MP 2020 History MCQ Suggestions, Part 2


      Class Ten History MCQ Part 2




# স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর   ডেভিড হেয়ার।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


# এশিয়া মহাদেশে কে প্রথম ডি লিট উপাধি পান?
উত্তর   বেণী মাধব বড়ুয়া।

MP 2020 History MCQ Suggestions

# কলকাতা (kolkata)  বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উত্তর    লর্ড ক্যানিং।

# ভারতীয় শিক্ষার মহাসনদ কাকে বলে?
         উডের    ডেসপ্যাচ কে।

# ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি?
 উত্তর    বেথুন কলেজ।

# কোন বাংলা নাটক প্রথম ইংরাজিতে অনুবাদ হয়?
উত্তর।   নীলদর্পণ ।





# বামা কথার অর্থ কি?
উত্তর   নারী ।

# হুতুম প্যাঁচা কার ছদ্ম নাম?
 উত্তর    কালী প্রসন্ন সিংহ ।

# ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
 উত্তর    রামমোহন রায় ।

# কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর   ব্রামলি ।

# চুইয়ে পড়া নীতি কে প্রবর্তন করেন?
উত্তর   লর্ড মেকলে ।

# রামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন?
উত্তর     স্বামী বিবেকানন্দ ।

# "যত মত, তত পথ" এটি কার উক্তি?
উত্তর     রামকৃষ্ণের ।

# উমেশ চন্দ্র দত্ত কে ছিলেন?
 উত্তর      বামাবোধিনি পত্রিকার সম্পাদক ।

MP 2020 History MCQ Suggestions
# কাঙাল হরিনাথ কে ছিলেন?
 উত্তর      গ্রাম বর্তিকা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ।

# ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্টিত হয়?
উত্তর     ১৮০০ খ্রিস্টাব্দে ।



# কে কবে এশিয়াটিক সোসাইটি প্ৰতিষ্ঠা করেন?
উত্তর   ১৭৮৪ সালে উইলিয়াম জোন্স ।

# হেয়ার স্কুলের পুরোনো নাম কি ছিলো?
উত্তর   পটলডাঙ্গা একাডেমি।

# বাংলার প্রথম মহিলা স্নাতক কে ছিলেন?
উত্তর   কাদম্বিনী গাঙ্গুলি ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


# কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর   ওয়ারেন হেস্টিংস ।

# নববিধান কে ঘোষণা করেন?
উত্তর   কেশব চন্দ্র সেন ।

# প্রথম কে লালন ফকিরের জীবনী রচনা করেন?
উত্তর   বসন্ত কুমার পাল ।

# কে বিধববিবাহ আইন পাস করেন?
উত্তর   লর্ড ক্যানিং ।

# কার উদ্যোগে মহসিন শিক্ষা তহবিল গঠিত হয়?
উত্তর   চার্লস মেটকাফের ।

        MP 2020 History MCQ Suggestions
# কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর   ১৮২৪ খ্রিস্টাব্দে ।

# কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর   ১৮৩৫ সালে ।

# বেথুন স্কুলের পূর্বনাম কি ছিলো ?
উত্তর   হিন্দু বালিকা বিদ্যালয় ।

# নব্যবঙ্গ গোষ্ঠী কি ?
উত্তর   ডিরোজিও ও তার অনুগামীরা সমাজসংস্কারের জন্য যে গোষ্ঠী স্থাপন করেছিলেন তাকেই নব্যবঙ্গ গোষ্ঠী বলা হয়।

# ব্রহ্মানন্দ কার উপাধী?
উত্তর   কেশব চন্দ্র সেনের ।


Educostudy Class Ten History MCQ Part 2

# নব্যবৈষ্ণব আন্দোলনের সূচনা কে করেন?
উত্তর   বিজয়কৃষ্ণ গোস্বামী।

# মেকলে মিনিট কি ?
উত্তর   ১৮৩৫ সালে টমাস মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার দাবী নিয়ে লর্ড বেন্টিঙ্কের কাছে প্রস্তাব জানায় যা মেকলে মিনিট নামে পরিচিত।





           MP 2020 History MCQ Suggestions

      বাঙালি দ্বারা প্রকাশিত কয়েকটি পত্রিকা


দিগদর্শন                      ১৮১৮  এপ্রিল
সমাচার দর্পন               ১৮১৮   ২৩ সে মে
বাঙাল গেজেট।            ১৮১৮ জুন
সম্বাদ কৌমুদি।             ১৮২১   ৪ ই ডিসেম্বর
সমাচার চন্দ্রিকা            ১৮২২ 


## আরো অনেক নোট প্রশ্ন উত্তর পেতে ওয়েব পেজ টি লাইক করো। বন্ধুদের সাথে শেয়ার করো। MP 2020 History MCQ Suggestions প্রশ্ন গুলো নোট করে রাখো।
 ভিজিট করো www.educostudy.in   ধন্যবাদ ।