Class 10 geography mcq suggestions 2020, 6th part. মাধ্যমিক সাজেশন "Indian economy"


1, শিকড় আলগা শিল্প কাকে বলে ?
       কার্পাস বয়ন শিল্প কে।

2, কফির পাত্র কাকে বলা হয় ?
       কর্ণাটক কে।

3, কোন  রাজ্যে  জোয়ার  উৎপাদন  সব থেকে বেশি ?
         মহারাষ্ট্র রাজ্যে।


4, উদীয়মান শিল্প কাকে বলে ?
        পেট্ররসায়ন শিল্প কে।

5, কোন দেশের সহায়তায় দূর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ?
      ব্রিটেন এর সহায়তায়।

6, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোনটি ?
       দুর্গাপুরে।

7, SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?
      1973 সালে।
Educostudy


8, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
      7 নং জাতীয় সড়ক।

9, কবে সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু হয় ?
      2001 সালে।

10, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় ?
        চেন্নাই কে।

11, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?
        কানপুর কে।

12, ভারতের কোথায় যুদ্ধ জাহাজ তৈরী হয় ?
       মুম্বাই তে।

13, কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয় ?
         কলকাতায়।

14, উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
         গোরক্ষপুর।

15, সোনালী তন্তু কাকে বলা হয় ?
         পাট কে।


        DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE

16, কোন পরিবহন ব্যাবস্থার সাথে হীরক চতুর্ভুজ কথা টি জড়িত ?
         রেলপথ।

17, ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র কোনটি ?
          ভাদোদারা ।

18, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
        আমেদাবাদ কে।

19, কার্পাস বয়ন শিল্পের রাজধানী কাকে বলে ?
        মুম্বাই শহর কে।

20, আধুনিক শিল্প দানব কাকে বলে ?
        পেট্রোরসায়ন শিল্প কে ।

21, কোন শহর কে ইলেকট্রনিক্স শহর বলা হয় ?
          বেঙ্গালুরু কে ।


22, ভারতের ব্যাস্ততম সড়কপথ কোনটি ?
         NH 2 ।

23, ভারতের বৃহত্তম শহর কোনটি ?
        মুম্বাই।

24, 2011 সালের আদম শুমারি অনুযায়ী সর্বাধিক জনঘনত্ব পূর্ন শহর কোনটি ?
       বিহার।

25, ভারতের বেসরকারি বৃহৎ ইস্পাত কারখানা কোনটি ?
        TISCO ।

26, মারুয়া কি ?
         স্হানীয় ভাষায় রাগী - কে মারুয়া বলা হয় ।

27, কোন সময়ে রবি শস্য চাষ করা হয় ?
         শীতের সময়।

28, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
         কোয়েম্বাটুর কে।

29, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোনটি ?
          ট্রম্বে ।

30, রাউরকেল্লা স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে ?
            জার্মানির ক্রুপস ও ডেমার্গ কোম্পানির সহায়তায়।


31, ভারতের সাক্ষরতার হার কত ?
       74.04 শতাংশ।

32, গম উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি ?
           উত্তর প্রদেশ।

33, ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত ?
         লখনউ তে।

34, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোম্পানি কোনটি ?
           রিলায়েন্স।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE


35, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচা মালের নাম কি ?
           ন্যাপথা।

36, টাইডাল পার্ক কেন বিখ্যাত ?
        তথ্যপ্রযুক্তির জন্য বিখ্যাত।


37, কমলা লেবুর শহর কাকে বলে ?
          নাগপুর কে ।

39, E-mail এর পুরো নাম কি ?
      ইলেকট্রনিক মেইল।

40, রেটুন পদ্ধতি কি ?
        আঁখ চাষের সঙ্গে জড়িত একটি পদ্ধতি।

41, গোপীনাথ বরদলুই বিমান বন্দর কোথায় অবস্থিত ?
         গুয়াহাটি।

42, স্বামী বিবেকানন্দ বিমান বন্দর কোথায় অবস্থিত ?
          ছত্রিশগড় রাজ্যের রায়পুরে।

43, ভারতের ক্ষুদ্রতম সড়ক পথ কোনটি ?
           NH - 47A

44, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কোনটি ?
           গুজরাটের কান্ডালা।

45, পশ্চিমবঙ্গের কোথায় তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে ?
            কলকাতার  সল্টলেকে।


46, একটি উচ্চফলনশীল ধান বীজের নাম লেখ ।
         জয়া বা রত্না।

47, ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
         দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর।

48, কবে ভারতে মোবাইল ফোনে চালু হয় ?
         1995 সালে।

49, RMS কথার অর্থ কি ?
        রেলওয়ে মেইল সার্ভিস।

50, চা চাষের জন্য কত বৃষ্টি পাতের প্রয়োজন ?
         200 থেকে 300 সেন্টিমিটার।

51, ভারতের রেল ইঞ্জিন ও রেলবগি কোথায় তৈরী হয় ?
           রেল ইঞ্জিন চিত্তরঞ্জন, ও রেল বগি পেরাম্বুরে।

52, NHAI এর পুরো নাম কি ?
         ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।


53, ভারতের রূঢ় কাকে বলে?
         দূর্গাপুর কে।

54, ভারতের প্রাচীন সড়ক কোনটি ?
         গ্রান্ট ট্রাংক রোড।

55, ভারতের দীর্ঘতম রেল প্লাটফ্রর্ম কোনটি ?
         পশ্চিমবঙ্গের খড়গপুর।

56, SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
         নিউ দিল্লি।

57, ক্যাপিটাল অফ আইটি (IT) কাকে বলে ?
         কর্ণাটকের বেঙ্গালুরু।

58, কোন কোম্পানি প্রথম রেল ইঞ্জিন তৈরী করে ?
         TISCO ।

59, ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল কত ?
        66 বছর।

60, ভারতের "সিলিকন ভ্যালি" কাকে বলে ?
          বেঙ্গালুরু।

# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।