Top 90 geography MCQ Questions for HS 2019.

Top 90 geography MCQ Questions for HS 2019.


Educostudy.in
Add Top 90 geography MCQ Questions for HS 2019.



# ভারতের একটি ধস প্রবণ রাজ্য নাম লেখ ।

উত্তর   হিমাচল প্রদেশ ।

#একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও ।

উত্তর   ছাড়া জলে বন্যা বন্যা ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


# জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্টি বন্যা একটি কি ধরনের দুর্যোগ ।

উত্তরঃ    আধা প্রাকৃতিক দুর্যোগ ।

# একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ এর  উদাহরণ দাও ।

উত্তর   পারমাণবিক বিস্ফোরণ ।

# একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের নাম লেখ ।

উত্তর    ঘূর্ণিঝড় ।

# বন্যার বিপর্যয়ের জন্য পরিচিত স্থান হল হল ।

উত্তর    আসাম

# খরাতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হয় কত শতাংশ ?

উত্তর     75 শতাংশ ।

# 2013 সালে ভারতের যে রাজ্যে হড়পা বান হয়েছিল তার নাম কি ?

উত্তর    উত্তরাখণ্ড ।

# বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালিত হয় ?

উত্তর    10 অক্টোবর ।

# সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা প্রকাশ
করা হয় যে পুস্তকে তার নাম কি ?

উত্তর    গ্রিন ডাটা বুক বুক  ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

Top 90 geography MCQ Questions for HS 2019.

# পৃথিবীর মেগা বৈচিত্র দেখা যায় কোথায় ?

উত্তর।   নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে ।

# যে জলবায়ু অঞ্চলে জীব-বৈচিত্র সর্বাধিক হয় তা হলো ?

 উত্তর    নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ।

# ভারতে হাতি অনুপ্রবেশের গুরুত্বপূর্ণ একটি কারণ কি ?

উত্তর     আবাসস্থল সংকোচন ।

# ঘুঘু একটি কি ধরনের প্রাণী ?

উত্তর    বিপদাপন্ন প্রাণী ।

# স্বস্থানিক সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখ ।

উত্তর   জাতীয় উদ্যান ।

# বায়োডাইভারসিটি হটস্পট শব্দটি কে ব্যবহার করেন ?

 উত্তর   মায়ারস ব্যবহার করেন ।

# পৃথিবীতে জীব বৈচিত্র হটস্পট আছে কতগুলি ?

উত্তর    35 টি ।

# ক্যালিফোর্নিয়া কোন জলবায়ুর অন্তর্গত অন্তর্গত ?

উত্তর     ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

# এল নিনো দেখা যায় কোথায় ?

উত্তর    প্রশান্ত মহাসাগরে ।

# দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা কোন জলবায়ুর অন্তর্গত ?

উত্তর     নিরক্ষীয় জলবায়ু ।

# জেট বায়ু প্রবাহ কোন বায়ু স্তরে দেখা যায় ?

উত্তর    ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের ।

# ক্লোরোফ্লোরো কার্বন এর অন্যতম প্রধান উৎস কি ?

উত্তর    শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


# মধ্য অক্ষাংশ অঞ্চলে মহাদেশের পশ্চিমে কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?

উত্তর    ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ।

# ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী ?

উত্তর    ক্লোরোফ্লোরো কার্বন ।

#  জলে জন্মায় এমন উদ্ভিদ কে কি বলে ?

উত্তর    হাইড্রোফাইট ।

# এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত কোথায় দেখা যায় ?

উত্তর    পেরু ইকুয়েডর  ।

Top 90 geography MCQ Questions for HS 2019.

# সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল কত ?

উত্তর    দশ হাজার বছর ।

# দক্ষিণ পূর্ব চীন সাগরে ঘূর্ণবাতকে কি বলা হয় ?

উত্তর    টাইফুন ।

# হ্যারিকেন ঘূর্ণিঝড় এর জন্ম হয় কোথায় ?

উত্তর    ক্যারিবিয়ান সাগরে ।

# কোপেনকৃত AF জলবায়ু বলতে কী বুঝায় ?

উত্তরঃ   ক্রান্তীয় সাভানা ।

# ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে ?
উত্তর    ডবসন এককে ।

# বায়ু সংবহনের ত্রিকোষ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর    পলমেন ।

# ওজোন স্তর ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন ?

উত্তর    পারমেন ।

# হারমাট্টান কোথায় প্রবাহিত হয় ?

উত্তর    গিনি উপকূলে ।

# জেট বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় ?

 উত্তর    পশ্চিম থেকে পূর্বে ।

# পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি ?

উত্তর    টর্নেডো ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


# মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থ অপসারণ কে কি বলে ?

উত্তর    এলুভিয়েশন ।

# নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায়?

উত্তর    মলিসল ।

# ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয় ও প্রধান অংশগ্রহণকারী  প্রক্রিয়া টির নাম কি ?

উত্তর   খাতক্ষয় ।

# উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে NPK কে কি বলা হয় ?

উত্তর।    প্রাথমিক অতিমাত্রিক পুষ্টি মৌল ।

# চারনোজেম কোথায় দেখা যায় ?

উত্তর     নাতিশীতোষ্ণ অঞ্চলে ।

# একটি আঞ্চলিক মৃত্তিকার নাম লেখ ।

উত্তর   পডজল ।

# প্রশমিত মাটির পিএইচ এর মান কত ?

উত্তর    7.0 ।

# পিট মাটি বা বগ মাটি কোথায় সৃষ্টি হয় ?

উত্তর     জলাভূমিতে ।

# রেনজিনা মাটি কি ধরনের মাটি ?

উত্তর     চুনময় মাটি ।

# মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে ?

উত্তর     লোহার উপস্থিতিতে ।

# বাসল্ট থেকে যে মাটির সৃষ্টি হয় তার নাম কি ?

উত্তর      কৃষ্ণমাটি।

# কোন পদ্ধতিতে মাটিতে জৈব পদার্থযুক্ত হয় ?

উত্তর  হিউমিফিকেশন পদ্ধতিতে ।
  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

# সুবর্ণরেখা নদী কোন নদীর উদাহরণ ?

উত্তর  অদ্ধারোপিত নদী ।

# পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হল ।

উত্তর   সিন্ধু নদী ।

# যে জলনির্গম পদ্ধতিতে নদী বদ্বীপ ও পলোল ব্যজনী গড়ে ওঠে তার নাম কি ?

উত্তর    বিনুনি রুপি ।

Top 90 geography MCQ Questions for HS 2019.

# মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে উঠে তাকে কি বলে ?

উত্তর      সমান্তরাল নির্গমন প্রণালী ।

# গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদীর নকশা সৃষ্টি হয় ?

উত্তর    কেন্দ্রবিমুখ ।

# শিলার সমধর্মীতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গমন প্রণালিটির নাম কি ?

উত্তর   বৃক্ষরুপি  ।


# গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদীর নকশা কোন ধরনের নদীর নকশা সৃষ্টি হয় ?

উত্তর কেন্দ্রবিমুখ ।

# শিলার সমধর্মীতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গমন প্রণালিটির নাম কি ?

উত্তর   বৃক্ষরুপি ।

# মরুভূমির প্লায়া কে কেন্দ্র করে কোন ধরনের ধরনের কে কেন্দ্র করে কোন ধরনের ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে ?

উত্তর    কেন্দ্রমুখী ।

# শতদ্রু নদী কোন প্রকার নদীর উদাহরণ ?

উত্তর    পূর্ববর্তী নদী ।


       #####   www.educostudy.in  #####