পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা সাজেশন 2025 | Puimancha গল্পের ছোট প্রশ্ন ও উত্তর

পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha ) :  একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের saq, পুঁইমাচা গল্পের বড় প্রশ্ন উত্তর। পুঁইমাচা গল্পের সাজেশন।


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প পুঁইমাচা গল্পটিতে সহায় সম্বলহীন দুস্থ এক মুখর্য পরিবারের আশাতীত বেদনার কথা প্রকাশিত হয়েছে যেখানে বয়স্ক বিবাহযোগ্য মেয়ের সুখ সন্ধানে কন্যাদান থেকে রত হয়েছেন এক গরীব পিতা। সামান্য আশা নিয়ে বেঁচে থাকা জীবনে কিভাবে দুঃসহ যন্ত্রণা আরো তীব্রতর হয়ে ওঠে তার এক বাস্তব চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রামকেন্দ্রিক এই পুঁইমাচা ছোট গল্পটি।


  পুঁইমাচা গল্পটি থেকে যে সকল প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মত সেই সকল প্রশ্নগুলি এখানে প্রশ্ন ও উত্তর সহকারে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজন অনুসারে সময়ের সাথে সাথে প্রশ্ন গুলি আরো আপডেট করা হবে। পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha ) 

  একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের saq, পুঁইমাচা গল্পের বড় প্রশ্ন উত্তর। পুঁইমাচা গল্পের সাজেশন 2024, 



পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর


পুঁইমাচা গল্পের লেখক এর নাম কি 

পুইমাচা গল্পের লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 


পুঁই মাচা গল্পটি কত সালে প্রকাশিত হয় ?

পুঁইমাচা গল্পটি 1931 সালে প্রকাশিত হয় |


পুঁইমাচা গল্পের প্রধান চরিত্রের নাম কি ?

পুলি মাচা গল্পের প্রধান চরিত্রের নাম ক্ষেন্তি ।


ক্ষেন্তি তীর বাবার নাম কি ?

পুঁইমাচা গল্পে ক্ষেন্তি বাবার নাম সহায়হরি চাটুজ্জে।


কে খেজুর গাছ কেটেছিল ?

তারক খুড়ো।


ক্ষেন্তি মায়ের নাম কি ?

পুঁইমাচা গল্পে ক্ষেন্তির মায়ের নাম অন্নপূর্ণা। 


পুঁইমাচা গল্পে কোন সময়ের ( ঋতুর ) বর্ণনা করা হয়েছে ?

পুঁইমাচা গল্পে শীতকাল বা পৌষ মাসের বর্ণনা করা হয়েছে। 


ক্ষেন্তির মা কি দিয়ে নারকেলের তেল বের করছিল ?

ক্ষেন্তির মা ঝাঁটার কাঠির শলা দিয়ে নারকেলের তেল বের করছিল। 


"ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশ "- কাকে বলা হয়েছে ?

স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলা কে সহায় হরি চাটুজ্জে ঝড়ের অববাহিত পূর্বের আকাশ বলে মনে করেছেন। 


গায়ে কি গুজব রটেছে জানো ? - কে কাকে এ কথা বলেছে ?

পুঁইমাচা গল্পে ক্ষেন্তি উপলক্ষে তার মা অন্নপূর্ণা স্বামী সহায়হরি চাটুজ্য কে একথা বলেছে।


"ও নাকি উচ্ছুগ্গু করা মেয়ে" কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?

পুঁইমাচা গল্পে আশীর্বাদ হয়ে বিয়ে না হওয়া ক্ষেন্তি সম্পর্কে একথা বলা হয়েছে। 


পুঁইমাছা গল্পে ক্ষেন্তির বয়স কত ছিল ?

পুঁইমাচা গল্পে ক্ষেন্তির বয়স ১৫ বছর। 


ক্ষেন্তির বর্ণনা দাও ।

পুঁইমাচা গল্পে বর্ণিত খেলতি বেশ লম্বা গোলগাল চেহারা মাথার চুল গুলো কৃষ্ণ ও অগোছালো মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর। 


ক্ষেন্তি হাতের কাচের চুড়িগুলির দাম কত ছিল ?

দু পয়সা ডজন।


ক্ষেন্তি হাতের চুড়ি গুলি কি দিয়ে বাধা ছিল ?

