি। পরাধীন ভারত বর্ষে এই সকল পত্রিকা গুলি কিভাবে ভারতের স্বাধীনতা পেতে সাহায্য করেছিলো সে সকল বিষয় আমরা সেই প্রাচীন পত্রিকার ছিন্ন খন্ড দেখে বুঝতে পারি।  যেমন - বঙ্গদর্শন, সোমপ্রকাশ, তত্ববোধনী, হিন্দু প্যাট্রিয়ট, সন্ধ্যা ইত্যাদি পত্রিকা আমাদের সেই পুরোনো দিনের কথা স্মরণ করিয়ে ইতিহাস কে মজবুত করে তোলে , সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই সকল সাময়িক পত্রিকা গুলিতে বাঙালির একান্ত আপন ইংরেজ বিরোধিতা, গুপ্তসমিতি, কিভাবে ব্রিটিশ দের তছনছ করেছিল তার দর্পন হিসাবে ইতিহাস গঠনকারী এক মূল্যবান প্রতীক।

   
"Indian history", "indian history of art", ভারতের ইতিহাস গঠনে প্রধান উপাদান।
 
        সুতরাং উপরের কয়েকটি বিষয় আলোচনা করে খুব সহজেই বোঝা যায় যে আজ ভারতের ইতিহাস history of india, ভারতের ঐতিহ্য indian history culture, ভারতের চিত্রকলা indian history of art, সব কিছু গড়ে উঠেছে ওইসব পুরোনো দিনের উপাদানের উপর। আজ আধুনিক ভারতের ইতিহাস গঠন অনেক মতপার্থক্য থেকে জন্মেছে যার একমাত্র অবসান ওই ইতিহাসের উপাদান গুলি, যাকে ঘিরে আধুনিক ভারতের ইতিহাস গড়ে উঠেছে।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


আধুনিক ভারত modern india, ভারতের ইতিহাস, history of india, indian history of art,ভারতের ইতিহাস ঐতিহ্য, indian history and culture, indian history date.

MP 2020 History MCQ Suggestions
 প্রশ্নটি অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করো ও অন্য সব প্রশ্ন পেতে ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করো।