France, European history, Napoleon bonapert, ফ্রান্সে সন্ত্রাসের শাসন সম্পর্কে আলোচনা।

France revolution, European history, Napoleon bonapert, ফ্রান্সে সন্ত্রাসের শাসন সম্পর্কে আলোচনা।

      ফ্রান্সে ফরাসী বিপ্লবের ফলে এক ধরণের গণতন্ত্র সৃষ্টি হয়ে ছিল, যা ফ্রান্সের জনগণ মন থেকে মেনে নিলেও পরবর্তী সময়ের বিপদের আশঙ্কা তারা ভাবতে পারেনি। এর ফলে 1793 সালে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যু হলে ফ্রান্সে নানান অশান্তির বাতাবরণ এর সৃষ্টি হতে থাকে। 1793 সালের জুন থেকে 1794 সালের জুলাই মাস পর্যন্ত এই তেরো মাস ফ্রান্সে যে শাসন ব্যবস্থা চলে ছিল তাকেই সন্ত্রাসের শাসন বলা হয়।

France revolution, European history, Napoleon bonapert, ফ্রান্সে সন্ত্রাসের শাসন সম্পর্কে আলোচনা।


 # সমস্ত নোটের জন্য নিচের বেলে চাপ দিয়ে allow করো।

কারণ
   ফ্রান্সের সন্ত্রাসের শাসন কে ভাগ করেল প্রধানত দুদিক থেকেই দেখা যায়। 



  • রাজতন্ত্রের সমর্থন আবার এর বিরুদ্ধে প্রতিবিপ্লব যার ফলে       এই প্রতিবিপ্লব জোরদার হতে থাকে। 

    • ফ্রান্সের বাইরের অন্যান্য রাষ্ট্র বিপ্লবের এই প্রভাবে ভয় পেতে থাকে। এমন কি ইংল্যান্ড, অস্ট্রিয়া, স্পেন, প্রশিয়া এই সকল দেশ প্রথম শক্তি জোট তৈরিকরে ফ্রান্সের বিপ্লবী সরকারকে ধ্বংস করতে উদ্যোগ নেয়। France, European history, Napoleon bonapert,

    শাসনের গঠন
            1793 থেকে 1794 এর জুলাই মাস পর্যন্ত সন্ত্রাসের রাজত্বকালে ফ্রান্সের সাধারণ সংবিধান কে অকেজো করে রাখা হয়। ন্যাশনাল কনভেনশন কমটি গঠন করে তার মাধ্যমে সারা ফ্রান্সে সরকার চালানো হতো। এই কমিটিরউদ্দেশ্য ছিল - 
    France revolution, European history, Napoleon bonapert, ফ্রান্সে সন্ত্রাসের শাসন সম্পর্কে আলোচনা।
    1. বিভিন্ন নিরাপত্তা সমিতি গঠন করে দেশের শান্তি কে বজায় রাখা। সেনাবাহিনী এই কাজে কমিউনিটি কে সাহায্য করতো। 
    2. সন্ত্রাসের রাজত্বের প্রতিভূ জাকবিনরা তাদের বিরোধীদের  দেশদ্রোহী বলে মনে করতো। এই সকল বিরোধীদের বিচারের জন্য বিপ্লবী বিচারালয় গড়ে উঠেছিলো, যেখানে বিনা বিচারেও মৃত্যুদন্ড দেওয়া হতো।
    3. কোনো নাগরিক যদি বিরোধিতা করতো তবে সবাইকে দেখিয়ে শাস্তি দেওয়া হতো। প্রকাশ্যে এনে তাদের গিলেটিনে হত্যা করা হতো। France, European history, Napoleon bonapert,
    4. রোবসপিয়ারের নেতৃত্বে নিরাপত্তা কমিটি গঠন করে মন্ত্রী, সেনাপতি, দেশের নিয়ম নীতি নির্ধারণ করা হতো।
    5. জাকবিন দলের নেতৃত্বে 1793 সালে এক আইন পাস করানো হয়, যার মাধ্যমে যে কোনো রাজতন্ত্র প্রেমী মানুষ কে গ্রেপ্তার করা হতো। সারা দেশে প্রায় 50000 এই ধরণের কমিটি তৈরী করা হয়।
      France, European history, Napoleon bonapert,