মাধ্যমিক ভূগোল MCQ সাজেশন 2020 4th পার্ট। MP Geography MCQ suggestions


1, ফ্লাই অ্যাস কি?
       কয়লার দহনে ফ্লাই অ্যাস সৃষ্টি হয়।

2, কোন শিল্পে ফ্লাই অ্যাস ব্যাবহৃত হয় ?
        সিমেন্ট শিল্পে


3, নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
      কলিফর্ম।

4, আসফল্ট এর বিকল্প হিসাবে কি ব্যবহার করা হয় ?
       ভাঙা কাঁচ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



5, কোন পদ্ধতির মাধ্যমে পুষ্টি মৌলের আবর্তন ঘটে ?
        কম্পোস্টিং এর মাধ্যমে।

6, একটি গ্যাসীয় বর্জ্যের নাম লেখ।
       কার্বন ডাই অক্সাইড।


7, পুননবীকরণ কি ?
      একটি বর্জ্য ব্যাবস্থাপনা পদ্ধতি হলো পুননবীকরণ।

8, ভার্মিকম্পোস্ট কি ?
       কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজনের পদ্ধতিকে বলে ভার্মিকম্পোস্ট।

9, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখ।
       ইনজেকশনের সিরিঞ্জ।

10, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখ।
        পারদ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



11, বায়ো গ্যাস কি ?
         জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে বায়ো গ্যাস বলে।

12, একটি নিউক্লিয়ার প্লান্টের বর্জ্যের নাম লেখ।
        GTM-49 ।

13, কোন শহরকে কেন্দ্র করে "ক্লিন সিটি" পরিকল্পনা করা হয় ?
          কলকাতা (kolkata) কে কেন্দ্র করে।

14, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি ?
         পারমাণবিক বিদ্যুৎ শিল্প।

15, স্ক্র্যাবার কেন ব্যাবহার করা হয় ?
         শিল্প কারখানার বায়ুকে পরিষ্কারর করার জন্য।

16, ভরাটকরন করতে কোন বর্জ্য ব্যাবস্থার করা হয় ?
         জৈব ভঙ্গুর বর্জ্য।

17, একটি বিষ হীন বর্জ্যের নাম লেখ।
       ওষুধের খালি মোড়ক।

18, কাগজ কি ধরণের বর্জ্য পদার্থ ?
        পুনঃচক্রী বর্জ্য পদার্থ।

19, কোন দূষণটির ফলে মানুষের স্বাসযন্ত্রের ক্ষতি হয় ?
          বায়ু দূষণের ফলে।

20, স্লাজ কি ?
       কলকারখানার বর্জ্য পদার্থ কে স্লাজ বলা হয়।

21, নমামি গঙ্গা কি ?
        গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণের একটি পরিকল্পনা।

22, ইনসিনেরেটর কি ?
        উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র।

23, বায়োগাসের প্রধান উপাদান কি ?
         মিথেন।

24, পুরোনো কম্পিউটার কি ধরণের বর্জ্য ?
           ই-বর্জ্য।

25, কোন ধাতুর ফলে ব্ল্যাকফুট রোগ হয় ?
         আর্সেনিক।

26, কম্পোস্টিং কি ?
         অণুজীব বা জীব দ্বারা বিশ্লেসিত করা বর্জ্য গুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে।

27, প্লাস্টিক কোন ধরণের বর্জ্য ?
          জৈব অভঙ্গুর বর্জ্য।

28, পরিবেশে 3R কি ?
       পরিবেশে বর্জ্যকে হ্রাস করার তিনটি পদ্ধতিকে 3R বলে। Reduce, Reuse, ও  Renew.

29, Reduce পদ্ধতি কি ?
        বর্জ্যের পরিমান হ্রাস করার পদ্ধতিকে Reduce বলে।

30, Reuse কি ?
        বর্জ্যকে পুনরায় ব্যবহার করার পদ্ধতিকে  Reuse বলে।

31, Renew কি ?
          বর্জ্যকে নতুন করে ব্যাবহার যোগ্য করে তোলার পদ্ধতিকে Renew বলে।

32, কম্পোস্টিং পদ্ধতিতে কি তৈরী হয় ?
        জৈব সার।

33, স্বচ্ছ ভারত অভিযান কি ?
        2014 সালের 2 রা অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ভারতকে দূষণ মুক্ত ও স্বচ্ছ করতে এক পরিকল্পনা গ্রহণ করেন, একে স্বচ্ছ ভারত অভিযান বলা হয়।

34, BOD কথাটির পুরো অর্থ কি ?
      Biological Oxygen Demand.

35, DDT ও পুরো অর্থ কি ?
       ডাইক্লোরোডাইফিনাইল - ট্রাইক্লোরো ইথেন।

36, ম্যানিওর পিঠ কি ?
         গর্তে জমানো বর্জ্য পদার্থ থেকে  জৈব সার তৈরির পদ্ধতি।

37, কোন দিনটিকে পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় ?
       5 ই জুন।

38, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গৃহীত হয় ?
         1985 সালে।

39, D- Waste এর উৎস কি ?
        পুরোনো বাড়ির ভাঙা বর্জ্য পদার্থ।

40, TNT ও PCB কি জাতীয় বর্জ্য ?
        বিষাক্ত বর্জ্য।

         DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।