শিক্ষার পরিধি Scope Of Education : শিক্ষার পরিধি Scope Of Education সম্পর্কে আলোচনা কর।

শিক্ষার পরিধি Scope Of Education : শিক্ষার পরিধি Scope Of Education সম্পর্কে আলোচনা কর - শিক্ষার পরিধি, শিক্ষক শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো?, শিক্ষার পরিধি আলোচনা করো।, শিক্ষা দর্শনের পরিধি, শিক্ষা মনোবিদ্যার পরিধি, শিক্ষা প্রযুক্তির পরিধি,শিক্ষার আলো, শিক্ষা বিজ্ঞান, শিক্ষা, শিক্ষার লক্ষ্য,শিক্ষার উদ্দেশ্য,vশিক্ষাই আলো,শিক্ষার মূল উদ্দেশ্য কি, বয়স্ক শিক্ষা, ক্লাস 11 শিক্ষাবিজ্ঞান সেমিস্টার ওয়ান শিক্ষার পরিধি, শিক্ষা শব্দের অর্থ, শিক্ষামনোবিজ্ঞানের পরিধি, scope of education | শিক্ষার পরিধি | stuby 4 education 



শিক্ষার পরিধি

জন্মের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা লাভ করে থাকে প্রতিটি শিশু | তাই শিক্ষা ও জীবন সমার্থক| শিশু তার সমস্ত জীবন ধরেই বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে তাই শিক্ষার পরিধি বা বিষয়বস্তুর সীমা নির্ণয় করা খুবই কঠিন। তবে আধুনিক শিক্ষার অন্তর্ভুক্ত যে সকল বিষয় আমরা পাঠ্যসূচি বা  পাঠক্রমের মধ্যে দেখতে পাই সেগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হোলো -

 

শিক্ষা দর্শন 

এডুকেশনাল ফিলোসফি ( Educational Philosophy ) যাকে আমরা শিক্ষা দর্শন হিসেবে জেনে থাকি শিক্ষা দর্শন হলো শিক্ষার এবং দর্শনের সমন্বিত বিষয়| শিক্ষাবিদদের মতে দর্শন ও শিক্ষার মধ্যে এক গভীর সুসম্পর্ক রয়েছে। তা ঠিক ফুল এবং তার সৌরভের সঙ্গে যেমন সম্পর্ক সেই রকম | দর্শন অনুযায়ী কোন দেশের শিক্ষার অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ইত্যাদি সেই দেশের দর্শন দ্বারা নির্ধারিত হয় তাই শিক্ষার গুরুত্বপূর্ণ বা আলোচ্য বিষয় হলো শিক্ষা দর্শন Educational Philosophy। 



শিক্ষা মনোবিদ্যা 

আমরা যাকে মনোবিদ্যা Psychology বলে চিনি সেই মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হলো শিক্ষা মনোবিদ্যা Educational Psychology | এই শাখা মানুষের শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে অর্থাৎ বলতে পারি শিক্ষা মনোবিদ্যা শিশুর বা শিক্ষার্থীর চাহিদা সমর্থ্য প্রবণতা অনুযায়ী শিক্ষার বিষয়বস্তু পদ্ধতি শিক্ষার পরিবেশ নির্ধারণ করতে সাহায্য করে। এ বিষয়ে আমরা রুশোর বিখ্যাত উক্তিটি তুলে ধরতে পারি তা হল শিক্ষক যেমন একটি পুস্তকের প্রতিটি পৃষ্ঠা পড়ে জ্ঞান অর্জন করে তেমনি শিশুকে শিক্ষাদানের জন্য শিক্ষককেও তার সবকিছু ভালোভাবে জানতে হবে। 