কোন এক প্রাগৈতিহাসিক যুগের তৈরি হওয়া সেফটিপিন দিয়ে। 


চিংড়ি মাছ বাবা" - কে কাকে এ কথা বলেছে ?

পুঁইমাচা গল্প অনুসারে ক্ষেন্তি পুইশাকের পাতায় জড়ানো কতগুলো চিংড়ি মাছ দেখিয়ে তার বাবাকে এ কথা বলেছিল।


ক্ষেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়েছিল ?

ক্ষেন্তি চিংড়ি মাছ গয়া পিসির কাছ থেকে নিয়েছিল। 


ক্ষেন্তি পুইশাক গুলো কার কাছ থেকে এনেছিল ?

ঘাটের ধারের রাই কাকার কাছ থেকে ক্ষেন্তি পুইশাকগুলো নিয়ে এসেছিল।।


ক্ষেন্তির আনা পুইশাক গুলি কে ফেলে দিয়ে এসেছিল ?

ক্ষেন্তির আনা পুইশাক গুলি তার বোন রাধী ফেলে দিয়ে এসেছিল। 


মেয়ে মানুষের আবার অত নোনা কিসের !"- কোন প্রসঙ্গে কে এই উক্তি করেছে ? 

পুঁইমাচা গল্পে রায় কাকার দেওয়া পুঁইশাক গুলো খাওয়ার উপলক্ষে বাড়িতে নিয়ে আসলে ক্ষেন্তির মা অন্নপূর্ণা রেগে গিয়ে এই কথাগুলি তাকে বলেছিল।


রাধি পুঁইশাক গুলি কোথায় ফেলে দিয়ে এসেছিল ?

ডোবার ধারে ছাই এর গাদায়।


কাদের চন্ডীমন্ডপে সহায়হরি চাটুজের ডাক পড়েছিল ?

কালিময় চৌধুরীর চন্ডীমন্ডপে।


কালিময় চৌধুরী কার সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল ?

সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। 


শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল ?

শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল মনিগায়। 


ইহা দুষ্টু পক্ষের রটনা মাত্র" - কাকে দুষ্টু পক্ষের রটনা বলা হয়েছে ?

গ্রামের কালিময় চৌধুরী প্রয়োজনে মনিগায়ের শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে টাকা ধার করে, এই কথাটাকে দুষ্টু পক্ষের রটনা বলা হয়েছে। 


সহায়হরি কেনো ক্ষেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল ?

শ্রীমন্ত মজুমদারের সেই ছেলেটি কুকর্মের জন্য বেদম প্রহর খেয়ে কিছুদিন শয্যাগত ছিল, একথা শুনে সহায়হরি চাটুজ্জে ক্ষেন্তির বিয়ে ভেঙে দেয়। 


দুর্গা কে ?

পুঁইমাচা গল্পে মুখার্জী দের বাড়ির ছোট মেয়ের নাম ছিল দুর্গা।


দুর্গা কোন পাখি দেখতে পেয়েছিল ?

দুর্গা একটি লেজ ঝোলা হলদে পাখি দেখতে পেয়েছিল। 


লেজ ঝোলা হলদে পাখিটি কোন গাছে ছিল ?

লেজ ঝোলা হলদে পাখিটি আমড়া গাছের ডালে ছিলো।


ক্ষেন্তির ও তার বাবা কি চুরি করেছিল ?

ক্ষেন্তি ও তার বাবা মেটে আলু চুরি করেছিল। 


চুরি করা মেটি আলুর ওজন কত ছিল ?

১৫-১৬ সের ভারী।


পুঁইমাচা গল্পের ছোট প্রশ্ন ও উত্তর


কোথা থেকে ক্ষেন্তি ও তার বাবা আলু চুরি করেছিল ?

বরজ পোতার বনের মধ্য থেকে তারা এই আলো চুরি করেছিল। 


আলোই এখনো বাহির হয় নাই।"-  কোন প্রসঙ্গে এই উক্তি ?

পুঁইমাচা গল্পে ক্ষান্তি ভাঙ্গা পাচিলের ধারে কতগুলি নতুন ফলের চারা আবিষ্কার করে এগুলি সম্পর্কে লেখক একথা বলেছেন। 


পুইশাকের চারা কখন লাগাতে হয় ?

পুইমাচা গল্পে অন্নপূর্ণার মত অনুযায়ী পুইশাকের চারা বর্ষার সময় লাগাতে হয়।


ক্ষেন্তি কিসে করে গোবর কুড়িয়ে এনেছিল ?

ক্ষেন্তি একটি ভাঙা ঝুড়ি করে গোবর কুড়িয়ে এনেছিল।


ক্ষেন্তি কোথা হইতে গবর কুড়িয়ে এনেছিল ?

ক্ষেন্তি মুখর্য দের বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছিল। 


সহায়হরি ক্ষেন্তির জন্য কোথা থেকে জামা কিনে এনেছিল ?

হরিপুরের রাশের মেলা থেকে ।


ক্ষেন্তির জন্য কিনে আনার জামার দাম কত ছিল ?

ক্ষান্তির জামার মূল্য ছিল আড়াই টাকা। 


ক্ষেন্তির জন্য কিনে আনা জামার রং কি ছিল ?

কালো  সার্জের |


ক্ষেন্তির আর দুই বোনের নাম কি ?

পুটি এবং রাধী।



পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা সাজেশন, পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )




পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর,পুঁইমাচা গল্পের ছোট প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্পের বিষয়বস্তু এবং ছোট প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্প ছোট প্রশ্ন ও উত্তর


পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর,পুঁইমাচা গল্পের ছোট প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্পের বিষয়বস্তু এবং ছোট প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্প ছোট প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্পের বিষয়বস্তু ও ব্যাখ্যা,পুঁইমাচা গল্পের আলোচনা,পুঁইমাচা গল্পের বিষয়বস্তু, পুঁইমাচা গল্পের ছোটো প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্প প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্প ছোটো প্রশ্ন ও উত্তর, পুঁই মাচা গল্পের গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর,পুঁই মাচা গল্পের প্রশ্নোত্তর,পুঁইমাচা গল্প,পুঁইমাচা গল্পের ছোটপ্রশ্ন উত্তর পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha ) পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha ) 


পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর,পুঁইমাচা গল্পের ছোট প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্পের বিষয়বস্তু এবং ছোট প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্প ছোট প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্পের বিষয়বস্তু ও ব্যাখ্যা, পুঁইমাচা গল্পের আলোচনা,পুঁইমাচা গল্পের বিষয়বস্তু,পুঁইমাচা গল্পের ছোটো প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্প প্রশ্ন ও উত্তর,পুঁইমাচা গল্প ছোটো প্রশ্ন ও উত্তর,পুঁই মাচা গল্পের গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর,পুঁই মাচা গল্পের প্রশ্নোত্তর, পুঁইমাচা গল্প,পুঁইমাচা গল্পের ছোটপ্রশ্ন উত্তর


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার সাজেশন ২০২৪,একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা সিলেবাস,একাদশ শ্রেণির বাংলা সাজেশন ২০২৪,২০২৪ একাদশ শ্রেণির বাংলা সাজেশন,

একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার সাজেশন ২০২৪,একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বাংলা সিলেবাস,একাদশ শ্রেণির বাংলা সাজেশন ২০২৪, ২০২৪ একাদশ শ্রেণির বাংলা সাজেশন,একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পুঁইমাচা গল্প,একাদশ শ্রেণির বাংলা গল্প সাজেশন 2024, পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha ) 


 একাদশ শ্রেণি বাংলা সাজেশন 2024, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস, একাদশ শ্রেণী 2024 বাংলা সাজেশন,এইচএসসি ২০২৪ বাংলা ১ম পত্র সাজেশন,এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪, একাদশ শ্রেণি বাংলা শিল্প সংস্কৃতি ভাষা সাজেশন 2024


পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর,পুঁইমাচা গল্পের ছোট প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্পের বিষয়বস্তু এবং ছোট প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্প ছোট প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্পের বিষয়বস্তু ও ব্যাখ্যা, পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )  পুঁইমাচা গল্পের আলোচনা,পুঁইমাচা গল্পের বিষয়বস্তু,পুঁইমাচা গল্পের ছোটো প্রশ্ন ও উত্তর,

পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha ) পুঁইমাচা গল্প প্রশ্ন ও উত্তর, পুঁইমাচা গল্প ছোটো প্রশ্ন ও উত্তর,পুঁই মাচা গল্পের গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর, পুঁই মাচা গল্পের প্রশ্নোত্তর,পুঁইমাচা গল্প,পুঁইমাচা গল্পের ছোটপ্রশ্ন উত্তর, পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর  ( Puimancha )