Napoleon Bonaparte, Napoleon Movie, Napoleon Reforms,নেপোলিয়নের কয়েকটি সংস্কার আলোচনা করো।
|
|0
|
"European history", Napoleon Movie, Napoleon Reforms, Napoleon Cat.
ভূমিকা - সমকালীন সময়ে প্রগতিশীল চিন্তা ভাবনা, আইন ব্যবস্থার জন্য নেপোলিয়ন সমস্ত ইউরোপ জুড়ে এক গৌরব। তার নানান চিন্তা, সংস্কার ও কৃতিত্বের জন্য তাকে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়।DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
নেপোলিয়নের যে গৌরব, খ্যাতি ছড়িয়ে আছে তার কারণ তার এক মাত্র প্রগতিশীল সংস্কার। তার সমস্ত সংস্কার যেন ফ্রান্স কে শক্ত পাথরের উপর নির্মাণ করে রেখেছে।
নেপোলিয়নের বিভিন্ন সংস্কার
আইন সংস্কার
নেপোলিয়নের সংস্কারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তার আইন সংস্কার। কেননা কোড নেপোলিয়ন আজ ততো খানি গুরুত্বপূর্ণ জোটও খানি আইন মানুষের কাছে গুরুত্ব পেয়েছে। তার আইন সংস্কারে সামন্ত তন্ত্রের শেষ হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে।
সাম্যের সংস্কার
নেপোলিয়ন তার কোড নেপোলিয়নে মানুষের সাম্য কে প্রতিষ্ঠা করেছেন। তার আইনের মাধ্যমে রাষ্ট্রের সকল মানুষ সমান অধিকারের প্রতিশ্রুতি পেয়েছে।
নেপোলিয়ন যে শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিলো তা আমরা লাইসি প্রতিষ্ঠার মাধ্যমে বুঝতে পারি। ফ্রান্সে তিনি ফলিত বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এমন কি ইউনিভার্সিটি অফ ফ্রান্সের ও প্রতিষ্ঠা তার হাত ধরে হয়েছিল।
ধর্মীয় সংস্কার
ধর্ম নিয়ে পোপ ও সম্রাটের মধ্যে ক্ষমতার লড়াই ইওরোপের ইতিহাসে নতুন ঘটনা ছিল না। নেপোলিয়নের সাথে ধর্ম ও শাসনের অধিকার নিয়ে রোমান কাঁথিলিক দের সঙ্গে বিরোধ বাধলে তিনি তা সহজে মীমাংসা করে ও মেনে নেন যে গির্জার সম্পত্তি জাতির বা জনগণের।
# European history, Napoleon MOVIE.
শাসনের সংস্কার
ফ্রান্সে প্রথম নেপোলিয়ন আইন পাস করে জনগণের নিরাপত্তা দেন। দেশকে কয়েকটি ভাগে ভাগ করে প্রিফেক্ট নাম কর্মচারী নিয়োগ করেন।
নেপোলিয়ন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সবাইকে কর প্রদানের কথা ঘোষণা করেন। এমনকি সরকারের খরচ কমানোর জন্য তিনি অডিট চালু করেছিলেন। তার হাত ধরে ব্যাঙ্ক অফ ফ্রান্স ও বণিক সংঘ গড়ে ওঠে।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
নেপোলিয়ন সমস্ত ফ্রান্সে নিজের প্রচেষ্টায় ও আদর্শ বলে এক নতুন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তিনি একনায়ক তন্ত্রের পূজারী হলেও বেশ মানবিক ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন