HS Geography MCQ/SAQ Suggestions 2020, Top 100 MCQ Suggestions. Part - 2


1. কোন দেশ দাবানলের দেশ নামে পরিচিত?
উত্তর।   অস্ট্রেলিয়া।
2, মনুষ্য সৃষ্ট দুর্যোগ এর উদাহরণ দাও।
উত্তর।   পারমাণবিক বিস্ফোরণ ভূপাল গ্যাস বিপর্যয় ইত্যাদি।
3, বিপর্যয় লঘুকরণ দিবস কবে কোন দিনটিকে পালন করা হয়?
10 অক্টোবর।
EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE
4, একটি বায়ুমন্ডলীয় বিপর্যয়ের নাম লেখ।
ঘূর্ণিঝড়।
5, 2013 সালে ভারতের কোন রাজ্যে হড়পা বান হয়েছিল?
উত্তরাখণ্ডে।
6, খরাতে বৃষ্টিপাতের পরিমাণ কত?
75 শতাংশের কম।


7, একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও।
জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা।
8, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও।
বাঁধের ছাড়া জলে বন্যা
9, ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস নির্গত হয়েছিল?
MIC বা মিথাইল আইসোসায়ানাইড।
10,  ভারতের একটি ধ্বস প্রবন রাজ্যের নাম লেখ।
     হিমাচল প্রদেশ।
@@ আমাদের EDUCOSTUDY  অ্যাপ্লিকেশন এখন প্লে স্টোরে আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করো EDUCOSTUDY সেখান থেকে ইন্সটল করে নাও।

11,  জলবায়ুগত ভাবে দুর্যোগ কে কয় ভাগে ভাগ করা যায়?
     দুই ভাগে ভাগ করা যায়।
12, একটি জৈব দুর্যোগের উদাহরণ দাও।
     ইউট্রিফিকেশন।
13,  ভারতের ভূমিকম্প প্রবণ এলাকার নাম লেখ।
     হিমালয় অঞ্চল।
14,  নীল বিপ্লব কোন চাষের সঙ্গে যুক্ত?
      মাছ চাষের সঙ্গে যুক্ত।
15, মালয়েশিয়ার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?
     লাদাং নামে পরিচিত।
16,  শিক্ষকতা কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ?
      তৃতীয় শ্রেণীর।

EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE

17,  নির্মাণ কাজে যুক্ত কর্মীদের কোন শ্রেণীর কর্মী বলা হয়?
      নিল কলার শ্রেণীর কর্মী।
18,  কোন রাজ্য শর্করা রাজ্য নামে পরিচিত?
      উত্তর প্রদেশ।
19,  একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্য চাষ কে কি বলে?
      শস্যাবর্তন কৃষি।
20, কোন সময় ভারতে সবুজ বিপ্লব ঘটে?
      ষাটের দশকে।

Mother's day Best Wishes | Quotes | Status | Download

Click Here

21,  আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
      ফিলিপাইনে।
22,  শিবা ক্ষেত্রের কাজ কর্মে নিযুক্ত কর্মীদের কি বলা হয় ?
      গোলাপি পোশাকের কর্মী।
23,  কোকোনাট ট্রায়াঙ্গল কোথায় দেখা যায়?
       শ্রীলঙ্কাতে।
24, শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলি কি ধরনের কার্যাবলী ?
       প্রথম স্তরের কার্যাবলী।
25,  লিভিং ফার্মেসি কি?
       শ্রীলঙ্কায় ডাব লিভিং ফার্মেসি নামে পরিচিত।
26,  চীনে ধানের আধার বলা হয় কোন প্রদেশকে?
       হুনান প্রদেশে কে।
27, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে?
       উদ্যান কৃষি।
28,  কে প্রথম শস্য সমন্বয় এর ধারণাটি অবতারণা করেন?
       বিজ্ঞানী উইভার ।
29, শুষ্ক কৃষি অঞ্চলের সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
      75 সেন্টিমিটার।



30,  গমের একটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখ।
      সোনা 227।
31,  মিল্ক মেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত?
      কুরিয়ান।
32,  ভারত ও বাংলাদেশের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?
       ঝুম চাষ নামে পরিচিত।
33,  একটি মূল শস্য চাষের মাঝে আরেকটি অপ্রধান শস্য চাষ কে কি বলে?
      ইন্টার কালচার কৃষি।
34,  পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?
       বোরলগ কে।
35, ব্রাজিলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?
     রুকা নামে পরিচিত।
36,  পৃথিবীর সর্বোৎকৃষ্ট কফি কোনটি?
     জামাইকান কফি
37,  পোমামকালচার কি?
      সারা বছর পাওয়া যায় এরকম ফলের চাষ কে পোমামকালচার বলে।
38,  ভারতের একটি বৃহৎ রেডিমেড পোশাক শিল্প কেন্দ্রের নাম লেখ।
     মুম্বাই।
39, কাকে রাশিয়ার ম্যানচেস্টার বলা হয় ?
      আইভা নোভাগে।
40, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি ?
     কার্পাস বয়ন শিল্প।
41, BMW গাড়ি কোম্পানি কোন দেশের?
     জার্মানির।
42, ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত কারখানা কোনটি?
      ভিলাই ।
43, ভারতের কোথায় কারেন্সি নোট উৎপাদন হয় ?
     হোসেনগাবাদে।
44, ভারতবর্ষে প্রথম কোথায় কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে ?
    ঘুসুড়ি তে।
45, ওয়েবারের শিল্প স্থাপনের তথ্যটি কি নামে পরিচিত?
      সর্বনিম্ন ব্যয় তত্ত্ব ।
46, ন্যূনতম ব্যয় করতে সম পরিবহন ব্যয় রেখা কে কি বলে?
     আইসো টিম।
47, কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান কোনটি?
     বাজারে নিকট।
48, ওজন হ্রাস শীল কাঁচামালের দ্রব্য সূচকটি লেখ ।
     >1 ।
  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE




49, ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়?
     পেট্রোরসায়ন শিল্পকে।
50,  কে প্রথম শিল্পের অবস্থানগত তত্ত্ব প্রবর্তন করেন ?
     অ্যালফ্রেড ওয়েবার।
51, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম লেখ।
      রবার শিল্প।
52, কাগজ শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামালের নাম লেখ।
     কস্টিক সোডা ও সোডা অ্যাশ।
53, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কেন বিখ্যাত?
     মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য।
54, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়  ?
     হুগলির রিষরা তে।
55, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা টি কোথায় অবস্থিত?
     চিত্তরঞ্জন এ অবস্থিত।
56, একটি শিকড় আগলা শিল্পের নাম লেখ।
     বস্ত্র বয়ন শিল্প।
57, কাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়?
     ওসাকা কে।
58, নিউইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ লেখ।
      ক্রমবর্ধমান নগরায়ন।
59, রুরকেলা স্টিল প্লান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে?
      ব্রাহ্মণী নদীর তীরে।
60, একটি অস্থানু শিল্পের নাম লেখ।
     কার্পাস বয়ন শিল্প।
61, IISCO ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত?
     বানপুর এ অবস্থিত।
62, কোন শহর ভারতের ডেট্রয়েট নামে পরিচিত?
      চেন্নাই।
63, কোন শহরকে ভারতের শেফিল্ড বলা হয়?
     হাওড়া কে।
64, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
     আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
65, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
     ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
66, সোনালী প্রসাদের কর্মীরা কোন কাজে নিযুক্ত থাকে?
     পরামর্শ দানে।
EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE
67, পর্যটন কোন প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
     তৃতীয় ক্ষেত্র।
68, বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয় কত সালে?
     1995 সালে।
69, ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি ?
     দুই নম্বর জাতীয় সড়ক।
70, কোন দেশে পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা গড়ে উঠেছে?
     ভারতবর্ষে।
71, কোন ক্ষেত্র কে ভারতীয় অর্থনীতির মেরুদন্ড বলা হয়?
     কৃষিকাজ কে।
72, সোনালী চতুর্ভুজ কোন চারটি শহরকে যুক্ত করে?
      দিল্লি - মুম্বাই - চেন্নাই - কলকাতা ।
73, পৃথিবীতে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি?
      আফ্রিকা মহাদেশ এ।
74, মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত ?
      দশ লক্ষ।
75, ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থায় সর্বনিম্ন একক কোনটি?
     মৌজা।



76, কনারবেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
     প্যাট্রিক গেটস।
77, ভারতের একটি প্রতিরক্ষা শহর এর নাম লেখ।
     ব্যারাকপুর।
78, জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ?
     দ্বিতীয় পর্যায়।
79, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?
      মুম্বাই।
80, কোন শহরের ন্যূনতম জনসংখ্যার পরিমাণ কত?
      5000।
81, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য কোনটি ?
      বিহার।
82, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ?
      উত্তর প্রদেশ।
83, পোলিশ কথাটির অর্থ কি ?
      নগর।
EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE
84, একটি জনবিরল দেশ এর নাম লেখ।
      অস্ট্রেলিয়া।
85, কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলে ?
       জনাকীর্ণতা।
86, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত ?
      940 : 1000 ।
87, ভারতবর্ষে সাক্ষরতার হার কত ?
     74.04 % ।
88, ছত্তিশগড়ের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র টির নাম কি ?
     ভিলাই।
89, পরিকল্পনার ক্ষুদ্রতম একক কি ?
     গ্রাম পঞ্চায়েত।
90, হলদিয়ার প্রধান আমদানিকৃত দ্রব্য কোনটি ?
    খনিজ তেল।
91, ছত্রিশগড়ের রাজধানীর নাম কি ?
     রায়পুর।
92, মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তন কে করেন ?
     মাহবুব উল হক।
93, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহর ?
     বেঙ্গালুরু।




94, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক এর নাম লেখ।
     মোট অভ্যন্তরীণ উৎপাদন।
95, ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের নাম লেখ।
     হলদিয়া শিল্পাঞ্চল।
  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

96, ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম লেখ ।
     কোরবা ।
97, হলদিয়া শিল্প কেন্দ্র কোন দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে ?
      হুগলি ও হলদি নদীর।
98, পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের নাম লেখ ।
     হলদিয়া।
99, ভারতের সিলিকন ভ্যালি কোন শিল্পের জন্য বিখ্যাত ?
     বৈদ্যুতিন।
100, মানব উন্নয়ন সূচক এর সর্বাধিক মান কত ?
     1।