Napoleon movie, Napoleon cat, Napoleon bonaparte,কোড নেপোলিয়ন, France revolution class nine note,
|
|3
|
"NapoleonBonaparte","NapoleonMovie","Napoleon Code".
নেপোলিয়ন কোড বা কোড নেপোলিয়ন -
ফ্রান্সের বিভিন্ন প্রান্তে চলতো বিভিন্ন আইন বা নিয়ম। সর্বপ্রথম নেপোলিয়ন বোনাপার্ট এই আইনের পার্থক্য দূর করে 1804 সালে এক নতুন আইন প্রণয় করেন, এই আইন কেই কোড নেপোলিয়ন বলা হয়। একে ফরাসি সমাজের বাইবেল ও বলা হতো।
নতুন এবং সর্ব সাধারণের এই একই আইন দেশের সবার জন্য বেশ জনপ্রিয়তা লাভকরে বলে কোড নেপোলিয়ন কে বাইবেল বলা হতো। কোড নেপোলিয়নের কয়েকটি বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। NapoleonMovie / Napoleon cat.
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
- এই আইনের মাধ্যমে আইনের চোখে দেশের সকল কে সমান ভাবে অধিকার দেওয়া হতো।
- কোড নেপোলিয়ন এ মোট 2287 টি আইন ছিল। এই সমস্ত আইন আবার তিন রকম ছিলো - দেওয়ানি, ফৌজিদারি, ও বাণিজ্যিক। NapoleonMovie
- কোড নেপোলিয়ন এ ব্যাক্তি স্বাধীনতা কে স্বীকার করা হয়েছিল।
- কোড নেপোলিয়ন সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়।
- যোগ্যতার ভিত্তিতে চাকুরীর ব্যবস্থা করার কথা বলা হয় কোড নেপোলিয়নে।
- অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, এমনকি মৃত্যু পর্যন্ত হতো এই আইনের মাধ্যমে।
ত্রুটি
- শ্রমিক শ্রেণী তাদের অধিকার হারায়। NapoleonMovie
- সমাজের নারীরা পিছিয়ে পড়ে নানা সুযোগ থেকে।
- পারিবারিক সম্পত্তির থেকে নারীদের বঞ্চিত করা হয়।
Source - "Napoleon movie", "Napoleon cat", "Napoleon bonaparte","কোড নেপোলিয়ন", France" "revolution class nine note"
কোড নেপোলিয়ন এর নারী ও শ্রমিকরা কিভাবে বঞ্চিত হয়েছিল
উত্তরমুছুনতোমার নেপোলিয়নের নারী ও শ্রমিক কিভাবে বঞ্চিত হয়েছিল এই উত্তরটা কি হবে
উত্তরমুছুনNepolia
উত্তরমুছুন