শিক্ষামূলক সমাজবিদ্যা 

জন্মগত সূত্রে মানুষ সামাজিক জীব |  শিক্ষা হলো একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া | সমাজ ও পরিবেশে শিশু শিক্ষা লাভ করে অর্থাৎ শিক্ষার কাজ হলো সমাজ কেন্দ্রিক সমাজের চাহিদাকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য পাঠক্রম পদ্ধতি শৃঙ্খলা বিদ্যালয়ের পরিবেশ ইত্যাদি নির্ধারিত হয়ে থাকে। শিক্ষার এই অধ্যায় পাঠের মাধ্যমে সমাজের আচার-আচরণ রীতিনীতি মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে শিশুরা ধারণা লাভ করে। 



শিক্ষার ইতিহাস

শিক্ষার ইতিহাস | History Of Education শিক্ষাবিজ্ঞানের একটি আলোচ্য বিষয়, কারণ অতীতের শিক্ষার লক্ষ্য পাঠক্রম পদ্ধতি ইত্যাদি পর্যালোচনা করে বর্তমানে শিক্ষা সংঘটিত হয়ে থাকে| এর ফলে সাম্প্রতিক বিষয়গুলি তুলে ধরে সমাজের উপযোগী বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। 



পরামর্শদান 

শিক্ষা একটি জটিল প্রক্রিয়া বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাবে জটিল সমাজ আরো জটিলতরের রূপ ধারণ করেছে| এর ফলে শিক্ষার্থী বাইরের পরিবেশে নানা বিষয়ের প্রতি নিজেকে সামলে রাখতে পারেনা তাই এই সকল শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করার জন্য পরামর্শদানের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তাই এই বিষয়টি শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।



শিক্ষা প্রযুক্তিবিদ্যা

 আধুনিক যুগ হল প্রযুক্তির যুগ বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষার্থীদের শিক্ষাকে অনেক বেশি বাস্তবমুখী ও বৈচিত্রপূর্ণ করে তোলা সম্ভব হয়েছে | এই কারণে বর্তমানে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য অনেকটা প্রযুক্তিবিদ্যা কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে| তাই শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। 



উপরের বিষয়গুলি আলোচনা করে আমরা মতামত প্রকাশ করতে পারি যে শিক্ষাবিজ্ঞান বিষয়টি বহু বিস্তৃত তাকে আমরা কোনভাবেই সংকীর্ণ গণ্ডির মধ্যে বাড়তে পারিনা | বর্তমানের প্রায় প্রতিটি বিষয়ের সঙ্গেই শিক্ষাবিজ্ঞানের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। আর যেহেতু এই সম্পর্ক সুদূরপ্রসারী তাই শিক্ষা বিজ্ঞানের পরিধিও বহু বিস্তৃত। 


শিক্ষার পরিধি Scope Of Education : শিক্ষার পরিধি Scope Of Education সম্পর্কে আলোচনা কর।



শিক্ষার পরিধি Scope Of Education : শিক্ষার পরিধি Scope Of Education সম্পর্কে আলোচনা কর। 

ক্লাস 11 শিক্ষাবিজ্ঞান সেমিস্টার ওয়ান শিক্ষার পরিধি,

শিক্ষার পরিধি Scope Of Education : শিক্ষার পরিধি Scope Of Education সম্পর্কে আলোচনা কর - শিক্ষার পরিধি,শিক্ষক শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো?, শিক্ষার পরিধি আলোচনা করো।,শিক্ষা দর্শনের পরিধি,শিক্ষা মনোবিদ্যার পরিধি,শিক্ষা প্রযুক্তির পরিধি,শিক্ষার আলো,শিক্ষা বিজ্ঞান,শিক্ষা,শিক্ষার লক্ষ্য,শিক্ষার উদ্দেশ্য,শিক্ষাই আলো,শিক্ষার মূল উদ্দেশ্য কি,বয়স্ক শিক্ষা,ক্লাস 11 শিক্ষাবিজ্ঞান সেমিস্টার ওয়ান শিক্ষার পরিধি,শিক্ষা শব্দের অর্থ,শিক্ষামনোবিজ্ঞানের পরিধি,scope of education | শিক্ষার পরিধি | stuby 4 education