Tpo 60 MCQ Question For HS Sanskrit 2019.
|
|
|
Tpo 60 MCQ Question For HS Sanskrit 2019.
উচ্চমাধ্যমিক ২০১৯ সংস্কৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন।।
# গঙ্গা কার জননী ?
উত্তর। ভীষ্ম ।
#গঙ্গার অপর নাম কি ?
উত্তর জাহ্নবী ।
# শ্রীমৎ ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে ?
উত্তর ভীষ্মপর্বে ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
#পার্থ কার নাম ?
উত্তর অর্জুনের আরেক নাম পার্থ ।
# চরক সংহিতার ভাষ্য কে রচনা করেন ?
উত্তর মহর্ষি বিশ্বামিত্র।
# আর্য ভট্ট রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ?
উত্তর তিনটি।
# মেঘদূত কোন ছন্দে রচিত ?
উত্তর মন্দাক্রান্তা ছন্দে রচিত ।
# বরাহমিহির কোন গ্রন্থ রচনা করেন ?
উত্তর বৃহৎসংহিতা ।
# আর্য ভট্ট
কে ?
উত্তর জ্যোতির্বিদ ।

উত্তর। ভীষ্ম ।
#গঙ্গার অপর নাম কি ?
উত্তর জাহ্নবী ।
# শ্রীমৎ ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে ?
উত্তর ভীষ্মপর্বে ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
#পার্থ কার নাম ?
উত্তর অর্জুনের আরেক নাম পার্থ ।
# চরক সংহিতার ভাষ্য কে রচনা করেন ?
উত্তর মহর্ষি বিশ্বামিত্র।
# আর্য ভট্ট রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ?
উত্তর তিনটি।
# মেঘদূত কোন ছন্দে রচিত ?
উত্তর মন্দাক্রান্তা ছন্দে রচিত ।
# বরাহমিহির কোন গ্রন্থ রচনা করেন ?
উত্তর বৃহৎসংহিতা ।
# আর্য ভট্ট
কে ?
উত্তর জ্যোতির্বিদ ।

# সুশ্রুত সংহিতা কে রচনা করেন ?
উত্তর সুশ্রুত ।
# চরক সংহিতার বিষয়বস্তু কি ?
উত্তর চিকিৎসা বিজ্ঞান ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# মৃচ্ছকটিক কোন শ্রেণীর রচনা ?
উত্তর মৃচ্ছকটিক প্রকরণ জাতি রচনা ।
# মৃচ্ছকটিক কে রচনা করেন ?
উত্তর শূদ্রক রচনা করেন ।
# মেঘদূত' কে রচনা করেন ?
উত্তর কালিদাস।
# অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন ?
উত্তর কালিদাস ।
# গীতগোবিন্দের প্রথম সর্গের নাম কি ?
উত্তর সমদ দামোদর ?
# মৃচ্ছকটিক নাটক টি তে কয়টি অংক আছে ?
উত্তর 10 টি ।
# মুদ্রারাক্ষস কে রচনা করেন ?
উত্তর বিশাখা দত্ত ।
# সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্য ভট্ট রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ?
উত্তর তিনটি ।
# স্বপ্নবাসবদত্তা এর রচয়িতা কে ?
উত্তর ভাস ।
# অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি ?
উত্তর মাধব্য ।
#বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা কোন গ্রন্থে পাই ?
উত্তর শুলবো সূত্র ।
# মেঘদুত কোন ছন্দে রচিত ?
উত্তর মন্দাক্রান্তা ।
# গুপ্তযুগের নিউটন কাকে বলা হয় ?
উত্তর আর্যভট্ট কে ।
# চরক সংহিতার ভাষ্য কে রচনা করেন ?
উত্তর মহর্ষি বিশ্বামিত্র।
#কোন গ্রন্থে পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত মতবাদ প্রথম প্রকাশিত হয় ?
উত্তর আর্য ভোটটিও ।
# ধন্বন্তরির শীস্য কে ?
উত্তর সুশ্রুত ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# মৃচ্ছকটিকম নাটকের নায়ক কে ?
উত্তর চারুদত্ত ।
#উদ্বাহু শব্দের অর্থ কি ?
উত্তর বিবাহ ।
# বাসন্তিক স্বপ্নম নাটকে কনক লেখা কে ?
উত্তর রানী ।
# বাসন্তিকস্বপ্নম্ নাটকটির উৎস কি ?
উত্তর এ মিডসামার নাইট ড্রিমস ।
# সাধারণ লোক কাকে অনুসরণ কাকে অনুসরণ করে ?
উত্তর কুলশ্রেষ্ঠ ।
# শ্রীকৃষ্ণ গীতায় কাকে উপদেশ দিয়েছেন ?
উত্তর অর্জুনকে ।
# কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত ?
উত্তর হিপোলিটা ।
# বাসন্তিকস্বপ্নম্ নাটকের রচয়িতা রচয়িতা কে ?
উত্তর শ্রীকৃষ্ণচার্য ।
# বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম কী ?
উত্তর ইন্দ্রবর্মা ।
# নিঘৃন এর অর্থ কি ?
উত্তর নির্দয় ।
# দিনমানষ এর অর্থ কি ?
উত্তর দৈনপিড়িত ।
# ইন্দুশর্মা কৌমুদীর জন্য কাকে পছন্দ করেছিলেন ?
উত্তর মকরন্দ ।
# ইন্দ্র বর্মা কোথায় রাজত্ব করতেন ?
উত্তর অবন্তী নগরে ।
# ইন্দুশর্মা কে ছিলেন ?
উত্তর কৌমুদীর পিতা ।
# গঙ্গা কোথায় বাস করেন ?
উত্তর শিবের মাথায় ।
# নিগম শব্দের অর্থ কি ?
উত্তর বেদাদিশাস্ত্র ।
# মৌলি শব্দের অর্থ কি ?
উত্তর মুকুট ?
# গঙ্গার অপর নাম কি ?
উত্তর জাহ্নবী ।
# পৃথিবীর কল্পলতা কে ?
উত্তর গঙ্গা ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# ভবসাগর শব্দটির অর্থ কি ?
উত্তর সংসার সমুদ্র ।
# জঠর শব্দটির অর্থ কি ?
উত্তর গর্ভ ।
# গঙ্গা কার কন্যা ছিলেন ?
উত্তর জহ্ন মুনির ।
# কুমতি কলাপাম বলতে কী বোঝায় ?
উত্তর কুবুদ্ধিশুদ্ধি সমূহকে ।
# অলি পর্বর পিতা কেমন ছিলেন ?
উত্তর। দরিদ্র ।
# স্কন্দরাজ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর কার্তিকেয় কে ।
# কাঠ সংগ্রহ করার জন্য অলিপর্বা কোথায় যেত ?
উত্তর বনে।
# বনগতাগুহা গল্পটিতে চোরের সংখ্যা ছিল কত জন ?
উত্তর 40 জন ।
# অলি পরবার চুরি করার সামগ্রী কারা বহন করত ?
উত্তর। গধরব ।
# সাংখ্য কি ?
উত্তর দর্শন ।
# আর্যবর্তবর্ণনম এর উৎস কি ?
উত্তর নলচম্পু ।
# স্ফোট প্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত ?
উত্তর ব্যাকরণ ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
উত্তর চম্পু জাতীয় কাব্য ।
অনেক প্রশ্নের ভুল আছে
উত্তরমুছুন