Top 100 MCQ And SAQ For HS Philosophy Suggestions. সম্ভাব্য ১০০ টি শর্ট প্রশ্ন দর্শন উচ্চমাধ্যমিক।

   উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ন সকল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে এখানে নোটস দেওয়া হয়, এখানে দর্শন বিষয় থেকে যে সকল Philosophy mcq প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে পড়া দরকার সেই সকল প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া হলো।


HS Philosophy MCQ Suggestions 


1,  ভুত নেই,   এর বুলিও ভাষ্য হলো ------     S=0

2,  নিরেপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পদকে বলে ----                   সাধ্যপদ।

3,  বিশেষ বচনে অব্যপ্য  হয় ------- উদ্দেশ্য।

4,  আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা -------  সম্ভাব্য।

5,  বৈধতা কার ধর্ম ------- যুক্তির।

6,  অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে ----- যুক্তি।


7,  সরল বা অযৌগিক বচনের অংশ হলো ---- তিনটি।

8,  বচনের বিরোধনুমান কয় প্রকার --/-- চার প্রকার।

9,  I বচন সত্য হলে O বচনের সত্যমূল্য কি---- অপাতিক
10,  DATISI কোন সংস্থানের বৈধমূর্তি --- তৃতীয়।
11,  S= অশুন্য শ্রেণী এর প্রতীক রূপটি কি ----- S#O ।
12,  P অথবা q, p/ :- ~q এই যুক্তির আকার টি --- অবৈধ।
13,  মূল বাক্য মিথ্যা হলে নিষেধ বাকি হবে ----- সত্য।
14,  একটি দ্বি প্রাকলপিক বচনের দুটি অঙ্গ বচন সত্য হলে               বচনটি হবে ------- সত্য।


Philosophy mcq suggession
Philosophy suggestions2019

15,  দুটি বচন একই সঙ্গে সত্য অথবা মিথ্যা হতে পারে না *               বচন দুটির সম্বন্ধ কি ------- বিরুদ্ধ বিরোধিতা ।

16,  অবধারণের ভাষায় প্রকাশিত রূপ কে বলে --- যুক্তি।

17,  আরোহ অনুমানের সিদ্ধান্ত কি ধরণের বচন ---- সংশ্লেষক।

18, কোনো বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে ---               সত্য।

19,  কোন যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য কে অতিক্রম করে যায় -----         আরোহ যুক্তি।

20,  বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে --- নঞর্থক ।

21,  দুটি বিরোধিতার সম্বন্ধ যুক্ত বচনের উদ্দেশ্য - বিধেয় হবে --         -----  অভিন্ন। 

22,  নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্ত নঞর্থক হলে একটি              যুক্তি বাক্যকে অবশ্য হতে হবে ---  নঞর্থক।
23,  FERISON কোন সংস্থানের বৈধ মূর্তি ----- তৃতীয়।
24,  সংযোজক বচনের কি নির্দেশ করে ---- গুন।
25,  বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সামান্য বা ব্যাপ্তি বাক্য             প্রতিষ্ঠা করা যায় কোন অনুমানে --------------                              আরোহ  অনুমানে ।
26,  উপমা যুক্তির ভিত্তি হলো ------ প্রাসঙ্গিকতা।
27,  বিষপানে মৃত্য হয়, এখানে কারণ যে শর্তে ব্যবহার হয়েছে -        --- পর্যাপ্ত শর্তে।
28,  ক না ঘটলে খ ঘটবে না , এখানে কারণ কে কোন শর্তে               গ্রহণ করা হয়েছে --///----- আবশ্যিক শর্ত।
29,  কারণ কি --// -- সদর্থক ও নঞর্থক শরতের সমষ্টি।
30,  কার্য কে অনুমান করা হয় ------- পর্যাপ্ত শর্তে।
31,  আরোহ অনুমান কয় প্রকার -------- দুই প্রকার।
32,  লৌকিক আরোহ অনুমানের ভিত্তি হলো ----- অবাধ                   অভিজ্ঞতা।
33,  অপসারণ সূত্রের ভিত্তি কি ------ কার্যকারণ নিয়ম।
34,  কার মতে "সহপরিবর্তন পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতির                 রূপান্তর"  ------ রিড এর মতে।
35,  তৃতীয় সংস্থানে বৈধ মূর্তি কয়টি ----- ছয়টি।
36,  "সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়" বাক্যটির                  সত্যমূল্য কি -------  সত্য।
37,  "সকল মানুষ হয় মরণশীল' এবং কোনো কোনো মানুষ হয়           মরণশীল" এই বচন দুটির মধ্যে কি বিরোধিতা ----------               অসম বিরোধিতার সম্পর্ক।
38,  সবচেয়ে জোরালো বিরোধিতা কোনটি ------ বিরুদ্ধ                   বিরোধিতা ।
39,  কি কেবল সত্য বা মিথ্যা হতে পারে ----- বচন।
40,  কোন বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় ---- হেতু              বাক্য।
41,  শর্ত কার অংশ ------ কারণের অংশ।
42,  কোনটি মিলের পরীক্ষা মূলক পদ্ধতি নাম পরিচিত -------            ব্যতিরেকী ।
43,  আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো ----- প্রকৃতির             একরূপতা  ও কার্য কারণ নীতি ।
44,  আরোহ অনুমানে সামান্যই করণের মাধ্যমে  যে বচন                   প্রতিষ্ঠা করা হয় -------- সামান্য সংশ্লেষক বচন।
45,  কোনো যুক্তির হেতু বাকি এবং সিদ্ধান্ত উভয় যদি মিথ্যা হয়          তবে যৌক্তিক আকারটি কি হবে --- অবৈধ।
46,  LOGIC শব্দটি কোন শব্দ থেকে এসেছে ------ LOGOS             থেকে। 

47,  যুক্তি কয় প্রকার -------- দুই প্রকার।

48,  ভাষায় প্রকাশিত অনুমানের আকার কে বলে ------ যুক্তি।

49,  একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা --------  সম্ভাব্য হয়।

50,  যে যুক্তিতে আশ্রয় বাকি থেকে সিদ্ধান্তটি অনিবার্য ভাবে              নিঃসৃত হয় তাকে বলে --------- অবরোহ যুক্তি।

51,  বৈধ অবরোহ যুক্তির হেতু বাকি সত্য হলে সিদ্ধান্ত টি হবে --          ------- সত্য।

52,  প্রাকলপিক বচনের উদ্দেশ্যে কে বলে ----- পূর্বক।

53,  নিরপেক্ষ বচন হলো --- যে বচনের কোনো শর্ত নেই।

54,  কোন বচনের সর্বদা উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়  ---- সামান্য               বচনে ।

55,  যৌগিক বচন কয় প্রকার ----- পাঁচ প্রকার ।

56,  কেবল মাত্র উদেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনের --- A                  বচনের।

57,  বিরোধনুমান কয় প্রকার ------- চার প্রকার।

58,  কোনো মানুষ নিয়ে দেবতা এবং সকল জীব হয় মরণশীল,         এই বচন দুটির মধ্যে কি বিরোধিতার সম্পর্ক ---- কোনো              বিরোধিতার সম্পর্ক নেই।

59,  এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ------- দুই          প্রকার।

60,  ভিন্ন গুন বিশিষ্ট্য দুটি বচনের মধ্যে যে বিরোধিতা থাকে                তাকে বলে ------- অধীন-বিপরীত বিরোধিতা।

61,  যদি A বচন মিথ্যা হয়, তবে এর বিপরীত বিরোধী E                   বচনের    সত্যমূল্য হবে ---// অনিশ্চিত।

62,  যদি A বচন মিথ্যা হয় তবে O বচনের সত্যমূল্য হবে --------        -- সত্য।

63,  একই উদেশ্য ও বিধেয় বিশিষ্ট্য কোন দুটি বচনের মধ্যে                বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে ------ A, O  ।

64,  I বচনের অসম বিরোধী বচন হলো ---- A  ।

65,  ন্যায়ের চারটি সংস্থানে মোট মূর্তির সংখ্যা কত ------ 256            টি ।

66,  নিরেপেক্ষ ন্যায়ের পক্ষ পদের জন্য কোন চিন্হ ব্যবহার                করা হয় ------ S ।

67,  ন্যায় অনুমানে কয়টি সংস্থান থাকে ------ চারটি।

68,  তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কত ----- 6 টি।

69,  পক্ষ পদটি পক্ষ আশ্রয়বাক্য ছাড়াও নয় যে স্থানে থাকে তা          হলো ----সিদ্ধান্তের উদেশ্য স্থানে।

70,  নিরপেক্ষ নয় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে         তাকে বলে ------- সাধ্য পদ।

71,  চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কত ------- 5 টি।

72,  অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি  হলো ---- কারণের                   পরিমানগত লক্ষণ ।


74,  অপসারণের কোন সূত্রের উপর অন্বয়ী পদ্ধতি প্রতিষ্ঠিত ---         ---- প্রথম সূত্র ।

75,  মিলের প্রথম অপসারণের সূত্রের ভিত্তি হলো ----- কারণের         গুণগত লক্ষণ।

76,  দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো ----- অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি ।

77, অবৈধ সামান্যকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের               ফলে তা হলো ------  অন্বয়ী পদ্ধতি।

78,  যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয়          তাকে বলে ------ নিষেধক বচন।

79,  প্রাকলপিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যের দুটি                অংশ হলো ------- পূর্বক ও অনুগ ।

80,  আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ ------ চারটি ।

81,  স্বতঃসত্য বচন কি ------- "যে যৌগিক বচনের সত্যসরণিতে         সব কোটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় সেই বচন কে স্বতঃসত্য          বচন  বলে।

82,  "কারণ হল কার্যের অব্যবহিত শর্ত বিহীন অপরিবর্তনীয়             পূর্ববর্তী ঘটনা" কে বলেছে ---- মিল।

83,  কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত" এর অর্থ কি -----                কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা         যায়।

84,  আরহের বস্তুগত ভিত্তি কি ---- পর্যবেক্ষণ ও পরীক্ষণ।

85,  আরোহ অনুমানের সমস্যাটি কি ---- সামান্যইকরন।

86,  যে যৌগিক বচনের পূর্বক অংশে শর্তের উল্লেখ থাকে ------         প্রাকলপিক বচন।
87,  শক্তির অবিনস্বরতার সূত্র টি হলো ----- কারণের                      পরিমানগত লক্ষণ।
88,  অক্সিজেনের উপিস্থিতি দহনের কারণ"  এখানে কারণ               কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে -- আবশ্যিক শর্ত।
89,  ক ও খ এর পর্যাপ্ত শর্ত টি কি -----/ যদি ক ঘটে তবে খ               ঘটে।
90, কোনো সত্যসাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে --         ------ অঙ্গবচন ও যোজকের উপরে ।
91,  বহুকারণবাদের  একজন সমার্থক হলেন ---- মিল।
92,  কারণ হলো ----- শর্তের সমষ্টি।
93,  মিলের যে পদ্ধতিতে "কাকতলীয় দোষ" হয় তা হলো------            ব্যতিরেকেই পদ্ধতি।
94,  "হয় p না হয় q" এটি কি বচন ------ বৈকলপিক।
95, আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য টি কি -------                       আরোহমূলক লাফ।
96,  logos শব্দটির অর্থ কি -----/------ চিন্তা।

97,  কোন যুক্তির ক্ষেত্রে বৈধতা/ অবৈধতা  প্রশ্নটি যুক্ত --------            অবরোহ যুক্তি ।

98,  প্রাকলপিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকলপিক                বচন -----/প্রধান আশ্রয়বাক্য।

99,   যুক্তির অবয়ব কয়টি হতে পারে ----- দুটি বা তিনটি।

100,  যুক্তি বাক্যের ওপর নাম কি ---------- হেতু বাক্য।

          #### কোনো ভুল থাকলে অনিচ্ছাকৃত ভাবে ####
     ** ****** আরো কিছুর জন্য ভিজিট করুন *********
                             www.educostudy.in