Madhyomik Geography suggestions. বায়ুর সঞ্চয় / অবক্ষেপন কার্যের ফলে গঠিত ভুলমিরূপ।
|
|0
|
বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভুমিরূপ
মরু অঞ্চলে বাতাসে প্রচুর পরিমানে বলি থাকে। কোনো বাধা না পেলে বায়ু গতিশীল হয়ে চলতে শুরু করে। কিন্তু কোনো কারণে বায়ু বাধা পেলে সেখানে বায়ুর বালি জমতে থাকে ও সেখানে নানান ভূমিরূপ গড়ে ওঠে। এই প্রক্রিয়া কে সাধারণত বায়ুর সঞ্চয় কাজ বলে। বায়ুর সঞ্চয়ের ফলে বেশ কয়েক প্রকার ভূমি গড়ে ওঠে, যেমন --
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
## মনে রাখার বিষয় হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তেমন বেশি নয়। তাই প্রশ্ন টি আসলে 3 নম্বরের আসতে পারে। অন্যান্য সমস্ত প্রশ্নের নোট ওয়েবসাইট আলোচনা করা আছে দেখে নাও।
বালিয়াড়ি
মরুভূমির বড়ো বড়ো প্রস্থর খন্ড কে কেন্দ্র করে ঢিবির আকারে বালুকা রাশি সঞ্চিত হতে থাকে । বালির এই ডিবিকে বালিয়াড়ি বলে। বালিয়াড়ি কে কয়েকটি ভাগে ভাগ করা যায় -- ঢিবির মতো, পুচ্ছ , অগ্রবর্তী, পার্শ্বস্থ, অনুদৈর্ঘ্য, রোডর্স বালিয়াড়ি ইত্যাদি।
বারখান
কোনো কোনো মরুভুমি অঞ্চলে বায়ু প্রবাহের গতির আড়াআড়ি ভাবে যে সকল বালিয়াড়ি গড়ে ওঠে, তাদের বারখান বলে। এর সামনের দিকে উত্তল ও পিছনের দিকে অবতল হয়ে থাকে। একে দেখতে অনেকটা শিং এর মতো লাগে। তুর্কমেনিস্থানের মরুভূমিতে বারখান দেখা যায়।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
লোয়েস
মরুভূমিতে অতিসূক্ষ বালুকণা কখনো কখনো বায়ু প্রবাহের সাথে উড়ে গিয়ে বহুদূরে সঞ্চিত হতে থাকে, বালির এই সঞ্চয় কে লোয়েস বলে। যেমন - মধ্য এশিয়ার অন্তর্গত গোবি মরুভূমির হলুদ রঙের সুক্ষ বালি বাহিত হয়ে চীনের হোয়াং হো নদীর অববাহিকাতে প্রায় 6 লক্ষ 40 হাজার বর্গ কিমি স্থান জুড়ে সঞ্চিত হয়ে লোয়েস গঠন করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন