Madhyomik history MCQ Suggestions2020, প্রতিরোধ ও বিদ্রোহ।


1, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
        মঙ্গল পান্ডে।

2, সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ? Madhyomik history MCQ suggestions2020
       বি, ডি সভারকর।


3, "Eighteen Fifty Seven" গ্রন্থটির লেখক কে ?
        ডঃ সুরেন্দ্রনাথ সেন।

4, মহারানী ভিক্টরিয়া কবে ভারতের শাসক হন ?
       1858 সাল থেকে।



5, কোন সংগঠন ভারতের রাজনীতিতে গতি এনেছিল ?
        ভারতসভা ।
Madhyomik history MCQ suggestions2020

6, জমিদার সভার সভাপতি কে ছিলেন ?
       রাধাকান্ত দেব।

7, অনান্দমঠ উপন্যাস কে রচনা করেন ?
       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

8, গোরা উপন্যাসের রচয়িতা কে ?
      রবীন্দ্র নাথ ঠাকুর।

9, বন্দে মাতরম সংগীত টি কে রচনা করেন ?
      বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

10, কাকে হিন্দুস্থানের সম্রাট বলা হত ?
        দ্বিতীয় বাহাদুর শাহ কে।


11, মহারানীর ঘোষণা পত্র কবে পরীক্ষিত হয় ?
        ১ লা নভেম্বর।

12, ভাইসরয় কথার অর্থ কি ?
         রাজ প্রতিনিধি।

13, কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?
         1876 সালে ।

14, ভারত সভার কার্যের সঙ্গে কে যুক্ত ছিলেন ?
        হরিশ চন্দ্র মুখোপাধ্যায়।
Madhyomik history MCQ suggestions2020
15, হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
       নবগোপাল মিত্র।


16, আনন্দমঠ কবে প্রথম প্রকাশিত হয় ?
        1882 সালে।

17, ভারতমাতা ছবিটি কে আঁকেন ?
       অবনীন্দ্রনাথ ঠাকুর।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

18, কালাপানি কথার অর্থ কি ?
       কালো জল।

19, পুনে সর্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
         1867 সালে ।
Madhyomik history MCQ suggestions2020
20, কে ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন ?
        শিশির কুমার ঘোষ।


21, হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ?
        1867 সালে।

22, হিন্দুমেলার ওপর নাম কি ?
         চৈত্র মেলা।

23, হিন্দুমেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
         নবগোপাল মিত্র।

24, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ?
        বঙ্গভাষা প্রকাশিকা সভা।

25, মহারানী ভিক্টরিয়ার ঘোষণা পত্র কোথায় প্রকাশ করা  হয় ? 
        এলাহাবাদে।


26, কে মহারানীর ঘোষণা পত্র পাঠ করেন ?
        লর্ড ক্যানিং।

27, মহারানীর ঘোষণা পত্র অনুযায়ী কে রাজপ্রতিনিধি হয় ?
     লর্ড ক্যানিং।

28, ভারতমাতার ছবিতে কোন ধারণা প্রকাশিত হয়েছে ?
      তেজময়ী মাতৃমূর্তি।

29, বর্তমান ভারত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
       উদ্বোধন পত্রিকায়।

30, কোথায় প্রথম সিপাহী বিদ্রোহ ঘটে ?
         ব্যারাকপুরে ।


31, বন্দেমাতরম সংগীতটি  কোথা থেকে নেওয়া হয়েছে ?
        আনন্দমঠ উপন্যাস থেকে ।

32, কার সময়ে ভারতে অস্ত্র আইন পাস হয় ?
        লর্ড ওয়েলেসলির সময়ে।

33, কোথায় ভারত সভার প্রথম অধিবেশন বসে ?
         আলবার্ট হলে।

34, রাষ্ট্রগুরু নাম কে পরিচিত ?
          সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়।

35, বাংলার মুকুট হীন রাজা নামে কে পরিচিত ?
           সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


36, কুনওয়ার সিং কে ছিলেন ?
       বিহারের জমিদার ও সিপাহী বিদ্রোহের একজন নেতা।
Madhyomik history MCQ suggestions2020
37, নানাসাহেব কে ছিলেন ?
      পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দশম পুত্র ও সিপাহী বিদ্রোহের একজন নেতা ছিলেন নানাসাহেব।

38, ভারতের রাজনৈতিক চিন্তার পথিকৃৎ কে ছিলেন ?
       রাজা রামমোহন রায়।

39, "ঐশ্বরিক দান" কাদের বলা হত ?
          জমিদার ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনকে  "ঐশ্বরিক দান" বলে মনে করতো।

40, উনিশ শতককে কে সভাসমিতির যুগ বলেছেন ?
        ঐতিহাসিক অনিল শীল।


41, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
        প্রসন্ন কুমার ঠাকুর।

42, ভারতসভা কোন কোন বিষয়ে আন্দোলন করে ?
        ICS পরীক্ষার বয়স সীমা হ্রাস, দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন, ইলবার্ট বিল ইত্যাদি।

43, "A nation in Making" - কার আত্মজীবনী ?
        সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়।

44, হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কারা ?
        নবগোপাল মিত্র, রাজনারায়ন বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, প্রমুখ।

45, ন্যাশনাল পেপার কি ?
        হিন্দুমেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকার নাম ন্যাশনাল পেপার।


46, আনন্দমঠ উপন্যাসের পটভূমি কি ছিল ?
        বাংলার ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমি।
Madhyomik history MCQ suggestions2020
47, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ?
         স্বামী বিবেকানন্দ কে।

48, কারা ভারতসভা প্রতিষ্ঠা করেন ?
         সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দ মোহন বসু।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

49, জমিদার সভার প্রাণ পুরুষ কে ছিলেন ?
         দ্বারকানাথ ঠাকুর।

50, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
         প্রসন্ন কুমার ঠাকুর।


# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
Madhyomik history MCQ suggestions2020