নদের চাঁদের কিভাবে মৃত্যু হয়েছিল ? | নদীর বিদ্রোহ – রচনাধর্মী প্রশ্ন উত্তর | মাধ্যমিক দশম শ্রেণী বাংলা সাজেশন
নদের চাঁদের কিভাবে মৃত্যু হয়েছিল ? নদীর বিদ্রোহ – অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) | মাধ্যমিক দশম শ্রেণী বাংলা সাজেশন – WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে,চাঁদপুর ট্রায়াঙ্গেল যেন এক মৃত্যু কূপ,বর্ষায় উত্তাল চাঁদপুর তিন নদীর মোহনা,
চাঁদপুর তিন নদীর মোহনা,চাঁদপুর তিন নদীর মোহনায় স্রোত,ডাইনোসর কিভাবে বিলুপ্ত হয়ে গেল,জোয়ার ভাটা কিভাবে হয়,মৃত্যুকূপ চাঁদপুর ট্রায়াঙ্গেল,কিভাবে ঘটে জোয়ার ভাটা,এই সেই ভয়ংকর চাঁদপুর,নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়,নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর,নদীর বিদ্রোহ,তিন নদীর মোহনা,পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে,চাঁদপুর লঞ্চ,চাঁদপুর বড় স্টেশন
নদের চাঁদের কিভাবে মৃত্যু হয়েছিল ?
প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদের চাঁদ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ। অবাল্য প্রকৃতি প্রেমের এক জীবন্ত ভাস্বর নদের চাঁদ চরিত্রটি। পরিণত বয়সে এসেও তার এই নদী প্রেম কর্মজীবনকে ও ব্যতিব্যস্ত করতে পিছুপা হয়নি। সে রোজ নিয়ম করে শত কাজের মাঝেও ভালবাসার নদীকে দেখতে যেতে ভোলে না। কোন একদিন যদি সে নদীর কাছে গিয়ে সময় না কাটায় তবে তার মনে হয় জীবনের অনেক কিছুই তার আজ বাকি থেকে গেল।
এমত পরিস্থিতিতে লাগাতার বৃষ্টির কারণে পাঁচ দিন ধরে তার নদীর সঙ্গে কোন সাক্ষাৎ ঘটেনি। ঘোর শ্রাবণের বর্ষণের সাথে তাল মিলিয়ে স্ত্রীর জন্য পাঁচ পৃষ্ঠা ব্যাপী একটি চিঠিও সে লিখেছিল। কিন্তু সেই প্রেম - বিরহ পূর্ণ চিঠিও তার নদী প্রেমকে আটকাতে পারিনি। অনায়াসে তাকে খন্ড খন্ড করে নদীর সাথে খেলার ছলে জলে ছুড়ে ফেলেছে।
নদীর ব্রিজের পিলারের উপর বসে তার মনে শত প্রশ্ন উঁকি মেরেছে - কেন নদীকে ব্রিজ দিয়ে আটকানো ? কেন তার গতিতে রোধ করা হয়েছে ? তার গ্রামের নদীর থেকে এই নদী সুস্থ সবল বলবান কিন্তু তাকেও আধুনিক যান্ত্রিক দানব সভ্যতা গ্রাস করে ফেলে বাঁধতে চাই। এই আধুনিকতার হিংসা ললুপতাকে নদের চাঁদ মনে প্রাণে মেনে নিতে পারেনি।
নদী দর্শনের পর সে যখন তার কর্মস্থল স্টেশনের দিকে ফিরে আসতে শুরু করে তখন তার মনের ভিতর চলতে থাকে নদীকে নিয়ে সেই সকল প্রশ্ন। সেই প্রশ্ন তাকে আরও বেশি উতলা করে তোলে । ঠিক সেই মুহূর্তে ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন পিছন দিক থেকে তাকে ধাক্কা মারে। ফলে সেখানে নদে চাঁদের মৃত্যু হয়, মৃত্যু হয় যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার।
নদীর বিদ্রোহ গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় নদীর যে রূপ ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা করাে।
নদীর চাঁদের কিভাবে মৃত্যু হয়েছিল ? | নদীর বিদ্রোহ – রচনাধর্মী প্রশ্ন উত্তর | মাধ্যমিক দশম শ্রেণী বাংলা সাজেশন
নদীর বিদ্রোহ,নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়, নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর, নদীর বিদ্রোহ গল্পের সারাংশ,নদীর বিদ্রোহ বড় প্রশ্ন উত্তর,নদীর বিদ্রোহ pdf,নদীর বিদ্রোহ গল্প,নদীর বিদ্রোহ কাটুন,নদীর বিদ্রোহ আলোচনা,নদীর বিদ্রোহ সাজেশন,নদীর বিদ্রোহ ক্লাস 10,নদীর বিদ্রোহ প্রজেক্ট,নদীর বিদ্রোহ দশম শ্রেণি,নদীর বিদ্রোহের কারণ,মাধ্যমিক নদীর বিদ্রোহ গল্প,নদীর বিদ্রোহ বাংলা মাধ্যমিক,ক্লাস ১০ নদীর বিদ্রোহ সাজেশন,নদীর বিদ্রোহ গল্পের নদী কেন বিদ্রোহী হয়ে উঠলো
মাধ্যমিক বাংলা সাজেশন 2024,মাধ্যমিক বাংলা সাজেশন 2023,মাধ্যমিক বাংলা ফাইনাল সাজেশন 2024,দশম শ্রেণি বাংলা সাজেশন,মাধ্যমিক 2024 বাংলা সাজেশন,মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনা সাজেশন 2024,দশম শ্রেণী বাংলা সাজেশন ২০২৫,দশম শ্রেণীর বাংলা সাজেশন,দশম শ্রেণী বাংলা সাজেশন টেস্ট পরিক্ষা,দশম শ্রেণীর বাংলা সাজেশন 2024,দশম শ্রেণি বাংলা সাজেশন 2023,মাধ্যমিক বাংলা,বাংলা সাজেশন,বাংলা সাজেশন মাধ্যমিক,মাধ্যমিক বাংলা সাজেশন,মাধ্যমিক 2025 বাংলা সাজেশন,মাধ্যমিক বাংলা সাজেশন 2025
পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে,চাঁদপুর ট্রায়াঙ্গেল যেন এক মৃত্যু কূপ,বর্ষায় উত্তাল চাঁদপুর তিন নদীর মোহনা,চাঁদপুর তিন নদীর মোহনা,চাঁদপুর তিন নদীর মোহনায় স্রোত,ডাইনোসর কিভাবে বিলুপ্ত হয়ে গেল,জোয়ার ভাটা কিভাবে হয়,মৃত্যুকূপ চাঁদপুর ট্রায়াঙ্গেল,কিভাবে ঘটে জোয়ার ভাটা,এই সেই ভয়ংকর চাঁদপুর,নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়,নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর,নদীর বিদ্রোহ,তিন নদীর মোহনা,পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে,চাঁদপুর লঞ্চ,চাঁদপুর বড় স্টেশন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন